নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধ বানান কৌশল-২

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

শুদ্ধ বানান কৌশল-২
'
৬. পদের শেষে ‘-জীবী’ দুটো ঈ-কার যোগ করতে হয় যেমন— শ্রমজীবী, চাকরিজীবী,আইনজীবী,পেশাজীবী, কৃষিজীবী, ইত্যাদি।
::
৭. পদের শেষে ‘-বলি’ (আবলি) ই-কার যোগ করে শব্দ গঠন করতে হয়। যেমন—নিয়মাবলি,কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি,তথ্যাবলি ইত্যাদি।অনেকেই শেষে "ী"কার বসান যেটা ভুল।
::
৮. ‘পূর্ণ’ এবং ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়) এর সঠিক ব্যবহারে অনেকেই ভুল করে থাকি।একটু খেয়াল রাখলে ভুল হবার হার অনেকাংশে কমে যাবে। ‘পূর্ণ’ (ইংরেজিতে Full/Complete অর্থে)যার অর্থ শেষ হয়ে যাওয়া বুঝায় যেখানে আর কোন কিছু অবশিষ্ট থাকেনা এমন শব্দ গঠনের সময় পূর্ণ শব্দ যোগে বানান লিখতে হয় পূর্ন নয়। শব্দটিতে ঊ-কার এবং র্ণ যোগে ব্যবহার হবে। যেমন—পূর্ণপক্ব, পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি।
আবার ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়— ইংরেজিতে Re- অর্থে)যদি পুনরায় কোন কিছু করার প্রয়োজন বা দরকার হয় তাহলে পুন যোগে শব্দ গঠিত করতে হয়।এমন শব্দটিতে উ-কার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন— পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি।
::
৯.আমরা অনেকেই একটা কমন বানান ভুল করে থাকি।দ্বিধাদ্বন্দ্বে থাকি ঠিক গ্রস্থ হবে নাকি গ্রস্ত হবে।
এখানে জেনে রাখুন কোন পদের শেষে’-গ্রস্থ’ নয় ‘-গ্রস্ত’ হবে। যেমন— বাধাগ্রস্ত/বাঁধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি।
::
১০. অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ই-কার হবে কখনো ঈ কার বসাবেন না।কারণ ঈ কার যোগে বানান ভুল। যেমন— পুষ্পাঞ্জলি,জলাঞ্জলি, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি।
::
১১.আমরা অনেকেই জেনেও হরহামেশাই ভুল করে থাকি বিদেশি শব্দে কখনই ণ, ছ, ষ ব্যবহার হবে না। যেমন— হর্ন, কর্নার, স'মিল, স্টারলাইট, আস্‌সালামু আলাইকুম, ইনসান, বাসস্ট্যান্ড ইত্যাদি।
'
'
'
চলেবে----<

মন্তব্য ১৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

রিফাত হোসেন বলেছেন: ফেবুতে এই কপির অভাব নাই, ব্লগে না দিলেও চলত। তবে ধন্যবাদ। সবাই কপি পেস্ট করছে, তাতে কিছু যায় আসে না, মডু ব্যতীত। তবে গত লেখা পড়েই সন্দেহ জেগেছিল, কোথায় যেন পড়েছিলাম, পড়ে দেখলাম ফেবু।
কিন্তু আপনার লেখার উৎস জানান নাই। এটা ঠিক নয়, যখন আপনার নিজের লেখা নয়।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০

নিচু তলাৱ উকিল বলেছেন: পুরো লেখাটাই যখন আমার তখন কার্টেসী দেয়ার প্রশ্ন কেন আসবে?এটি ফেবুতে আমিই পোস্ট করেছি "নিচু তলার উকিল"নামে।ফেবুর অনেক ফ্রেন্ড আমার অনুমতি নিয়ে কপি পেস্ট মেরেছে তবে কার্টেসীতে আমার নাম ব্যবহার করেছে কিনা জানা নেই।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

Al Rajbari বলেছেন: সুন্দর পোস্ট

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল। কিছু ব্যাপার জানতাম না।
ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: উপকারীপোস্ট চলুক

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭

মানবী বলেছেন: চমৎকার পোস্ট!
বানান ভুলে আমি চ্যাম্পিয়ন পর্যায়ের তাই আমার জন্য শিক্ষামূলক(বানা সঠিক কিনা নিশ্চিত নই) পোস্ট।

"দ্বিধাদ্বন্ধে থাকি ঠিক গ্রস্থ হবে নাকি গ্রস্ত হবে"
-দ্বিধাদ্বন্ধ হবে না দ্বিধাদ্বন্দ বুঝতে পারছিনা। আমার ধারনা ছিলো শব্দটি দ্বিধাদ্বন্দ! দ্বন্ধ সঠিক হলে, এই শব্দের অর্থ জানা নেই।


প্রয়োজনীয় পোস্টটির জন্য অনেক ধন্যবাদ নিচু তলার উকিল।

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

নিচু তলাৱ উকিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ মানবী। জ্বী ওটা দ্বিধাদ্বন্দ্ব হবে আমার টাইপিং মিস্টেক ছিল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

নিভা ইয়ামা বলেছেন: ছোটবেলার ইশকুল :)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একদিন সময় করে আপনার সাথে বসতে হবে। কিছু বানান নিয়ে ঝামেলায় আছি।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

নিচু তলাৱ উকিল বলেছেন: অবশ্যই সময় করে নক দিবেন।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

রিফাত হোসেন বলেছেন: কার্টেসীতে আপনার নাম দিচ্ছে না, চিন্তার বিষয়। ব্যাপারটা হল লেখাটা অনেক আগের, ব্লগে দিচ্ছেন এখন। ভাল প্রচেষ্টা। :) মনে কিছু করবেন না।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

নিচু তলাৱ উকিল বলেছেন: বছর পেরিয়ে দুইবছরে পদার্পণ করলাম এই ব্লগে,,তবে অনিয়মিত। ধন্যবাদ শুভকামনা নিরন্তর

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.