![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একান্তই যদিও আমি গানের পক্ষপাতি না কিন্তু এ কথা সত্য যে আমাদের সমাজে বিশেষ করে আমরা যুবকরা গানে খুব বেশি ডুবে আছি।আমি ও একসময় খুব বেশি গান শুন্তাম।বিশেষ করে নচিকেতা,সুমন অঞ্জন দের গান না শুনলে তো ওইদিন ভাত ই হজম হত না ।কিন্তু যখন ইসলাম নিয়া অল্পসল্প পড়ালেখা শুরু করলাম তখন জানতে পারলাম ইসলাম মিউজিক ইনসট্রুমেন্ট নিয়ে গান অনুমোদন করে না,শুধুমাত্র ডাফ ব্যতীত।কিন্তু আপনি কি এ বিষয়টি মানুষকে বুঝাতে পারবেন।তারা আপনাকে যুক্তি দিবে জন লোগান বলেছেন-
Music's the medicine of the mind.
কিংবা নিৎসে বলেছেন –
Without music life would be a mistake।
অনেকে এ সকল কথা বলে নিজেদের কাজকে justify করতে চায়।অনেকে আবার কুরান হাদীসের অনেক অদ্ভুত অদ্ভুত দলিল দিয়ে প্রমান করতে চায় যে ইসলামে গান শুনা বৈধ।যাক আমি সে সকল আলোচনায় যাচ্ছি না।
তাই আমি তাদের কে বলি ঠিক আছে বাবা গান যেহেতু শুনবেই তাহলে ইসলামিক গান ই শুন।এখন ইন্সট্রুমেন্ট ছাড়াই কিংবা শুধুমাত্র ডাফ ব্যবহার করেই অনেক ভাল ভাল গান হচ্ছে।আজকাল আমাদের গানের আহা যা অবস্থা।আইয়ুব বাচ্চুর “মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ”কি শিখাচ্ছে।কিংবা মিলার “রুপবানে নাচে কোমড় দুলইয়া” থেকে আমাদের মনে কি ইমপ্রেশনের সৃষ্টি করে???আর ভারতীয় গানের কথা আর কি বলব???”যারা টাচ মি যারা টাচ মি।যার কিস মি যারা কিস মি “আমদের কি শিখাচ্ছে????আর এখন তো শিলার যুগ।শিলা কি জাওয়ানী।ইংলিশ গানের কথা আর নাই বললাম।এক বন্ধুর রুমে গেলাম দেখলাম ইংলিশ গান শুনছে ।গানের কথা শুনে তো আমি পুরা হ্যাং......।
ইসলামিক গানগুলো আপনাকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং আল্লাহর কাছে নিয়ে যাবে।ব্যবিচার ,যেনার নিকটবর্তী করবে না বরং দূরে সরিয়ে নিয়ে যবে।তাই কিছু সুন্দর ইসলামিক গানের লিংক দিলাম।আশা করি ভাল লাগবে......
1 Click This Link
2, http://www.youtube.com/watch?v=rvbgaw972c4
3. http://www.youtube.com/watch?v=5sLw2-oaRCA
4. http://www.youtube.com/watch?v=TozFGa0VTMA
জেইন বিখার সবগুলো গান ই সুন্দর।
০৫ ই মে, ২০১১ রাত ৯:৩৮
আলো-ছায়া বলেছেন: ধইন্যা
২| ০৫ ই মে, ২০১১ রাত ৯:০৫
হা...হা...হা... বলেছেন: একটু মিসটেক করে পেলেছেন। ''মন চাইলে মন পাবে'' পুরোটা শুনতে হবে এবং বুঝতে হবে। এই গানে ''আকাম'' মোটেই উৎসাহী করা হয়নি।
আর মিলার গান নিয়ে নো কমেন্ট। যারা তার গান শোনে তারাই ভাল বলতে পারবে ।
০৫ ই মে, ২০১১ রাত ৯:৩০
আলো-ছায়া বলেছেন: তো কি বুঝাইছে???ভাইজান?????
