![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।
আপনি সিগারেট খান?
→ যদি বলেন হ্যা তাহলে আপনি ভাল না।
আর, যদি বলেন না তাহলে আপনি ভাল।
.
আচ্ছা যারা সিগারেট খায় তারা সবাই কি খারাপ?
তারা সবাই খারাপ কাজ করে।
আর যারা সিগারেট খায়না, তারা কি সবাই ভাল?
তারা সবাই কি ভাল কাজ করছে?
.
হাতের পাঁচ আঙুল সমান নয়।
আপনি যারা সিগারেট খায় তাদের খারাপ বলতেই পারেন,
সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার।
.
কিন্তু, ধরুন আপনার বাবা সিগারেট খান।
তাহলে কি উনাকে খারাপ বলবেন?
আপনি তখন হয়ত বলবেন,
আমার বাবা খুব ভাল, আমি জানি উনি খারাপ কাজ করেন না।
.
এবার যদি বাবা সিগারেট খায়না, কিন্তু ছেলে সিগারেট খায় তখন?
আচ্ছা আপনার প্রিয় কোন মানুষ যদি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করে,
তখন কি সে খারাপ হয়ে যাবে?
তখন তাকে কি খারাপ বলবেন?
.
গত কয়েকদিন আগে একটা আপুর একটা স্টেটাস দেখলাম।
→ যারা সিগারেট খান তারা আমাকে আনফ্রেন্ড করে দিন।
→ আমি তখন কমেন্ট করলাম, আপু আপনি আমাকে আনফ্রেন্ড করতে পারেন।
উনি বললেন কেন?
আমি বললাম আমি সিগারেট খাই তাই।
তারপর..........
.
হয়ত যারা সিগারেট খাচ্ছে তারা অনেকে খারাপ।
কিন্তু সবাই না, তার গ্যারান্টি আমি দিতে পারব।
আর যারা সিগারেট খায়না তারা সবাই ভাল সেটার গ্যারান্টি কেউ দিতে পারবেন?
.
কারও বাহ্যিক দিক দেখে আপনি ভাল মন্দের বিচার করতে পারেন না।
যারা সিগারেট খায়, কখনো জিজ্ঞেস করেছেন?
কেন তারা সিগারেট খায়।
সেটা পারবেন না হয়ত।
যে ছেলেটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না,
সেই ছেলেটাও কখন সিগারেট খায় সে নিজেও বুঝতে পারেনা।
.
একবার জিজ্ঞেস করে দেখবেন, তখন হয়ত বুঝতে পারবেন,
কেউ কেন সিগারেট খায়।
আমাকে যদি বলেন আমি কেন সিগারেট খাই?
তাহলে আমি বলব, কেউ যদি কাউকে সত্যিই ভালবাসে তাহলে সেই ভালবাসার মাঝে কোন কারন থাকেনা।
কেউ কাউকে কেন ভালবাসে সেটা সে বুঝতে পারেনা।
তেমন আমিও।
.
যে সিগারেট খায়নি কখনো, সে হয়ত জীবনের অনেকটাই মিস করেছে।
অল্প অল্প করে বুকের ভিতর জমানো বিষাদের কাল মেঘগুলি যদি
নিকোটিনের দোয়ার সাথে বের হতে চায় তাহলে বের হতে দিন।
সেটাই ভাল।
.
সেই আপুকে বলতে ইচ্ছে করছে, আপু আপনিও একবার কাউকে জিজ্ঞেস করে দেখুন।
তখন হয়ত কাউকে বলবেন না, যারা সিগারেট খায় তারা ভালনা।
.
লিখা: Al-Amin Ahmed
(কাজী নজরুলের ছাত্র)
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৪
কাজী নজরুলের ছাত্র বলেছেন: বুঝেনা সে বুঝেনা,
ধন্যবাদ আপনাকে,, আপনার মুল্যবান মন্তব্য করার জন্য।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৫
কাজী নজরুলের ছাত্র বলেছেন: বুঝেনা সে বুঝেনা,
ধন্যবাদ আপনাকে,, আপনার মুল্যবান মন্তব্য করার জন্য।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
সজিব হাওলাদার বলেছেন: খারাপ না।ভালই বলেছেন।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৫
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
কাজী নজরুলের ছাত্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মতামতের জন্য।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
মোঃ সরব বাবু বলেছেন: যার যার অভ্যাস যার যার কাছে। আপনার অভ্যাসের প্রতি কাউকে আকর্ষণ করবেননা, কিংবা কারও অভ্যাসের প্রতিও আপনি আকর্ষিত হবেননা। নিজের কাছে যা ভালো লাগে তাই করবেন। সিগারেট খাওয়া ভালো কি মন্দ তা বলছি না । কিন্তু লোকসমাজে এটা প্রচার করবেননা। একটা গোপন কথা বলি ভাই , কিছু মনে করবেননা -বেশ কিছুদিন যাবৎ অর্থসংকটে সিগারেট খেতে পারছিনা। সিগারেটের যা দাম...!
