নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাদামাটা একজন মানষ !

আলফাত্তাহ ফাহাদ

কেউ জানে না কি হবে...

আলফাত্তাহ ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনাদের উদ্দেশ্যে

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

আপনি মানুষতো?
উত্তরটা যদি হয় জ্বী তাহলে অবশ্যই আপনার নিজস্বতার মুল্য আছে। আপনি মুক্তভাবে আপনার মতামত প্রকাশ করতেই পারেন সে অধিকার আপনার অবশ্যই আছে। কিন্তু অন্য কারো নিজস্বতায় আঘাত করার কোন অধিকার কি আপনার আছে? ৯০% এর উপরে মুসলমান বাস করে যে দেশে সে দেশে যে আপনি ইসলামকে নিয়ে হাসি-তামাশা করে এখনও বসবাস করছেন সেটাইতো অনেক বড় পাওয়া আপনার জন্য আর বিস্ময়ের সর্বোচ্চ সীমার ঘটনা!
আচ্ছা, এতদিন ক'জন লোক আপনাদের চিনতো বলুনতো? আঘাত করাতো দূরের কথা কেউ কি আপনাদের সামান্য হুমকিও দিয়েছিলো আপনাদের ঐসব উসকানি মুলক, ইসলাম নিয়ে বিদ্রুপের ব্লগগুলো লেখার আগে?
আপনারা নিজেদেরকে মুক্তমনা বলে দাবী করেন। মানলাম আপনারা মুক্তমনা এবং ঈশ্বরে বিশ্বাসী নন কিন্তু মুক্তমনা মানে কি?
মুক্তমনা মানে কি এটাই যে এমন কিছু করা যাতে সংখ্যাগরিষ্ঠ একটি দলের নিজস্বতায় আঘাত হানে?
অত:পর তারা আপনাদের বিপরীতে একটি অলিখিত যুদ্ধ ঘোষণা করে?
মুক্তমনা হয়েছেন ঠিক আছে তবে কোন উসকানি মুলক লেখা নয় গঠনমুলক লেখা দিয়ে আপনার মত প্রকাশ করুন। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না।

মনে রাখবেন, সন্তান যত খারাপই হোক আর বাবা-মার যত বড় অবাধ্যই হোক তবু সে কখনই তার বাবা-মার নামে বিদ্রুপ সহ্য করতে পারবে না উল্টো বদলা নেয়ার জন্য ছটফট করবে । (এটা শুধু একটা উদাহরণ স্বরুপ উপস্থাপন করলাম)
আস্তিকদের কাছে ধর্ম, ঈশ্বর এগুলোর স্থান তাদের বাবা-মার চেয়েও অনেক উচ্চ আসনে সেটা যেকোন ধর্মই হোক শুধু ইসলামেই নয়...

১১ই আগষ্ট ২০১৫

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

রুমি৯৯ বলেছেন: একমত

২| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

কসমিক রোহান বলেছেন: সহমত +++

৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

আলফাত্তাহ ফাহাদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.