৩| ০৫ ই মে, ২০১১ রাত ৯:০৬
কালো চিতা বলেছেন: কি শিখাচ্ছে এই গানগুলা শুনে জানতে চাইলে এই খানে গুতা মারেন
০৫ ই মে, ২০১১ রাত ৯:৩৪
আলো-ছায়া বলেছেন: ভাই আপনার কথা যদিও ঠিক আছে কিন্তু আপনার ছবিগুলো এভাবে ব্যবহার ঠিক হয় নি বলেই আমার মনে হয়।ধন্যবাদ।
৪| ০৫ ই মে, ২০১১ রাত ৯:৩৩
ওয়াসিম বলেছেন: পঠিত।
০৫ ই মে, ২০১১ রাত ৯:৩৭
আলো-ছায়া বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই মে, ২০১১ রাত ১০:০৭
ইশতে আশিক বলেছেন: এক সময় হুজুর ঘরে যখন ফ্রিজ ছিলনা তখন বলত ফ্রিজে খাবার রাখা ঠিকনা তাহলে খাবার হারাম হয়ে যায়। এখন হুজুর দের ঘরে ঘরে ফ্রিজ তাই এখন আর কেউ এই কথা বলেনা। হুজুর দের ঘরে এখনো মেটাল হেড জন্মায় নাই কিংবা মনে মনে খায়েস থকার পর ও কোন হুজুর এখনো গিটার ড্রামস ইত্যাদি বাজাইতে পারেনা
। তাই গানের লগে গিটার ড্রামস থাকা মানে তা হারাম। গান হইতে হইবে খালি গলায়। যেমন হুজুর সাহেবরা হিন্দি ছিঃনেমার সুর নকল করে ইসলামি গান গায়।
০৫ ই মে, ২০১১ রাত ১০:৫৫
আলো-ছায়া বলেছেন: আপনার মনের মাধুরী মেশানো কথা গুলো অতীব সৌন্দর্য।ভালই বানাইছেন।
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইসলাম ১৪০০ বছর আগে যেমন ছিল এখন কার জন্য তাই এবং ভবিষ্যতে ও তাই থাকবে ইনশাআল্লাহ।কিছু কিছু ব্যাপারে ইজমার সুযোগ আছে তার কথা ভিন্ন ।তবে যা ক্লিয়ারলি আল্লাহ এবং নবী সঃ) হারাম করেছেন তা হারাম ই।
৬| ০৫ ই মে, ২০১১ রাত ১০:১৯
ব্লগার ইমরান বলেছেন: খুবই ভালো লাগলো। যাইন বিকার গান আমিও শুনি। সরাসরি প্রিয়তে।
আর এসব ছাইপাশ ইশতে আশিকরা খালি পায়খানাই চটকাইতে পারে। ভালো কামে এরা নাই।
০৫ ই মে, ২০১১ রাত ১০:৫৬
আলো-ছায়া বলেছেন: ধন্যবাদ
৭| ০৫ ই মে, ২০১১ রাত ১০:৩০
আকাশের তারাগুলি বলেছেন: যারা ইসলামী গানে অন্তপ্রান আমি বুঝিনা তারা কি করে জানে শিলা কি জাওয়ানি, দমমারো দম গানের প্রতিটি চিত্রায়িত দৃশ্য। কেমনে বুঝে কোমর কত ডিগ্রী বেঁকে গেলো আর লোল পড়ে গেলো।
০৫ ই মে, ২০১১ রাত ১১:০৫
আলো-ছায়া বলেছেন: হাসাইলেন ভাই হাসাইলেন।চারদিকে পাব্লিক এ সব গান যেভাবে শুনছে আর আলোচনা করছে তাতে আপনি না জানতে চাইলে ও আপনার সব জানা হয়ে যাবে।
আর হ্যাঁ পত্রিকাগুলোতে এ সব খবর যেভাবে রসিয়ে রসিয়ে দেয় তাতে আপনি না জেনে উপায় আছে???ওইদিন সম্ভবত প্রথম আলোতে পড়লাম ক্যাট্রিনার নাকি নতুন ছবি বের হবে ওখানে নাকি তাকে আরো খোলামেলাবভাবে দেখা যাবে।
হায় রে মিডিয়া.................................
