নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

আঞ্চলিক ভাষা।।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আলাদা বা ভিন্ন কিছু ভাষা আছে।
আলাদা বলতে বাংলাই কিন্তু অঞ্চলভেদে ভাষার
কিছু পার্থক্য আছে
যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি।
যা বাংলাদেশের এক প্রান্তের বা এক অঞ্চলের ভাষা
অন্য প্রান্তের বা অঞ্চলের মানুষ সহজে বুঝেনা।
.
যেমন চিটাগাং এর ভাষা বাহিরের লোকেরা এত সহজে বুঝেনা।
আবার সিলেটী ভাষা চিটাগাং বা অন্যান্য এলাকার মানুষ এত সহজে বুঝেনা।
নোয়াখালী আর বরিশাল এর ভাষা সম্পর্কে সবারই কম বেশী ধারনা আছা।
কারণ নোয়াখালী আর বরিশাল নিয়ে কয়েকটা নাটকও আছে।
.
ঢাকাবাসীদেরও ভাষা খুব সহজে বুঝা দায়।
কুমিল্লা রাজশাহীও এর থেকে ছাড় নেই, তাদেরও আলাদা একটা আঞ্চলিক ভাষা আছে।
আর ময়মনসিংহ এর কথা নাই বললাম, সিকান্দার বক্স দেখে এখন প্রায় অনেকেই ময়মনসিংহের ভাষা শিখে ফেলেছেন ।
.
তেমন আমাদের হবিগঞ্জেরও আঞ্চলিক ভাষা আছে।
যেটা অন্যান্য অঞ্চলের মানুষ সহজে বুঝেনা।
যেমন কাজী নজরুল ইসলামের একটা কবিতা খুকি ও কাঠবিড়ালি।
কাঠবিড়ালি কাঠবিড়ালি,
পেয়ারা তুমি খাও?
গুড় - মুরি খাও?
দুধ - ভাত খাও?
বাতাবী লেবু, লাউ?
বিরাল ছানা - কুকুর ছানা? তাও।
.
এটাকে আমাদের ভাষায় প্যারেডি করলে যা হবে।।
খঠা, ও খঠা,
সফরী তুমি খাও নি?
গুড় মুরি খাও নি?
দুধ দেয়া ভাত খাও নি?
বাতাবী লেম্বু, লাউ?
বিলাইর বাইচ্চা, কুত্তার বাইচ্চা, ইতাও?
.
আমাদের আঞ্চলিক ভাষাই আমাদের মাতৃ ভাষা, অনেকেই আছেন যারা অন্যান্য এলাকার ভাষা ( মাতৃ ভাষা) কে ঘৃণা করেন,
অন্যান্য এলাকার বা আঞ্চলিক ভাষাকে অনেকেই পছন্দ করেন না।
আপনি শিক্ষিত, শুদ্ধ ভাষায় কথা বলেন তাই বলে নিজের আঞ্চলিক ভাষা ভুলে যাবেন সেটা ঠিক নয়।
সবারই একটা আলাদা আঞ্চলিক ভাষা আছে।
আসুন আমরা সবাই অন্যান্যদের আঞ্চলিক ভাষাকে সম্মান ও শ্রদ্ধা করি।
.
লিখা : Al-Amin Ahmed।
(কাজী নজরুলের ছাত্র)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১০

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার মুল্যবান মন্তব্য করাএ জন্য।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

আনু মোল্লাহ বলেছেন: সবাই সবার নিজের ও অন্যের মাতৃভাষাকে সম্মান করবেন এটাই প্রত্যাশা।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যাঁ তাই।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যাঁ ভাই,ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.