নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

DeepSeek: যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ঝড়, প্রযুক্তি আধিপত্যে চীনের ‘ম্যাজিক মুভ’!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২


গত সপ্তাহে DeepSeek-এর কারণে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে যে পরিমাণ অর্থ হারিয়ে গেছে, তা বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের প্রায় সাত গুণ। অর্থাৎ, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটি এত বড় অঙ্ক যে যা দিয়ে বাংলাদেশের তাদের বৈদেশিক দেনা ৭ বার পরিশোধ করতে পারতো এবং হাসিনা একটি গালি থেকে মুক্তি পেতো।

একই সঙ্গে DeepSeek যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে।

ChatGPT-এর আকাশচুম্বি সাফল্যের পর, যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তি বাজারে আধিপত্য বজায় রাখতে NVIDIA-এর শক্তিশালী H100 ও A100 GPU-র রপ্তানি নিষিদ্ধ করে। এই চিপগুলো এআই ও মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল—বৈশ্বিক প্রতিযোগীদের, বিশেষত চীনকে, উন্নত এআই মডেল তৈরিতে পিছিয়ে রাখা।

তবে, এই কৌশল পুরোপুরি সফল হয়নি। চীনের কোম্পানিগুলো বিকল্প পথ বের করতে শুরু করেছে এবং DeepSeek-এর মতো প্রতিষ্ঠানগুলোর উত্থান দেখিয়েছে যে, প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখা আগের মতো সহজ নয়।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার পরও চীনের এআই খাতে বিনিয়োগ বন্ধ হয়নি। সম্ভবত যুক্তরাষ্ট্রের এই কৌশলই চীনের ৭০ কোটি টাকার (প্রায় ৬০ মিলিয়ন ডলার) এআই প্রকল্প আরও এগিয়ে যেতে উৎসাহিত করেছে, যার ফলে মার্কিন বাজার থেকে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের সাত গুণ পরিমাণ অর্থ উধাও হয়ে গেছে।

এই ঘটনাটি প্রমাণ করে যে চীনের প্রযুক্তিগত শক্তিকে দমিয়ে রাখা সহজ নয়। NVIDIA-এর শক্তিশালী GPU হাতে না পেলেও, চীনের প্রতিষ্ঠানগুলো ভিন্ন উপায়ে এআই গবেষণা চালিয়ে যাচ্ছে এবং প্রযুক্তিগত অগ্রগতি ঘটাচ্ছে।

বিশেষত, উদ্যোক্তা লিয়াং ওয়েনফেং তার স্টার্টআপের এআই প্রযুক্তির সোর্স কোড সকল ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন এবং যুক্তরাষ্ট্রের AI কোম্পানিগুলোর কপালে ভাজ ফেলতে বাধ্য করেছে।

বাংলাদেশের জন্য শিক্ষা
আমাদেরও উচিত অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে মূল্যবান সময় রাজপথ, রেল পথ, অটোপাশ, প্রেস ক্লাব ইত্যাদি জায়গায় অপচয় না করে ছাত্র-শিক্ষক মিলে যদি গবেষণাগারে বিনিয়োগ করতো তাহলে স্বয়ংক্রিভাবে দেশের রাজনীতি পরিশুদ্ধ হতো আমরাও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারতাম। আমাদেরর উচিৎ যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলোকে দেখিয়ে দেওয়া যে আমরাও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যেতে পারি, আমরা তোমাদের হেজিমনি মানি না।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: আলী বাবা নাকি আরেকটি AI আনতেছে বাজারে! দারুণ কম্পিটিশন হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৯

প্রগতি বিশ্বাস বলেছেন: এধরনের সুস্থ কম্পিটিশন খুবই কাম্য

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

কলাবাগান১ বলেছেন: আজ আবার আমেরিকার চ্যাট জিপিটির কোম্পানী Open AI তাদের নতুন ক্যাপাবিলিটির OpenAi o3 mini রিলিজ করেছে যেটা ডিপসিক কে পারফর্মেন্স এ দিয়ে 'টেক্কা' দিয়েছে....।

বাংলাদেশের মানুষের কাছে এসব এর কোন মূল্য নাই....মূল্য আছে মেয়েরা ফুটবল খেলছে কিনা...নারী শোরুম উব্ধোধন করবে না কিনা...এসব এর প্রায়োরিটি আগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.