নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

আমাদের হবিগঞ্জ।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

আমাদের হবিগঞ্জ।।
.
অনেকেই নিজের শহর নিয়ে লিখেন।।
আসলে সোনার বাংলার প্রত্যেকটা শহর, গ্রাম, অলিগলি আসলেই সোনায় সোনায় ভরপুর।
আজ আমি আমার জিলা শহর নিয়ে কিছু লিখব।।
পড়ার ধৈর্য রাখবেন।।
আমার জিলা হবিগঞ্জ।।
বাংলাদেশের সিলেট বিভাগের ছোট একটি জিলা।
বলা যায় তো বাংলাদেশের মধ্যে অনেক ছোট একটি শহর হবিগঞ্জ।
কিন্তু রুপ সৌন্দর্যে ভরপুর এই জিলা যেন এক মায়াবী রুপের ছড়াছড়ি।
.
বাংলাদেশের অন্যতম সম্পদ চা, বিখ্যাত এই চায়ের বাগান থেকে শুরু করে হাওর, পাহার থেকে শুরু করে বিল,
এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।
.
রাজবাড়ি, গায়েবী মসজিদ, মুক্তিযুদ্ধা যাদুঘর, ইতাকার
মিথগুলোর কথা না হয় আজ থাক।
বাংলাদেশ চলচিত্রের অন্যতম চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান, এ যেন সৌন্দর্যের আরেক উপহার।
.
হবিগঞ্জ জেলার বাহুবলের দি প্যালেস লাক্সারী রিসোর্ট এর সৌন্দর্যের কথা আর কি বলব?
এক বার গেলেই দেখতে পারবেন।
মাধবপুর লেকের কথা আজ থাকুক।
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং আমাদের জেলারই।
.
বাংলাদেশের সেরা পলিটেকনিক ইন্সটিটিউট
এর মধ্যে আমাদের হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট অন্যতম।
এবং সুনাম অর্জনে আমাদের বৃন্ধাবন সরকারী কলেজও পিছিয়ে নেই।
.
কবিতার টানে পল্লী কবির ছুটে আসা আমাদের সাগরদীঘির পাড়ে এ নিয়ে যে জনশ্রুতি আছে তা তো মনে হয় সবার জানা।
যে মহাত্মাকে ভারত থেকে সালাম করার জন্য স্বয়ং জওহরলাল নেহেরু ছুটে এসেছিলেন তিনি আমাদের হবিগঞ্জেরই সন্তান বিপিন চন্দ্র পাল।
.
আর একটি কথা বলতেই হয়, বাংলাদেশের প্রথম সারির পেইজ রেডিও মুন্নার প্রতিষ্ঠাতা সবার পরিচিত মুন্না আজাদ ভাই আমাদের হবিগঞ্জেরই সন্তান।
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ রত্ন মহাকবি সৈয়দ সুলতান ও বাংলা সাহিত্যের অন্যতম পরিচিত নাম সৈয়দ মুজতবা আলীর শরীরে খুঁজে পাবেন এখানকার মাটির গন্ধ।
.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম পরিকল্পনা বৈঠক করা হয় হবিগঞ্জে।
.
এবং মাতৃভূমির টানে যে আলেম অস্রধারনে সর্বপ্রথম এগিয়ে আসেন মাওলানা আসাদ আলী এম এন এ শৈশবে এখানেই বেড়ে উঠেছেন।
হবিগঞ্জের মাটিতেই শুয়ে আছেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ রব।
বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া হবিগঞ্জেরই সন্তান ছিলেন।
তা ছাড়াও অসংখ্য জ্ঞানী গুনীদের জন্ম এই জেলায়।
.
পৃথীবির সবচেয়ে বড় এন জি ও সংস্থা ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, এবং প্রশিকার প্রতিষ্ঠাতা ফারুক চৌধুরীরাও এখানেই বেড়ে উঠেছেন।
আর সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার বাতাসে চালিত মোটরসাইকেল আবিষ্কার করে পৃথীবিকে চমকে
দিয়েছিলেন আমাদের
হবিগঞ্জেরই কৃতি সন্তান প্রয়াত হাফেজ নুরুজ্জামান।
.
হবিগঞ্জের মাটিতেই বেড়ে উঠেছেন দেশবরেণ্য
আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী হুজুর ও আল্লামা
তফাজ্জল হক মুহাদ্দিসে হবিগঞ্জী ছাড়াও অনেক দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
এমন রত্নগর্ভা সৌন্দর্যের আশ্চর্য লীলাভূমি নিয়ে গর্ব করাই যায়।
আসলে আমাদের সোনার বাংলার প্রত্যেকটি জেলাই গর্ব করার মত।
লিখা : Al-Amin Ahmed।৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.