৮| ০৫ ই মে, ২০১১ রাত ১০:৫৩
ইশতে আশিক বলেছেন: @ব্লগার ইমরান- পায়খানা চটকানো!!!!! এটা কি জিনিস? এটাকি আপনার বিকালের নাস্তার একটি অংশ। যাক নতুন একটি জিনিষ জানলাম। আর আরেকটি কথা হচ্ছে ভন্ডামী বন্ধ করেন। এমন একটি ভাব মারতাসেন যেন মনে হয় জীবনে ইসলামী গান ছাড়া কোন গান শুনেন নাই!। একেই বলে ভন্ড।
৯| ০৫ ই মে, ২০১১ রাত ১১:২৭
আকাশের তারাগুলি বলেছেন: তওবা তওবা, এইসব নিউজের সাথে হাফ নেংটু ফটু থাকে। ঐদিকে চোক্ষু যায় কেমনে, গেলে ফিরাইয়া আনেনা কেন? নাকি চক্ষু বর কইরা পেপার চোখের লগে লাগাইয়া ভালো করে দেখে, ফোটা বিন্দুও যেন মিস না যায়।
আর মুমিন বান্ধাদের পিপার আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রামে এসব রিপোর্ট করে?!
প্রথম আলো তো বিধর্মীদের পেপার।
আপনার মনের ইম্প্রেশন টা কিলিয়ারলি বললে আপনার মত মু'মীন বান্দার ঈমানি জোরটা টের পাওয়া যাইতো। জানেনতো ঈমান দুর্বল হলে চলবে না।
০৫ ই মে, ২০১১ রাত ১১:৪৩
আলো-ছায়া বলেছেন: াপ্নাদের জন্য তো পেপার পড়াই ছাড়তে হইব তা কিছুটা আন্দাজ করতে পারতাছি।
যেভাবে পেপারে প্রতি পাতায় পাতায় নারীদের পন্য বানায়া রাখছেন ।আপ্সোস করা ছাড়া কিছুই করার নাই।
১০| ০৫ ই মে, ২০১১ রাত ১১:৩৬
আলো-ছায়া বলেছেন: ক্যাট্রিনার অর্ধনগ্ন ছবি থাকার কারনে আইনস্টাইনের কমেন্ট মুছে দেয়া হল।উনি বলেছেন--
সুন্দর জিনিস তোদের পছন্দ হবে কেন? তোরা তো অসুন্দরের পূজারী
আমরা সুন্দর অসুন্দর কিছুরি পুজারী নই।আমরা আল্লাহর ইবাদত করি।তবে হ্যাঁ আমরা সুন্দরকে ভালবাসি ।কিন্তু নগ্নতাকে নয়।
নারীর শরীরকে যারা পন্যভাবে তাদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়।?????
হায় রে নাস্তিক.................................
নারীকে সম্মান দিতে শিখো।
কোথা থেকে শিখবেন???????
আাপনাদের জন্য তো শয়তান আছেই......।।
১১| ০৬ ই মে, ২০১১ রাত ১২:১৭
আকাশের তারাগুলি বলেছেন: সংগ্রাম নয়া দিগন্ত আমারদেশ এসব ইসলামি সৈনিকের পত্রিকা। এগুলো পড়েন শুধু শুধু অন্য পত্রিকা পরে ঈমান হালকা করার কি দরকার?
০৬ ই মে, ২০১১ রাত ১২:২৩
আলো-ছায়া বলেছেন: এ রকম ইমান পোষন করি না যা বাম পত্রিকা পড়লেই হাল্কা হইয়া যায়।
১২| ০৬ ই মে, ২০১১ রাত ১:৪৭
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: প্লাস। ভালো লাগলো আপনার কথাগুলো দেখে। অপেক্ষা করেন চীফ এখনও আসে নাই। ওনি এসে নতুন তত্ত্ব আবিস্কার করবেন।
০৬ ই মে, ২০১১ সকাল ৯:১৯
আলো-ছায়া বলেছেন: ধন্যবাদ ।।কিসের চিফ বুঝাইলেন?????আবালদের??
১৩| ০৬ ই মে, ২০১১ রাত ২:১৫
কেল্টুদা বলেছেন:
আচো--- নাস্তিকগুলা সব যায়গায় গিয়া একই সারিন্দা বাজায়। চান্স পাইলেই অয়, জ্ঞান কপচাইতে থাকে, কি জ্ঞান !
