![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওমরাহ বা হজ’র একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তাওয়াফ। পবিত্র হারাম শরীফের একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে পরপর সাত বার একই জায়গায় আসলে একটি পরিপূর্ণ তাওয়াফ হয়।
হজ বা ওমরাহ শেষ করার পরও যারা কিছুদিন মক্কায় অবস্থান করেন তারা প্রায় প্রতিদিনই কয়েকবার আত্মীয়স্বজন বা অন্যকারো নামে তাওয়াফ করে থাকেন।
তবে অনেকে আছেন তাওয়াফে কতবার চক্কর দিলেন তা মনে রাখতে কষ্ট হয়। সে কারণে তারা দলবেঁধে তাওয়াফে নামেন এবং এর মধ্যে ২/১ জনের দায়িত্ব থাকে চক্কর গণনা। আর এ চক্কর গণনার কাজটি সহজ করতে হারাম শরীফ কর্তৃপক্ষ চালু করেছে একটি নতুন মোবাইল অ্যাপস।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন গুগল প্লে স্টোরে গিয়ে ‘তাওয়াফ’ (TAWAF) বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
কাবা শরীফের তথ্য-প্রযুক্তি বিভাগের পরিচালক বানদার আল খুজাইম বলেন, এ অ্যাপসটি মক্কার উম্ম-আল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র তৈরি করেছে।
অ্যাপসটি তাওয়াফকারীদের তাওয়াফের চক্কর গণনা করতে সাহায্য করবে এবং চক্কর শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে একটি সংকেত আসবে।
এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে হারাম শরীফে আসা দর্শনার্থীরা তাদের বর্তমান অবস্থান এবং হোটেলের অবস্থান নির্ণয় করতে পারবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৬
নিয়েল হিমু বলেছেন: আমার হৈয়া হজ্জ কৈরা দিবে এমন কোন এপস তৈয়ার হৈছে কি ? -_-