![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sync হচ্ছে সংরক্ষণ এর সমতা,
অথবা একই ফাইল দুই বা আরও বেশি স্থানে সমান ভাবে সংরক্ষণ করার পদ্ধতি ।
আপনি যদি কোন ফাইলের পরিবর্তন বা নতুন ফাইল যোগ করেন অথবা এক অবস্থানে একটি ফাইল মুছে ফেলেন তাহলে
sync স্বয়ংক্রিয় ভাবে আন্য জায়গার সংরক্ষিত ফাইল গুলোর পরিবর্তন করবে ।
সহজ একটি উদাহরন দেখি
যেমন,
আপনার কম্পিউটারে MP3 নামে একটি ফোল্ডার আছে , এখনে আপনার পচ্ছন্দে ১০ গান আছে । আবার আপনার মোবাইল এ Audio বা MP3 ফোল্ডার সাথে কম্পিউটারে ফোল্ডারের sync সেট করা থাকলে আপনার মোবাইল যখন কম্পিউটারের সাথে কন্নেক্ট করবেন তখন স্বয়ংক্রিয় ভাবে ঐ ১০ টি গান আপনার মোবাইল চলে আসবে ।
অথবা ঐ ১০টি গানের ফোল্ডার এ যদি নতুন গান যোগ করেন বা কিছু গান মুছে ফেলেন অরথাত যাই পরিবর্তন করেন না কেন sync দ্বারা
আপনার মোবাইলেও একই পরিবর্তন হবে ।
sync কাজ এখানেই শেষ না, sync দ্বারা ইমেইল, ফুনবুক, অ্যাডেস বুক আরো অনেক কিছুই দুই বা তারো বেশি সংস্কারে সংরক্ষণ করা যায় ,
sync করার জন্য আমাদের ডিফল্ট প্রগ্রামই ব্যাবহার করা উচিত ,
যেমন _ Windows 7 এর Sync Center
Nokia মোবাইল এর Nokia PC Suite
©somewhere in net ltd.