০৬ ই মে, ২০১১ সকাল ৯:২৮
আলো-ছায়া বলেছেন:
১৪| ০৬ ই মে, ২০১১ রাত ২:২২
মোসাজস বলেছেন:
আবালা আইনস্টান কইছে:
একমাত্র মুসলমানরাই কদর্য্যতা প্রিয়, বাকি সবাই সৌন্দর্য প্রিয়।
=======>> প্রলাপ ঘোষ ওরফে আইনস্টান হইলো নিম্ন বর্নের হিন্দু, এত দিনে প্রমান হইলো|
০৬ ই মে, ২০১১ সকাল ৯:২৯
আলো-ছায়া বলেছেন:
১৫| ০৬ ই মে, ২০১১ সকাল ৭:২৯
রাইসুল জুহালা বলেছেন:
আমি মিউজিশিয়ান না। তবে শুনে মনে হচ্ছে এই গানে ডাফ বা বিট ছাড়াও আরও কিছু যন্ত্র যেমন চেলো বাজানো হয়েছে।
০৬ ই মে, ২০১১ সকাল ৯:২৬
আলো-ছায়া বলেছেন: না সে রকম মনে হল না
১৬| ০৬ ই মে, ২০১১ সকাল ৯:৩০
শায়েরী বলেছেন: +++
০৬ ই মে, ২০১১ সকাল ৯:৪০
আলো-ছায়া বলেছেন: ধন্যবাদ
১৭| ০৬ ই মে, ২০১১ সকাল ১০:০৫
ভাবুক ভাই বলেছেন: @রাইসুল জুহালা, ভাই অনেক সংগিত শিল্পী মিউজিক কে হালাল বলে মনে করে থাকেন। এইজন্য অনেক ইসলামী গানে সমানে মিউজিক ব্যবহার করা হয় যেমন সামি ইউসুফ, আবার অনেকের গানে দাফ ও গলার স্বর ছাড়া কোন মিউজিক থাকে না যেমনঃ জাইন বিখা, বুখাতির ইত্যাদি।
@লেখক, আমি লোকমূখে শুনেছি, 'মন চাইলে মন পাবে' এই গানের ২য় কলি তে অশ্লীলতার অবসান ঘটানো হয়েছে। আমি গানটি শুনিনি তবে লেখকের প্রতি গানটি শোনার অনুরোধ থাকলো।
০৬ ই মে, ২০১১ সকাল ১১:৩৫
আলো-ছায়া বলেছেন: আমার যতদুর মনে পড়ছে ২য় কলিটা এ রকম
"মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ
সবি হবে অঘোচরে জানবে না কেহ"
১৮| ০৬ ই মে, ২০১১ দুপুর ১:১৩
ইশতে আশিক বলেছেন: আপনি কি বেকুব। মন চাইলে মন পাবে এটি হচ্ছে প্রথম কলি। ২য় কলিটি এরকম-
"ভেতরেতে থাকলে কাল, উপরে জল যতই ঢাল।
হাজার লোকে বলবে -ভাল সব সিদ্ধান্তই বৃথা গেল।
নিজের মনকে চিনবে যখন, আত্বশুদ্ধি হবে তখন।
ঘুড়ি সুতো নাটাই যেমন একটানেতে যখন তখন।"
এখানে নিজের মন এর নিয়ন্ত্রনের কথা বলা হয়েছে। অল্প জানলে যা হয় আরকি।
০৬ ই মে, ২০১১ দুপুর ২:৩০
আলো-ছায়া বলেছেন: ভালই জ্ঞানের পরিচয় দিলেন।আত্মশুদ্ধি শব্দটা শুনে খুশিতে গদ গদ।
পুরা গানটা শুনেন তারপর আপনার উর্বর মস্তিষ্ক নিয়ে বুঝার চেষ্টা করেন।
ধন্যবাদ
১৯| ০৬ ই মে, ২০১১ দুপুর ২:৪৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনের নচিকেতা কি ইসলামী গান গায়?
০৬ ই মে, ২০১১ বিকাল ৩:১০
আলো-ছায়া বলেছেন: ভাইজান কি হেডফোন লাগাইয়া শিলা কি জাওয়ানী শুনতে শুনতে ব্লগিং করেন নাকি????লেখাটা ভাল কইরা পইড়া দেখেন।আমি বলছি আমি এক সময় শুনতাম ।বাট এখন ও ছাইড়া দিছি।যদি ইসলামিক হইত তাহলে ছাড়লাম কেন????????
২০| ০৬ ই মে, ২০১১ দুপুর ২:৪৮
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ছাগল আইছে কই থিকা?
০৬ ই মে, ২০১১ বিকাল ৩:০৫
আলো-ছায়া বলেছেন: আসলেই তো আপনি আইছেন কই থিকা????????
