নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প- হাইমেন

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০


হাইমেন || নিচু তলার উকিল

বিথিকা সান্ন্যালের ললাটে ক্রমশ পুঞ্জিভূত ঘামের লুটোপুটি,কান্তা বড়ুয়ার নেত্রগোচর হইলে অজানা আশংকায় তিনি খানিক দুশ্চিন্তায় পতিত হইলেন।বিচলিত হইয়া বিথিকাকে ইহার কারণ দর্শানোর নোটিশ সম্মুখে ঝুলাইয়া দিলে বিথিকা কোনরূপ শব্দ না করিয়া মস্তক নাড়াইয়া নাবোধক ইঙ্গিত করিলেন।
:
কান্তাও নাছোড়বান্দা অপ্রকাশিত এহেন গুমোট পরিবেশ অতি উত্তম আনন্দদায়ক নহে তা বোধগম্য হইলে অনুসন্ধিৎসু মনের প্ররোচনায় পুনরায় জিজ্ঞাসা করিয়া বসিলেন কি হইয়াছে?
এইবার বিথিকা স্ব-আবেগকে প্রশমিত করিতে না পারিয়া হু হু করিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন।
গণ্ডদেশের দেয়াল বাহিয়া অশ্রুর ধারা ক্রমশ বৃদ্ধি পাইলে কান্তা এক হস্ত বিথিকার কাঁধে রাখিয়া কি হইয়াছে ইহা খোলাসা করিয়া বলিবার তাগাদা দিলেন।
হস্তের উল্টো পিঠে নেত্রের জল মুছিতে মুছিতে বিথিকা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনাদি অপর হস্তের সাহায্যে বড্ড সুনিপুণ ভাবে বর্ণনা করিতে লাগিলেন।
কিয়ৎকাল ব্যাপিয়া এইরূপ কার্যাদির বর্ণনায় কান্তার নেত্র যুগল বিস্তর ঘৃণায় ছল ছল করিয়া উঠিল।
বিথিকাকে সান্ত্বনা প্রদান করিবার মতো কোনররূপ বচন স্ব-অভিধানে না থাকিবার দরুন এক লহমায় উহাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিলেন।
:
এতকাল ব্যাপিয়া হাইমেন রক্ষা করিয়া আসিবার প্রাক্কালেও অদ্য এমন করিয়া স্ব-গৃহের স্বঘোষিত অধিকার হেতু উহা খোয়া যাইবে তাহা কল্পনাতীত মনে হইতেই বিথিকার এই জাগতিক সংসার গরলের মতো মনে হইতে লাগিলো।
স্ব-অক্ষমতার ভাবনার উদয় হইলে নরপতির উপর অভিযোগের তীর নিক্ষেপণ করিলেন এই ভাবিয়া যে তিনি যদি নৈশব্দতার গ্যাঁড়াকলে পতিত না করিতেন তাহা হইলে নির্ঘাত অদ্যকার অবস্থার কোনক্রমেই হউক একটা বিহিত করিতে পারিতেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাধুভাষাকে তো দেখি নিচ তলার উকিল বানিয়ে ছেড়েছেন। যা লিখেছেন, তা কয়েকবার পড়ে বুঝলাম। কিন্তু সত্যি বলতে মোটিভ বা টুইস্ট বুঝতে পারি নি।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

নিচু তলাৱ উকিল বলেছেন: হাইমেন অর্থাৎ সতিচ্ছেদ মোটিভ ইহাই

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এনিওয়ে, আপনার লেখার চেষ্টা বেশ ভালো। চালিয়ে যান। শুভ কামনা রইল।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনার গল্পটি আমি আবার পড়লাম।
আপনি লিখেছেন, "কিয়ৎকাল ব্যাপিয়া এইরূপ কার্যাদির বর্ণনায় কান্তার নেত্র যুগল বিস্তর ঘৃণায় ছল ছল করিয়া উঠিল" এই লাইনটা বেশ কনফিউজিং!

কারন পরের প্যারাগ্রাফে আছে, স্ব-গৃহের স্বঘোষিত অধিকার হেতু উহা খোয়া যাইবে তাহা কল্পনাতীত। স্ব- গৃহ মানে কি এখানে স্বামী বুঝিয়েছেন?

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী বিথিকা যখন সব খুলে বললো তখন কান্তার চোখ বেয়ে জল পড়া ছাড়া আর কিছুই করার ছিলনা,,,অওরের প্যারায় যা ছিল তা বিথিকার উপলব্ধি যে নিজের ঘরের মানুষের দ্বারা যে সে সতীচ্ছদ হারাবে কিংবা সতীত্ব হারাবে তা কল্পনাও করতে পারিনি,,মোদ্দাকথা বিথিকা একজন বোবা মেয়ে

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই রে অর্থ বোধ হয় বের করিতে পারিয়াছি। হা হা হা হা। সর্বনাশের লোক দেখি আপনি।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

নিচু তলাৱ উকিল বলেছেন: ইহা একটি কৌশলী লেখা খালি চোখে যতটা দেখা যায় তার থেকেও এটার ওজন বহুগুণ কোন জায়গাটায় বুঝতে পারেননি বলুন আমি বোঝাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.