নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টায় আছি।

কাজী নজরুলের ছাত্র

পরিচয় দেয়ার মত কিছু নাই,, আমার জন্য কেউ স্পেশাল কিছু রেখে যায়নি, তাই এখন আমি স্পেশাল হইনি, আর আমার জন্য স্পেশাল কেউ নেই শুধু আমার মা ছাড়া।।

কাজী নজরুলের ছাত্র › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশন ও তার প্রতিকার।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯


ফেইসবুকে কিছু ছেলে মেয়েদের মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতে দেখা যায়।
যেমন সকালে স্ট্যাটাস দেয় নিজেকে নিয়েই ভালো আছি,সিঙেলই ভাল।
আবার রাত দুপুরে স্ট্যাটাস দেয় বিষণ কষ্টে আছি, আমার জন্য মরে যাওয়াই উত্তম।
নিজের কাছে মরে যাওয়াই এখন সহজ।
সে নিজে নিজেই ভাল মন্ধের ফয়সালা করে ফেলেছে তার ভাবটা এমন।
আবার সেই কিছুক্ষন পর আইডি ডিয়েক্টিভ দিবে।
এটাই হয়ত ফেসবুকে আমার শেষ পোষ্ট। জানিনা আর ফিরব কিনা।
এসব বলে পোস্টও করবে।
.
আচরনটা খেয়াল করলে মনের ভিতর কি রকম ভাবনার উদয় হয় তখন?
সকালে সে প্রচন্ড সুখী মনোভাব প্রকাশ করল,
তীব্র জেদে রাতে গিয়ে সেই মরে যাওয়ার কথা বলল,
আবার একটু পর ফেসবুক ছেড়ে চলে যাচ্ছি ঘোষণা দিল, ফেসবুক ছেড়ে চলে যাওয়াটার কথা এমন ভাবে বলল যেন তীব্র অভিমানে সে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে।
এমন ছেলে মেয়েরা প্রায়ই হতাশায় ভুগে।
.
ফেইসবুকে এমন দৃশ্য কমবেশি সবার নজরেই পড়েছে।
আপনার সাথে মিলে গেছে কিংবা পরিচিত কারো সাথে।
এমন দৃশ্য ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ঘটছে প্রতিনিয়ত।।
আচ্ছা আপনার কি কোন কারণ ছাড়াই জীবনকে তিতা তিতা লাগে?
তীব্র অভিমান কাজ করে সারা পৃথিবীর উপর?
আবার একটু পরেই প্রবল জেদ আসে হা আমি একাই থাকব।
না হয়ত না, কিন্তু এরা সবসময় হতাশার ডিপ্রেশন ফিল করার কারণে এদের অবস্থাটা এমন।
.
হয়ত কোন কিছু না পাওয়ার বেদনায় মর্মাহত।
আবার কেউ একাকিত্ব অনুভব করেন, চারপাশে
কতশত মানুষ তবুও নিজেকে একা লাগে।
আবার কেউ নিজের ব্যার্থতাকে হতাশায় রুপ দিচ্ছেন।
আমি এই কাজটা কেন পারলাম না, আমি এটা কেন পারলাম না।
এসব বলে নিজেকে দোষারোপ করছেন।
আত্মহত্যার মত ভয়াবহ সিদ্ধান্তে পৌছতেও
সময় লাগেনা বেশী এসব মানুষের।
.
→ডিপ্রেশন বা হতাশায় করনীয় :-
আপনার যখনি এমন কোন লক্ষণ দেখা দিবে
তখন সে বিষয়টি আপনার প্রিয়জন, বন্ধু/বান্ধব,
বা ক্লোজ কারো সাথে সে বিষয়ে আলাপ করবেন।
কখনো একা থাকার চেষ্টা করবেন না।
যতটুকু সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করবেন।
আর যতটুকু সম্ভব নিজের যা কিছু আছে তাতেই
সন্তোষ্ট থাকার চেষ্টা করবেন।
সোশাল কম্পারিজন/ সামাজিক তুলনা থেকে বিরত থাকবেন।
.
লিখা:- Al-Amin Ahmed
(কাজী নজরুলের ছাত্র)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: আমি তো সামু আইডি এখনিই ডিএক্টিব করে দেব । কি বলেন? :D

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

কাজী নজরুলের ছাত্র বলেছেন: কেন ভাই,
এই অভিমান কার উপর?

২| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

হান্টার পোলা বলেছেন: দারুণ লিখেছেন! কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে-যখন দেখবো আমার বিশ্বাসযোগ্য কাউকেই পাচ্ছি না আমার ডিপ্রেশন শেয়ার করার জন্য তখন আমি কি করবো??
আশা করি উত্তরটা দিবেন।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাই ডিপ্রেশন এক পর্যায় মানুষিক রোগ
নিজেকে একাকি মনে করা ডিপ্রেশন এর ভিতরেই পরে।
কারণ প্রত্যেক মানুষেরই কেউ না কেউ আপন থাকে।
আপনি যদি মনে করেন যে আপনার তেমন কেউ নেই
হতাশার মুহুর্তে নিজেকে যত পারেন ব্যাস্ত রাকতে চেষ্টা করবেন।
আর নিজের পছন্দের বা প্রিয় কাজ গুলি করতে পারেন।
যেমন আপনার হবি।

৩| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মনে হচ্ছে,আমায় টার্গেট করে পোস্ট দিলেন!

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাইজানে কন কি? :)
আপনাকে টার্গেট করিনাই।
যাইহোক যত পারেন হতাশা থেকে বিরত থাকুন।
সুখে থাকুন।

৪| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডিপ্রেশন তো একটা মানসিক রোগ। এর ভালো চিকিৎসা আছে। চিকিৎসা না করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কী লাভ?

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ডিপ্রেশন একটা মানুষিক সমস্যা ঠিক আছে।
চিকিৎসার পাশাপাশি যতটুকু পারা যায় নিজেকে চিন্তা মুক্ত ও সুখী রাখার চেষ্টা করতে হবে।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

বিজন রয় বলেছেন: কিছু পাগল সব জায়গাতেই থাকে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

কাজী নজরুলের ছাত্র বলেছেন: এ সমস্ত পাগল থেকে বিরত থাকুন।
আর ডিপ্রেশন থেকেও।

৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

মহা সমন্বয় বলেছেন: ফেসবুকে এমন কত পাগল দেখলাম... :P
যদিও আমি দীর্ঘ ৬/৭ মাস চেষ্টা করার পর -আইডি ডিএকটিভ করতে সক্ষম হয়েছি। গত ১ বছর ৪ মাস যাবৎ আমি ফেসবুক মুক্ত। :)

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: শুভ কামনা ভাই আপনার জন্য।
তবে ফেইসবুক যে শুধু খারাপ বা ডিপ্রেশন তৈরি করে তা না।
এর ভাক দিকও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.