![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যতের অদম্য শিশু আজ -না খেয়ে আহার,
করে ভিক্ষা, সাথে নির্মম হাহাকার।
ফুটপাত ওদের ঘর,
আপনেরাই করেছে পর!
করে শ্রম, লক্ষ্য ভরা উদর।
হৃদয়ে বুনে স্বপ্ন, কপালে দুঃখের বাহার
করে তারা ভিক্ষা, মুখে নির্মম হাহাকার।
যখন যাবে ওরা বিদ্যালয় দালানে,
ব্ল্যাকবোর্ডের আদলে আঁকবে মনে মনে-
আজগুবি রঙিন ছবি হাজার।
তবু তারা করে ভিক্ষা, সাথে নির্মম হাহাকার।
যেসময় থাকো তোমরা
-অনিন্দ্য সুখে অঘোর নিদ্রাতলে;
ফুটপাতে নির্মল বাতাসের শীতল কল্লোলে
-তারা খবরের কাগজ গায়ে মুড়িয়ে শুয়ে পড়ে।
নির্মম হাহাকারের সঙ্গি হয়ে, তারাই ভিক্ষা করে।
ওরা অসহায়, ওরা নোংরা;
মলিন দেহ তাদের শ্রীহারা।
তবু হৃদয় ঝাঁকে কে কার!
ওরাই করে ভিক্ষা, করে নির্মম হাহাকার।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৩
জাহিদ হাসান হামিদপুরী বলেছেন: ভালই