নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

বিবেক।।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

খ্ট খ্ট দরজায় আওয়াজ।
→ কে, কে ওপাশে?
→ আমি বিবেক,
→কি চাই?
→ দরজা খুলুন আপনার সাথে কাজ আছে।
→ কি কাজ?
→ আমি আপনার অন্তর কে জাগ্রত করতে এসেছি।আপনার অন্তর মরে গেছে।
→ না, আমি ঠিক আছি।
আপনি যান।
.
→ না, আপনি ঠিক নেই। আপনার চারপাশে এত কিছু হচ্ছে,
আর আপনি চুপ মেরে বসে আছেন?
→ তো কি করব?
এতে আমার কি, আমি ঠিকই আছি।
আপনি যান।

.
খ্ট খ্ট, খ্ট খ্ট।
→কে, কে ওপাশে?
→আমি, আমি ক্ষমতা,
আপনার কাছে এসেছি।
→ কেন, আমার কাছে কেন?
→ আমি আপনার কাছে ধরা দিতে এসেছি।
→ এতে আমার লাভ?
→ লাভ আছে, ক্ষমতা আপনার কাছে থাকলে
আপনি অনেক বড় হতে পারবেন।
আপনার অনেক নাম হবে।
সাধারণ মানুষ আপনার গোলাম হবে।
এতে আপনি সমাজে অনেক উঁচুতম ব্যাক্তি হতে পারবেন।
→ হ্যাঁ, আমি তাই চাই।
→ তাহলে দরজা খুলুন।
→ হ্যাঁ, ভিতরে আসুন।
স্বাগতম আপনাকে।
.
খ্ট খ্ট, দরজায় আওয়াজ।
→ কে,কে ওপাশে?
→ আমি বিবেক।
→ আপনি আবার কেন এসেছেন?
→ আমি আপনার চোঁখ খুলে দিতে এসেছি।
→ আমার চোঁখ তো খুলাই আছে।
→ না, আপনার দুইচোখ অন্ধ হয়ে গেছে ক্ষমতার গরমে।
→ না, আমি ঠিকই আছি, আমার এখন বিশাল ক্ষমতা,
আপনাকে চাইনা,
আপনি যেতে পারেন।
.
খ্ট খ্ট,খ্ট খ্ট
→ কে,কে ওপাশে?
→ আমি, আমি সম্পদ।
→ কি চান?
→আপনার এখন অনেক ক্ষমতা ,
আমি আপনার কাছে ধরা দিতে এসেছি।
→ হ্যাঁ, আমার এখন অনেক ক্ষমতা।
→হ্যাঁ, তাই আমি আপনার গোলাম হতে চাই।
→ স্বাগতম, আসুন,ভিতরে আসুন।
.
খ্ট খ্ট, দরজায় আওয়াজ।
→ কে,কে ওপাশে?
→ আমাকে চিনবেন না। দরজা খুলুন।
→ দরজা খুলে দেয়া হল।
→ আমরা পুলিশ, আপনাকে গ্রেফতার করতে এসেছি।
আপনার বিরোদ্ধে অনেক মামলা, থানায় চলুন।
→ দেখুন, আমার অনেক ক্ষমতা আছে, টাকা আছে।
আপনাদের অনেক টাকা দিব, আমার মামলা খালাস করে ফেলুন।
→ না, আমার টাকা ও ক্ষমতা লাগবেনা।
আমার বিবেক আছে, বিবেকের বাহিরে আমি কিছুই করতে চাই না।
.
→ বিবেক, আহারে কি ভুলটাই না করলাম তাকে আমি তাড়িয়ে দিয়ে।
→চলুন, হাতকরি লাগিয়ে।
( যাওয়ার সময় দরজার ওপাশে একজনকে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে।)
→ কে, কে আপনি?
→ আমি তোমার বিবেক।
.
→ আপনিই বিবেক, আমি আপনাকে খুঁজছি।
→এখন আমাকে দিয়ে তোমার কিছু হবেনা।
আমার আয়ু শেষ,
তোমার বিবেক কে তুমি যত্ন করনি, তাকে তুমি অবহেলা করেছ।
তোমার বিবেকের মৃত্যু হয়েছে।
→ অতঃপর লোকটার সকল অপকর্মের বিচার হল।
.
মোড়াল → বিবেক সবার দরজায়ই কড়া নাড়ে।
কেউ সাদরে দরজা খুলে বিবেককে কাজে লাগায়।
আর কেউ এই গল্পের মত হয়।
প্রত্যেকটা কাজের শুরুতে বিবেক আপনার কাছে আসবে।
তখন তাকে সঠিক ভাবে গ্রহণ করলেই সৎপথের ও সাফল্যের সন্ধান পাওয়া সম্ভব।
লিখা: Al-Amin Ahmed
(কাজী নজরুলের ছাত্র)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

মুক্তমনা মানব বলেছেন: এজন্যই তো বিবেককে সর্বোচ্চ আদালত বলা হয়।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: হ্যাঁ

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

sunny09 বলেছেন: ভাল লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.