নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা || নিচু তলার উকিল
'
কাট কাট মার মার
ধুমধাম ছারখার
আঠা দিয়ে ঘষা দে
পশ্চাতে্ মার্কার।
::
হাসে দেখো খিক খিক
শেম শেম ধিক ধিক!
দেয়ালেতে টিকটিকি
বলতেছে ঠিক ঠিক।
::
কান ধরে দাঁড়া তুই
বাঁদরেরা গাঁইগুঁই
পড়া নেই বাঁদরামি
সার হীন খালি ভুঁই।
::
এই তুই বল তো রে
নামতার কোন ঘরে
(চার পাঁচে বিষ হয়)
গাছেতেও উহা ধরে।
::
হাত তুলে হাদারাম
এই বুঝি উঠে চাম
স্যার আমি জানি ঠিক
কাল কিনে আনলাম।
::
ইয়া বড় চোখ করে
পণ্ডিত খ্যাঁক করে
একখানা ঝাড়ি দিলো
বেশ খুব ভাব ধরে।
::
বল দেখি শুনি আজ
নেই ভয় নেই লাজ
এই দ্যাখ হাত খালি
বেত দিয়ে নেই কাজ।
::
যাক বাবা বাঁচা গেল
হাদারাম সরে এলো
বলে-স্যার ছুটি চাই
বাড়ীতেই উহা ছিল।
::
ঠিক আছে তাড়াতাড়ি
যদিও তা বাড়াবাড়ি
জবাব ও যে দিতে হবে
নেই আজ ছাড়াছাড়ি।
::
হাদারাম বাড়ী যায়
ঠিকঠাক মতো পায়
হাসি হাসি মুখ করে
ছুটে সে যে ডানে বায়।
::
পণ্ডিত নেড়েচেড়ে
তার দিকে যায় তেড়ে
বলে একি হাদারাম
জেলে যাবি কাকে মেরে?
::
হাদারাম বুঝে নাই
গভীরতা খুঁজে নাই
বাপজীর ঘরে থাকে
সেখানেই খুঁজে পাই।
::
পণ্ডিত রেগে গিয়ে
বেত খানা হাতে নিয়ে
ঘোড়াদের ঘাস কাটা
যাবে নারে তোকে দিয়ে।
::
পশ্চাতে্ মারে বাড়ি
বলে-দ্যাখ অই বাড়ী
বাবা বলে চিল্লায়
এই বার দাও ছাড়ি!
::
ঢালা মার হল শুরু
বুক করে দুরু দুরু
ছাল সব উঠাবো রে
ছাল ক্যান এতো পুরু!
::
পরিবেশ টান টান
পণ্ডিতে টানে কান
হাদারামও কৌশলে
ধুতি ধরে দেয় টান।
'
'
'পুনশ্চ:- সংক্ষিপ্ত
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ,♥♥
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
ইসমাম মাহমুদ বলেছেন: আমি দাদা আপনাতে বারংবার মুগ্ধ হই। অসাধারণ হয়েছে
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮
নিচু তলাৱ উকিল বলেছেন: আরেহ্ দাদা যে কবে থেকে ব্লগে।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
এম আর তালুকদার বলেছেন: চমৎকার। ভাল লাগলো। সংক্ষিপ্ত না হয়ে সম্পূন পড়তে পারলে আরো ভাল লাগতো।