নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন ও সমাজ নিয়ে আমার ভাবনার ভিত্তি মূলত দর্শনশাস্ত্র, বিশেষত স্টোয়িক দর্শনের ওপর গঠিত। আমি বিশ্বাস করি আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা, এবং চারিত্রিক দৃঢ়তা একজন মানুষের প্রকৃত শক্তির উৎস। আমি একজন সেকুলার মানুষ—যে যুক্তি, মানবিকতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে

প্রগতি বিশ্বাস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

গৌতম বুদ্ধের শিক্ষা ও আমাদের রাজনৈতিক বাস্তবতা

১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২৪

> **“তোমরা গুজব, প্রথা, ধর্মগ্রন্থ, যুক্তি বা অনুমান দিয়ে অন্ধভাবে বিশ্বাস করো না। এমনকি যদি আমি নিজেও কিছু বলি, তবুও সেটাকে যাচাই করে দেখো – সেটা সৎ, কল্যাণকর এবং সকলের মঙ্গল বয়ে আনে কি না। তারপরই তা গ্রহণ করো।”**
> — *কালাম সূত্র (Kalama Sutta)*

উপরোক্ত কোটেশনটি গৌতম বুদ্ধ প্রায় **২৫০০ বছর আগে** *‘কালাম সূত্র’* নামক পালি বুদ্ধবচনে উচ্চারণ করেছিলেন।

আমি এই উক্তিটিকে অন্ধভাবে নয়, **যাচাই-বাছাই করেই বিশ্বাস করি**।
আমরা আজ শুধু বিশ্বনাগরিকই নই, **বাংলাদেশি নাগরিক** হিসেবেও এক **ভয়ঙ্কর সময়ের** মধ্য দিয়ে যাচ্ছি।
এই ভয়াবহ সময়ের অন্যতম কারণ **অন্ধ বিশ্বাস**, যা দেশের রাজনীতিকে কলুষিত করতে **ব্যাপকভাবে ব্যবহৃত** হচ্ছে।

আমরা সবাই একমত হব— এমনকি বড় দুই রাজনৈতিক দলের কট্টর সমর্থকরাও— যে এই দেশটি **কিছু স্বপ্ন ও বিশ্বাস নিয়ে ১৯৭১ সালে জন্ম নিয়েছিল**।
স্বপ্ন ছিল


- বৈষম্য থাকবে না
- ধর্মীয় স্বাধীনতা থাকবে
- অর্থনৈতিক মুক্তি থাকবে
- এবং নাগরিক মর্যাদা নিশ্চিত হবে

কিন্তু আমরা কী দেখলাম?



যে দলের নেতৃত্বে দেশটির জন্ম, তারা ভালো কিছু করতে পারেনি।
তাদের ভুলের সুযোগে জন্ম নেওয়া **বৃহত্তর রাজনৈতিক দলটিও** একই ভুলের পুনরাবৃত্তি করেছে।

---

## নতুন রাজনৈতিক শক্তির আশায়

স্বাভাবিকভাবেই আমার মতো অনেকেই চাইতো— **এদেশে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটুক**।
কিন্তু **কোনোভাবেই** তা সম্ভব হচ্ছিল না।

একটি দলের **দীর্ঘদিন ধরে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার কারণে** অনেকের মনে হয়েছিল,
এই দেশ থেকে “রাজনীতি” ব্যাপারটাই উঠে যাচ্ছে।

ঠিক তখনই যখন সেই দলের বিদায়ের সম্ভাবনা তৈরি হলো,
মনে হচ্ছিল রাজনীতিতে **ইতিবাচক কোনো পরিবর্তন** আসতে পারে।

---

## বিপরীতমুখী অভ্যাসে ভয়াবহ রাজনীতি

কিন্তু পরে দেখা গেল,
**গৌতম বুদ্ধের উপরের বাণীর সম্পূর্ণ বিপরীত আচরণ** শুরু হয়েছে এই দেশের রাজনীতিতে।

কিছু **শিক্ষিত যুবক**,
দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
বিশেষ একটি মটো নিয়ে রাজনীতিতে নামলেও,
**বিদেশে থাকা দায়িত্বজ্ঞানহীন ইউটিউবারদের বক্তব্যকে তারা ঐশ্বরিক বাণীর মতো বিশ্বাস করে**,
তা অনুযায়ী কাজ করে **দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে**।
---



## শিক্ষিতরাও অন্ধ বিশ্বাসে

বিগত সময়ে দেশের রাজনীতিতে **সুশিক্ষিত মানুষের সম্পৃক্ততা তেমন দেখা যায়নি**।
স্বাভাবিকভাবেই অনেকেই আশা করেছিলেন,
দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল ভালো কিছু করবে।

কিন্তু দুঃখজনকভাবে,
তাদের দলের **২/১ জন ব্যক্তির প্রতি অন্ধ বিশ্বাস** দেশটিকে আরও **বড় বিপদের মুখে** ফেলে দিয়েছে।

**যাচাই-বাছাই ছাড়া কারও কথা বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজ করা— এটা চরম মূর্খামি।**
বিশ্বাস করে আপনি প্রার্থনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই,
কিন্তু কার্যক্রম গ্রহণের আগে **বিবেচনা, প্রমাণ ও যুক্তি** দরকার।

---

## শিক্ষা ব্যবস্থার প্রশ্ন

**যদি কোনো শিক্ষা ব্যবস্থা এমন অন্ধবিশ্বাসী মানুষ তৈরি করে,
তবে সেই শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।**

---

## উপসংহার

সবশেষে অনুরোধ করবো,
**গৌতম বুদ্ধের উপরের কোটেশন থেকে শিক্ষা নিয়ে—
নিজের সিদ্ধান্ত নিজে নিন।**

এখন সময় এসেছে—

- **শিক্ষা**,
- **দলীয় আনুগত্য**,
- **সম্মান**,
- **উন্নয়ন**

এই শব্দগুলোর **যৌক্তিক সংজ্ঞা দাঁড় করানোর**।
---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: গৌতম বুদ্ধ তো গডে বিলিভ করতেন না । :-B

১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:০০

প্রগতি বিশ্বাস বলেছেন: সেটা একান্তই তার ব্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.