![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
মানুষ মরে গেলে বেচেঁ যায়,
বেচেঁ থাকতে শুধু উষ্টা আর লাত্থি খায়....
জীবনের অনেক কিছু ইগনর করতে হয়।
এড়িয়ে চলতে হয়।
.
কে কি বলে? কোন বন্ধু আমাকে ছেড়ে গেল?
প্রেমিকা টাকাওয়ালা ছেলেকে বিয়ে করল কি না?
সাবেক প্রেমিকা সুন্দর প্রেমিক পাইল, আরও কতকিছু নিয়ে ভাবতে হয়, তাইনা?
.
ছাত্রদের বেলায়!!
আমার রেজাল্ট খারাপ হইল, আরও একটু বেশী পয়েন্ট পেলে ভাল হত, ভাল ভার্সিটিতে সুযোগ পেতাম।
চাকরিজীবিদের বেলায়, আমার আয় কম, আরও বেশী বেতনের চাকরী যদি পেতাম।
আরও ভাল পজিশনে চাকরী চাই।
.
আমার মাথায় চুল নাই, আমার চেহারা খারাপ,
একজনের গায়ের রঙ কাল।
আরও কত কি ইগনর করতে হয়।
সবই ইগনর করলাম....
.
যতবেশী জীবনের এই ছোট ছোট জিনিসগুলোকে এড়িয়ে চলতে পারবেন,
আপনিও ততসুখী থাকবেন।
একবার সমগ্র জীবনটার দিকে তাকিয়ে দেখুন,
জীবনটা কি??
কিছুনা, আসলেই কিছুনা।
মরার আগে পেছনে তাকিয়ে দেখবেন,
যেসব বিষয়ে আপনি কষ্ট পেয়েছিলেন, আপনি চাইলেই আপনার সে কষ্টগুলোতে হাসতে পারতেন!!
.
অবাক হলেন!!
চাইলে আপনিও হাসিমুখে সেগুলা এড়িয়ে চলতে পারতেন।
তখন সময় কষ্টগুলোকে কষ্ট মনে হত না।
তখনি আপনি আপনার জীবন হাসিখুশী চলতে পারতো।
আসলে,, আমাদের কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী।।
.
জীমন্যাস্ট শান ফুজিমটো, ১৯৭৬ সালে অলিম্পিকে তার ভাঙা পা নিয়েও স্বর্ণপদক জিতেছিলেন।
তখন তিনি বলেছিলেন __ 'যন্ত্রণা ছুরির মত আমাকে কেটে-কেটে খাচ্ছিল,
কিন্তু এখন সোনার মেডেল পাবার পর আমার যন্ত্রণা সেরে গেছে।
.
Shun Fujimoto, Olympic gold medallist,
gymnast,who performed in 1976 with a broken leg, said"the pain shot though me like a knife...
but now I have a gold medal and the pain is gone "
.
আসলে কোন মহৎ উদ্যোগের পিছনে সবচেয়ে বেশী প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানসিক বলিষ্ঠতা।
উদ্দেশ্যও সঠিক হতে হবে আর নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে।
হারকে মেনে নিতে হবে।
দুঃখকে জয় করতে হবে।
দুঃখের সাথে সমঝোতা করতে হবে,তবেই সুখ আসবে।।
তবেই কোন কিছু জয় করা যাবে।।
©somewhere in net ltd.