নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

শব্দে শব্দে আমার আঁকিবুঁকি ।। নিচু তলার উকিল

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮


অলিতে গলিতে যে ফুল ফুটে আছে তার জৌলুস আর ঘ্রাণের মাদকতায় বিভোর হয়ে দাম চুকালাম আশি টাকা, ফেরার পথে লক্ষ্মীপেঁচার হাসি দেখে ভাবলাম ঠকলাম নাতো!

ঠোঁটে ঠোঁট রেখে দেখলাম কাকাতুয়াটা এখনো শিশু!
কবিতার শরীর ঘেটে অবশেষে পেলাম কস্তুরি।

নারীবাদ আর পুরুষবাদকে বোতলে ভরে ডুব দিলাম অতল জলে-
জলের দেশে আমি প্রেমিক আর তুমি প্রেমিকা।

বড়শীর ছিঁপে উঠে আসা জলের পোকাকে তুমি বলো,
পুঁটিমাছ আর আমি বলি নারী!

তুমি নারী দিলে চোট লাগলে কষ্ট পাও,
অথচ পুঁটিমাছ কাটার পরেও তার লাল হৃদপিণ্ডটা দেখলেনা! একটিবারও ভাবলেনা পুঁটিমাছেরও যে প্রেম হয়, ঘর সংসার হয় কষ্ট পায়!

স্বার্থপরের আকাশে ডানামেলে দেখি
নারীরা জন্মগতভাবে স্বার্থপর, সেখানে আমার মা উড়ে বোন উড়ে প্রেমিকা উড়ে।

আকাশ ভাঙ্গা বৃষ্টিতে দাঁড়িয়ে আছি,
তুমি বলো পরীক্ষা-
আর আমি দেখি বিসর্জন।

আঙুলে আঙুল আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যে গল্পটার শুরু হয় তার শেষ হয় কবির ষড়োরিপুতে।

সাধক আর সাধনা পরিপূরক হলেও কবি আর কবিতা বিপরীত ধর্মী।
কবিতার সৃষ্টিতে কবির দূরত্ব বাড়ে আর সাধকের বাড়ে খ্যাতি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



পদ্যকে উপরের তলায় নেয়ার দরকার

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৮

নিচু তলাৱ উকিল বলেছেন: উপররে তলায় তুলবার মত কি উকিলের সেই যোগ্যতা আছে?

২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: উপররে তলায় তুলবার উকিলের সেই যোগ্যতা অবশ্যই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.