![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
মেয়েটিকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেল একটা পতিত বাড়িতে, বাড়ির ভিতরে সামান্য আলো, বাড়িটি ঘাস লতাপাতা দিয়ে এমন ভাবে ঢাকা যে কেউ দেখলে বুঝবে এখানে কোন মানুষ থাকেনা। মেয়েটিকে হাত পা বেধে পতিত বাড়িতে সবাই মিলে ধর্ষন করলো তারপর মেরে ফেললো,
এটা একটা বাংলা সিনেমার সিন।
বেশির ভাগ বাংলা সিনেমা মারামারি কাটাকাটি, চুরি ডাকাতি এই বিষয় গুলো দিয়ে শুরু হয়,
সিনেমার শেষের দিকে এইগুলোর সমাধান হয়, তারপর চোর ভাল হয়ে যায়, ডাকাত ডাকাতি ছেড়ে দেয়, খুনি খুন করা ছেড়ে দেয়।
কিন্তু আমার প্রশ্ন এই ধরনের বাংলা সিনেমা বাঙালী জাতির কি উপকার করতে পেরেছে?
আপনি কি উত্তর দিবেন ভেবে পাচ্ছেন না?
তাহলে শুনেন আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম তখন কয়েকজন কুখ্যাত খুনিদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল,
তাদের সবাই কে আমি এই প্রশ্নটি করেছিলাম আপনারা কেন এই পথে আসলেন?
সবাই প্রায় একই ধরনের উত্তর দিয়েছিলেন যে, বাংলা সিনেমা দেখে আমার মাস্তান হওয়ার ইচ্ছে জাগে , তারপর থেকে আস্তেআস্তে মাস্তান হয়ে যাই। অনেক মানুষকে সিনেমা স্টাইলে খুন করেছি।
এটাই বাস্তবতা, আমারতো মনে হয় সিনেমা কেন দরকার একটা সমাজ বা জাতির জন্য বেশির ভাগ সিনেমা পরিচালকই তা জানেনা। আপনার একটা সিনেমা যদি সমাজের কোন উন্নয়নে কাজ না করে বরং ধ্বংসের জন্য কাজ করে তাহলে সিনেমা তৈরি করা বন্ধ করে জুতা সেলাইয়ের ব্যবসা খুলে বসেন তাহলে জাতির জন্য মঙ্গল হবে।
তবে কিছু ভাল পরিচালকও আছে, যারা সুস্থ সিনেমার পক্ষে এবং নিজেরা সুস্থ সিনেমা তৈরি করেন যেমন মোস্তফা সারোয়ার ফারুকী, জাফর ফিরোজ, ডিবজল, আরো অনেকে আছেন। তাদের তৈরি করা সিনেমা যেমন "কোটি টাকার কাবিন,টেলিভিশন, দূরবীন, নতুন ছবি ঘুড়ি। এই সিনেমা গুলো দেখলেই বুঝতে পারবেন।
সর্বশেষ নতুন প্রজন্মের সুস্থ ধারার সিনেমা পরিচালক ও অভিনেতা জাফর ফিরোজ এর একটা কথা বলে শেষ করি, "চুরি কিভাবে করতে হয় তা শিক্ষা না দিয়ে কিভাবে চুরি ছেড়ে দিয়ে ভাল মানুষ হওয়া যায় তা শিক্ষা দিন। কিভাবে চুরি করলেন সেটা অভিনয় করে না দেখিয়ে চোর থেকে কিভাবে ভাল মানুষ হলেন সেটা অভিনয় করে দেখান তাহলে জাতির উন্নয়নে আপনার তৈরি করা চলচিত্র কাজে আসবে।"
২| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৫
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: হয়তো আমি উন্নত ধরনের লেখক নই, আমার লেখা কোন দৈনিকে প্রকাশিত হয় না, তবুও এই লেখার জন্যই আমাকে কারা বরণ করতে হয়েছিল, আমি সবসময় লেখা বানিজ্য নিয়েই ব্যস্ত থাকি। আমার সেই কবিতাটি এখানে দেওয়াও আছে @চাঁদগাজী
৩| ২৬ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮
অর্ধ চন্দ্র বলেছেন: কথা কিন্তু মন্দ নয় !
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
জেলে আপনার কি ধরণের ব্যবসা বাণিজ্য?