![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> **“তোমরা গুজব, প্রথা, ধর্মগ্রন্থ, যুক্তি বা অনুমান দিয়ে অন্ধভাবে বিশ্বাস করো না। এমনকি যদি আমি নিজেও কিছু বলি, তবুও সেটাকে যাচাই করে দেখো – সেটা সৎ, কল্যাণকর এবং সকলের মঙ্গল বয়ে আনে কি না। তারপরই তা গ্রহণ করো।”**
> — *কালাম সূত্র (Kalama Sutta)*
উপরোক্ত কোটেশনটি গৌতম বুদ্ধ প্রায় **২৫০০ বছর আগে** *‘কালাম সূত্র’* নামক পালি বুদ্ধবচনে উচ্চারণ করেছিলেন।
আমি এই উক্তিটিকে অন্ধভাবে নয়, **যাচাই-বাছাই করেই বিশ্বাস করি**।
আমরা আজ শুধু বিশ্বনাগরিকই নই, **বাংলাদেশি নাগরিক** হিসেবেও এক **ভয়ঙ্কর সময়ের** মধ্য দিয়ে যাচ্ছি।
এই ভয়াবহ সময়ের অন্যতম কারণ **অন্ধ বিশ্বাস**, যা দেশের রাজনীতিকে কলুষিত করতে **ব্যাপকভাবে ব্যবহৃত** হচ্ছে।
আমরা সবাই একমত হব— এমনকি বড় দুই রাজনৈতিক দলের কট্টর সমর্থকরাও— যে এই দেশটি **কিছু স্বপ্ন ও বিশ্বাস নিয়ে ১৯৭১ সালে জন্ম নিয়েছিল**।
স্বপ্ন ছিল
- বৈষম্য থাকবে না
- ধর্মীয় স্বাধীনতা থাকবে
- অর্থনৈতিক মুক্তি থাকবে
- এবং নাগরিক মর্যাদা নিশ্চিত হবে
কিন্তু আমরা কী দেখলাম?
যে দলের নেতৃত্বে দেশটির জন্ম, তারা ভালো কিছু করতে পারেনি।
তাদের ভুলের সুযোগে জন্ম নেওয়া **বৃহত্তর রাজনৈতিক দলটিও** একই ভুলের পুনরাবৃত্তি করেছে।
---
## নতুন রাজনৈতিক শক্তির আশায়
স্বাভাবিকভাবেই আমার মতো অনেকেই চাইতো— **এদেশে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটুক**।
কিন্তু **কোনোভাবেই** তা সম্ভব হচ্ছিল না।
একটি দলের **দীর্ঘদিন ধরে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার কারণে** অনেকের মনে হয়েছিল,
এই দেশ থেকে “রাজনীতি” ব্যাপারটাই উঠে যাচ্ছে।
ঠিক তখনই যখন সেই দলের বিদায়ের সম্ভাবনা তৈরি হলো,
মনে হচ্ছিল রাজনীতিতে **ইতিবাচক কোনো পরিবর্তন** আসতে পারে।
---
## বিপরীতমুখী অভ্যাসে ভয়াবহ রাজনীতি
কিন্তু পরে দেখা গেল,
**গৌতম বুদ্ধের উপরের বাণীর সম্পূর্ণ বিপরীত আচরণ** শুরু হয়েছে এই দেশের রাজনীতিতে।
কিছু **শিক্ষিত যুবক**,
দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
বিশেষ একটি মটো নিয়ে রাজনীতিতে নামলেও,
**বিদেশে থাকা দায়িত্বজ্ঞানহীন ইউটিউবারদের বক্তব্যকে তারা ঐশ্বরিক বাণীর মতো বিশ্বাস করে**,
তা অনুযায়ী কাজ করে **দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে**।
---
## শিক্ষিতরাও অন্ধ বিশ্বাসে
বিগত সময়ে দেশের রাজনীতিতে **সুশিক্ষিত মানুষের সম্পৃক্ততা তেমন দেখা যায়নি**।
স্বাভাবিকভাবেই অনেকেই আশা করেছিলেন,
দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল ভালো কিছু করবে।
কিন্তু দুঃখজনকভাবে,
তাদের দলের **২/১ জন ব্যক্তির প্রতি অন্ধ বিশ্বাস** দেশটিকে আরও **বড় বিপদের মুখে** ফেলে দিয়েছে।
**যাচাই-বাছাই ছাড়া কারও কথা বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজ করা— এটা চরম মূর্খামি।**
বিশ্বাস করে আপনি প্রার্থনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই,
কিন্তু কার্যক্রম গ্রহণের আগে **বিবেচনা, প্রমাণ ও যুক্তি** দরকার।
---
## শিক্ষা ব্যবস্থার প্রশ্ন
**যদি কোনো শিক্ষা ব্যবস্থা এমন অন্ধবিশ্বাসী মানুষ তৈরি করে,
তবে সেই শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।**
---
## উপসংহার
সবশেষে অনুরোধ করবো,
**গৌতম বুদ্ধের উপরের কোটেশন থেকে শিক্ষা নিয়ে—
নিজের সিদ্ধান্ত নিজে নিন।**
এখন সময় এসেছে—
- **শিক্ষা**,
- **দলীয় আনুগত্য**,
- **সম্মান**,
- **উন্নয়ন**
এই শব্দগুলোর **যৌক্তিক সংজ্ঞা দাঁড় করানোর**।
---
১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:০০
প্রগতি বিশ্বাস বলেছেন: সেটা একান্তই তার ব্যাপার
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: গৌতম বুদ্ধ তো গডে বিলিভ করতেন না ।