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যাঁ, অভ্যাস অন্য জিনিশ।
আর আমি প্রচার করতে চাইনি।
শুধু মাত্র মনের ক্ষোভটা প্রকাশ করলাম।
ধন্যবাদ আপনাকে।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
টরপিড বলেছেন: ভালো কিংবা মন্দ, ব্যাপারগুলো পুরোটাই আপেক্ষিক। যেটা আমার কাছে ভালো, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। কিংবা তার উল্টোটা। নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাল লাগা না লাগা ব্যাক্তিগত বিষয়।
আমি এতটুকুই বলতে চেয়েছি যে
যারা সিগারেট খায় তারা সবাই খারাপ না।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২
আরণ্যক রাখাল বলেছেন: খালি পিনিক আর পিনিক
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ ভাই।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহা হায়রে সিগারেট
সিগারেট না খাওয়া অনেক অংশেই ভালো, স্বাস্থ্য এবং অর্থ দুটো দিক দিয়েই। তবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে- যারা সিগারেট খায়না তাদের মধ্যে ৯০ শতাংশ পুরুষ হয় কৃপণ,এবং খুব সংকির্ন। কারণ সিগারেট খেতে যেই অর্থ ব্যয় হয় তা করতে বড় কলিজার মানুষ লাগে, আমার দেখা যত গুলো মানুষ সিগারেট খায়না তার মধ্যে ৯০ ভাগ মানুষ অর্থকে প্রাধান্য দিয়েই খায়না, আর বাকিরা শরীর বা কোন ধরনের রোগের কারণে। অর্থ হলো সবচেয়ে বড় মায়া এই দুনিয়াতে,যারা অর্থ মায়া ছাড়তে পারে তারাই মুলত মানুষ।তারা সব পারে,পারে যে কারো পাশে দাড়াতে।তাদের স্বার্থ চিন্তা অনেক অংশেই কম।
সংবিধিব্ধ সতর্কীকরণ- ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
কাজী নজরুলের ছাত্র বলেছেন: অর্থ বড় কথা নয়।
অনেকেই সিগারেটখোরদের খারাপ ভাবেন।
এটা ঠিক না।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিগারেট,,,
সে বড্ড অভিমানি
ভালোবেসে চুম্বন না করলে অভিমানের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
কাজী নজরুলের ছাত্র বলেছেন: খুব বেশী অভিমানী।।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
কসমিক- ট্রাভেলার বলেছেন: সিগারেট কোমল পানীয় এনার্জি ড্রিংক ও মাদকে না বলুন
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: সিগারেট আর মাদকের মধ্যে অনেক তফাৎ আছে।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ সবাইকে আপনাদের মুল্যবান মন্তব্য করার জন্য।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ সবাইকে আপনাদের মুল্যবান মন্তব্য করার জন্য।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ডাইরেক্ট টু দ্যা হার্ট,
ফালতু কমেন্ট।
@লেখক,
যারা আমার সামনে দাড়িয়ে সিগারেট খায় খায় তাদের আমি খুব খারাপ মনে করি। নোবডি আস্কড ফর ইউর ক্যান্সার!!!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: সবাই খারাপ না ভাইয়া।
১২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ডাইরেক্ট টু দ্যা হার্ট,
ফালতু কমেন্ট।
@লেখক,
যারা আমার সামনে দাড়িয়ে সিগারেট খায় খায় তাদের আমি খুব খারাপ মনে করি। নোবডি আস্কড ফর ইউর ক্যান্সার!!!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
কাজী নজরুলের ছাত্র বলেছেন: সবাই কিন্তু খারাপ না, যারা সিগারেট খায় তারা অনেকেই আপনার আমার আশেপাশে আছেন
সবাই কি খারাপ কাজ করছেন?
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বালিকা যদি সিগারেটের ফজিলত বুঝিত...
বিঃদ্রঃ অামি কিন্তু সিগ্রেট খাইনা ।
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ইউ আর গ্রেট
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
জে.এস. সাব্বির বলেছেন: আপনি যাকিছু বলছেন ,তার প্রায় পুরোটাই ইমোশন ।ফাইনাল এবং বাস্তবতা হচ্ছে ,Smoking is injurious to us. not only for health but also for economics ,environment etc... সিগারেট নিয়া আপনার ইমোশন থাকতে পারে কিন্তু তা এভাবে প্রকাশ করা ঠিক নয় ,যাতে অন্যকেউ এর প্রতি আকৃষ্ট হয় ।
তার উপর বলে গেলেন ,যে সিগারেট খায়নি কখনো, সে হয়ত জীবনের অনেকটাই মিস করেছে। অল্প অল্প করে বুকের ভিতর জমানো বিষাদের কাল মেঘগুলি যদি নিকোটিনের দোয়ার সাথে বের হতে চায় তাহলে বের হতে দিন। সেটাই ভাল।)
কিছু ইমোশন মনের ভিতরে চাপা দিতে হয় ।
হাইডঃ আপনাকে আকিজ সিগারেটের ম্যানেজার মনে হচ্ছে ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কাজী নজরুলের ছাত্র বলেছেন: আমি কাউকে সিগারেট খেতে উৎসাহ করছিনা।
ইমোশন আমার মনের ভিতরেই আছে।
আর আপনি চাইলেও আকিজ সিগারেটে আমাকে ম্যানেজার পদে দিতে পারবেন না।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
আয়রোন বাবা বলেছেন: সিগারেট আপু কে বোঝে কিন্তু কপাল খারাপ আপু সিগারেট কে বুঝতে পারে না