![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বড় পরিচয় আমি একজন মানুষ! আমি মন, মানসিকতা, স্মৃষ্টি আর সমাজের পংকিলতার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছি। ঘুরে বেড়াচ্ছি একটি ভাল চাকুরীর সন্ধানে। অনেকদিন কাজ করছি দৈনিক আমার দেশ পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে। বর্তমানে কাজ করছি ইংল্যান্ড থেকে প্রকাশিতব্য বাংলা সাপ্তাহিক 'হিটজ'-এ।
স্কুল টিচার বাড়ির কাজ হিসেবে রাজনীতির সংজ্ঞা শিখে আসতে বললেন। এক ছাত্র তাই সেটা জানতে তার বাবাকে প্রশ্ন করল।
ছেলে: আচ্ছা বাবা রাজনীতি কি?
বাবা: রাজনীতি হচ্ছে সরকারী দল বা সরকার, বিরোধী দল এবং জনগণকে সাথে নিয়ে দেশকে ভবিষ্যৎ উজ্জল করা।
ছেলে: বাবা, সরকার, বিরোধী দল, জনগণ এবং ভবিষ্যতটা একটা খোলাসা করে বুঝিয়ে দাও।
বাবা: মনে কর আমি সরকার চালাই, আমি হচ্ছি সরকার। তোমার মা সবকাজে আমার বিরোধিতা করে সে হচ্ছে বিরোধী দল। তুমি সবকিছু অবজার্ভ করো তাই তুমি হচ্ছো জনগণ। আর আমরা সবাই তোমার ছোটভাই সেন্টুর আগামী দিনগুলো ভাল চাই। সে হচ্ছে ভবিষ্যত।
ছেলে বাবার কাছ থেকে রাজনীতি জ্ঞান নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করলো। সে অনেক কিছু জেনে ফেলেছে এ আনন্দে মধ্য রাতেও তার ঘুম আসছিলনা। তাই সে সরকার, বিরোধী দল, ভবিষ্যত সবাই কী করছে দেখতে বের হল। প্রথম উকি দিল মা-বাবার ঘরে। সে দেখল তার বাবা নাক ডেকে ঘুমোচ্ছে, মা নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। তারপর গেল সে তার ছোটভাইয়ের রুমের দিকে। সেখানে গিয়ে দেখল তার ছোটভাই প্রশ্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছে। ভবিষ্যতের এ অবস্থা দেখে তার খুব খারাপ লাগল।
পরদিন সে স্কুলে যাবার পর স্কুল টিচার প্রশ্ন করলেন-
টিচার: বলতো রাজনীতির সংজ্ঞা কী?
ছাত্র: (ছাত্রতার বাবার সংজ্ঞাটা ভুলে গেল। তাই রাতে যা দেখেছিল তার উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করল।) স্যার, রাজনীতি মানে হচ্ছে-সরকার নাক ডেকে ঘুমায়, বিরোধী দল নিজেকে নিয়ে ব্যস্ত, আর জনগণ চেয়ে চেয়ে দেখে যে তার ভবিষ্যত প্রশ্রাব (ময়লা) -এ পরিপূর্ণ। কিন্তু সে কিছুই করতে পারেনা!
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:০২
ধানসিঁড়ি বলেছেন: কৌতুক টা আগেও কোথাও পড়েছি, মনে পরছেনা।