নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরসুন্দর-১ || নিচু তলার উকিল
অদ্যাপি বহুকাল বাদে নরসুন্দর ইমতিয়াজ দাদার সহিত উকিলবাবুর দর্শন ঘটিলে উকিলবাবু দুই হস্তে করমর্দন করিয়া উহাকে বুকের মধ্যখানে কিয়ৎ কাল ব্যাপিয়া জড়াইয়া রাখিলেন।
কুশলাদি জিজ্ঞাসা করিতে করিতে উকিলবাবু এক পেয়ালা চা পান করিবার নিমন্ত্রণ জানাইলে ইমতিয়াজ না করিতে পারিলেন না।
অতঃপর চা পান করিবার প্রাক্কালে ইমতিয়াজ দা উকিলবাবুর উদ্দেশ্য বলিয়া উঠিলেন"উকিল দা আপনি কিয়ৎপরিমাণ ও বদলান নি"
ঠোঁটের কোনে স্মিত হাসির রেখার উদয় ঘটাইয়া উকিল বাবু মাথা দোলাইয়া বলিলেন জ্বী আজ্ঞে।
ইনি সেই ইমতিয়াজ দা যিনি একজন মুসলিম নরসুন্দর।
সমাজের প্রচলিত ধ্যানধারণাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন পূর্বক জীবন > জীবিকা > জীবসত্তাকে বাঁচিয়ে রাখার নিমিত্তে এইরূপ পেশায় আসিয়াছিলেন। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ইহারা অল্পবিস্তর উচ্চস্তর অর্থাৎ নিম্নস্তরের কিয়ৎপরিমাণ ঊর্ধ্বে ইহাদের অবস্থান ছিল তবে সেটাও একটা বিশেষ সম্প্রদায়ের জন্য। রাজনৈতিক দৃষ্টিকোণে যদিও পশ্চাতে ততোধিক মূল্য ছিলনা তদুপরি অদ্যাপি পুঁজিবাদী সমাজের রাজনৈতিক প্রেক্ষাপটে ইহারাও সমাজের একটি বিশেষ শ্রেণীতে স্থানান্তর হইয়াছে তবে সেটা একটা নির্দিষ্ট সময়কালের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। সময় ফুরিয়া গেলে ইহাদের কদর্য খানিক কমিয়া যাইতে থাকে।ইহাদের মধ্যেও উচ্চস্তর ও নিম্নস্তর পার্থক্য বিদ্যমান।এখানে বলিয়া রাখা উত্তম সমাজ বলি আর সম্প্রদায় বলি ইহাদের অভ্যন্তরে মানবগোষ্ঠীই মূলত উন্নত জীবনযাপন করিয়া থাকে।ইদানীংকালে অন্যান্য সম্প্রদায়ের জীবরা মূলত খানিক বেশিই মর্যাদাবান।
যাহা হউক ইমতিয়াজ এই পেশায় আসুক তাহা বুঝি কাহারোই বিশেষ করিয়া সমাজের ধর্মীয় দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনকারী হুজুরকুলের জন্য একান্তই কাম্য নয়।মানব ধর্মের বচন উগরাইয়া দিলে ভিন্নমতাবলম্বী ও দার্শনিক ব্যক্তিবর্গ আসিয়া যে আপনাদিহকের টুঁটি চাপিয়া ধরিবেনা ইহার গ্যারান্টি দিবে কে?উহারা লোক সমাজে প্রচার করিয়া বেড়াইবে দেশ সমাজ তথা ধর্ম রসাতলে পর্যবসিত হইয়া আধুনিক মানুষ বলিয়া নিজেকে গণ্য করিবার মনোবাসনায় লিপ্ত হইয়াছি।
যদি ইহাদের এইরূপ বানী মানিয়া লইতে হয় তাহা হইলে ইমতিয়াজদের মত ভুখাদের ধর্মীয় চিন্তা চেতনা ও দর্শন গলাধঃকরণ করিয়া সমাজপতির দান করা কয়েকটি আগরবাতি, আতর আর কয়েক গজ সাদা কাপড় ধর্মীয় লেবাসে শরীরে জড়াইয়া মৃত্যু শয্যায় শায়িত হওয়াই শ্রেয়তর। ইহাতে খানিক নগন্য পাপ লইয়া ওপারে যাইবার সৌভাগ্য হইলে ইহাই বা কম কিসে?তবু কোন মুসলিম নরসুন্দর হইতে পারিবেনা।ইহা কঠিন পাপ।
চলবে---<
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:০২
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী এদেরকেই নরসুন্দর বলে
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চুল যারা কাটে তাদেরকে নাপিত ডাকা হয়। সকলে চুল কাটাই।