২১| ০৬ ই মে, ২০১১ বিকাল ৩:১৩
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ২ দিন (৪ঠা মে)আগে পোস্ট দিয়া বুদ্ধিজীবিগো নচিকেতার গানের সিডি উপহার দিবার চাইছে এহন আবার ইসলামিক গান খুজে ছাগলটা।
০৬ ই মে, ২০১১ বিকাল ৩:২৪
আলো-ছায়া বলেছেন: হায় রে .......ব..................দা
ওখানে ও আমি প্রথমে কি লিখছি ভাল কইরা দেখ।
Click This Link
আর শেষের লাইনটা তো ছিল একটা খোঁচা।
এটা বোঝার বয়স ও এখনো হয় নাই?????
ব্লগে কেন??
টিভিতে বাচ্চাদের মত কার্টুন দেখ।
২২| ০৬ ই মে, ২০১১ রাত ১১:১২
মেহেদী পরাগ বলেছেন: আমার ব্যাপারটা কিছুটা আপনার বিপরীত বলা যেতে পারে। আমি ধর্মীয় কারণে গান (বাদ্যযন্ত্র সহ পড়বেন) খুবই অপছন্দ করি, তাই অন্যদের মত মন-প্রাণ দিয়ে কখনো গান শুনা হয়নি। ইসলামে গান বৈধ না অবৈধ এ নিয়ে অনেক যুক্তি তর্ক দেখেছি, আমিও গান অবৈধের পক্ষেই ছিলাম। কিন্তু এখন মনে হয় গান সেইভাবে অবৈধ না। কারণ কোরানে সম্ভবত গানকে অবৈধ করে সরাসরি কিছু বলা নাই। আমি হাদীস বিরোধিও না, হাদীস শাস্ত্রের উপর পরিপূর্ণ শ্রদ্ধা আছে আমার, তবু যেহেতু হাদীস সংকলন নবী (সঃ ) এবং পরবর্তী চার খলিফার সময় নিষিদ্ধ ছিল আর নবী (সঃ ) এর মৃত্যুর ২০০ বছর পর হাদীস সংকলন শুরু হয় তাই হাদীসকে কোরানের মত অন্ধভাবে অনুকরন করার পক্ষে নই। হাদীস আর সুন্নাহ এর মাঝে অনেক পার্থক্য আছে, শুধু কোরান আর সুন্নাহকেই আমরা অন্ধভাবে বিশ্বাস করতে পারি। এমনকি সহিহ হাদীসও ভুল হাবার যথেষ্ঠ সম্ভাবনা আছে সেটা আর বিস্তারিত আলাপ করলামনা।
কোরানে অশ্লীলতাকে হারাম করা হয়েছে, তাই গান যদি অশ্লীল হয় তা অবশ্যই পরিত্যাজ্য হবে। কেউ যেন নেশার মত গান না শোনে যা ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে সেক্ষেত্রেও গান শোনা অনুচিৎ। এছাড়া নরমালি গান শুনা ইসলামের দৃষ্টিতে (আল্লাহই ভাল জানেন) ভাল যদি নাও হয় খারাপ যে তা অন্ততঃ কোরান সুন্নাহর আলোকে বলা যায় না।
তবুও আমি গান শুনিনা, এখন আর ভাল লাগেনা আসলে।
০৯ ই মে, ২০১১ বিকাল ৪:২০
আলো-ছায়া বলেছেন: হাদিসকে আক্রমন করার জন্য প্রাচ্যবিদের প্রিয় প্রসঙ্গগুলোর একটি হচ্ছে প্রথমদিকের হাদিসমুহ লিপিবদ্ধ হয়নি বরং হিজরতের পরের ২০০ বছর কেবল মৌখিকভাবেই প্রসার লাভ করেছে আর তাই তারা বলতে চায় অরিকল্পিত ভাবে ছড়ানো লোকগাথা ও উপকথার চেয়ে হাদিসমুহ তেমন ভিন্ন কিছু নয়। দূরভাগ্যবশত আজকের মুস্লিমদের অনেকের মাঝেই হাদিসের সংরক্ষণ ও সংকলন নিয়ে অনুরুপ ভুল ধারনা দেখাযাচ্ছে। অনেকে এই অজুহাতে হাদিস ও ইসলামে এর অবস্থনকে অস্বীকার করছে । আল্লাহ যে সুন্নাহকে সংরক্ষণ করবেন তার প্রমান ও সাহাবগণের যুগ থেকে শুরু করে কিভাবে হাদিস সংরক্ষন হয়েছে সে বিষয়ে গবেষণা লব্ধ তথ্য ও ফলাফলের ভিত্তিতে ইনশা আল্লাহ একটি পোস্ট লিখবো , নজর রাখবেন।
২৩| ০৭ ই মে, ২০১১ রাত ১২:৫৩
আকাশের তারাগুলি বলেছেন:
২৪| ০৭ ই মে, ২০১১ রাত ১০:১৫
ভারসাম্য বলেছেন:
পোড়া কাঠ মেঘ হয় !
শুনেছ কখনো ?
আমিতো শুনেছি শুধু
পৃথিবীর জল
পুড়ে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে
উড়ে উড়ে দূরে গিয়ে
ভারী হয়ে মেঘ হয় । ==> তারপর এখানে
২৫| ০৯ ই মে, ২০১১ রাত ১০:৫৫
মেহেদী পরাগ বলেছেন: ইমাম শাফী'র একটা কথা দেখুনঃ
“I am convinced about the veracity of my opinions, but I do consider it likely that they may turn out to be incorrect. Likewise, I am convinced about the incorrectness of the views different from mine, but I do concede the possibility that they may turn out to be correct.” — Imam Shafa’i
আমি অন্য অনেকের মত হাদীসকে একদম অবাঞ্চিত মনে করিনা। হাদীসের বেশীরভাগ বক্তব্যই আমি বিশ্বাস করি। তবে আমি কনভিন্সড যে হাদীসকে চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিকনা, তবে যদি ভবিষ্যতে উপযুক্ত কোন কারণ ঘটে আর আমি কনভিন্সড হই তবে অবশ্যই আবার হাদীসকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে আমার আপত্তি নাই।
ইমাম মালিকের সঙ্কলিত হাদীসের প্রথম বইতেই ইমাম সাহেব বলেছিলেন যে তিনি এবসলিউটলি শিওর নন হাদীসগুলোর সত্যতার ব্যাপারে, তবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন।
তাই হাদীস পড়লে প্রাথমিক ভাবে আমি বিশ্বাস করি , পরে আমি কোরানের সাথে মিলাতে চেষ্টা করি। যদি দেখি কোরানে সরাসরি কিছু বলা নেই তখন যুক্তি খাটাই। বেশির ভাগ ক্ষেত্রেই যুক্তি হাদীসের পক্ষেই যায় তাই হাদীস বিচ্যুত হতে পারিনা। তবে কিছু কিছু ক্ষেত্রে যুক্তি হাদীসের বক্তব্যের বিপক্ষে যায় তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেই হাদীসটা অনুসরন না করার চেষ্টা করি। গানের ব্যাপারটা তেমনই। গান শুনার বিপক্ষে বড় কোন যুক্তি আমি খুজে পাই না যতক্ষন না পর্যন্ত তা ইবাদতে বিঘ্ন ঘটায় অথবা গানটা আশ্লীল হয়। ইসলামে হাদীস এর অবস্থান বা অবদান আমি অস্বীকার করি এমন অপবাদ আমাকে দিয়েন না ভাই।
২৬| ০৯ ই মে, ২০১১ রাত ১০:৫৯
মেহেদী পরাগ বলেছেন: আল্লাহ যে সুন্নাহকে সংরক্ষণ করবেন তার প্রমান ও সাহাবগণের যুগ থেকে শুরু করে কিভাবে হাদিস সংরক্ষন হয়েছে সে বিষয়ে গবেষণা লব্ধ তথ্য ও ফলাফলের ভিত্তিতে ইনশা আল্লাহ একটি পোস্ট লিখবো , নজর রাখবেন।
অবশই নজর রাখব। আপনার তথ্য প্রমাণ সমৃদ্ধ পোস্ট পড়ে যদি আমি কনভিন্সড হই তবে কেন তা গ্রহণ করবনা? একপাক্ষিক ভাবে নয় ইনশাল্লাহ আমি খোলা মনেই আপনার যুক্তি বিবেচনা করব।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১১ রাত ৮:৫৮
নয়ন01 বলেছেন: +++++++++++++++++++++++++++++ দিলাম ...আর কেউ না দিক
ধন্যবাদ