![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়াশুনার জন্য আজ কয়েকবছর হলো বাইরে আছি। বাইরে বলতে দেশের ভিতরেই। নিজ এলাকার বাইরে, বাবা-মা ছেড়ে দূরে।
এলাকার সেই ছোট্ট বেলার বন্ধুদের সাথে দেখা হয় অনেকদিন পর পর।দুই ঈদে বেশিরভাগ সময়।অনেকদিন পর দেখা হলে বন্ধুদের আড্ডায় প্রতিবারই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
প্রেম করিস?প্রেমে পড়ছিস?
অনেকে আবার এক কাঠি বাড়িয়ে বলে, কয়টা প্রেম করিস?
আমি প্রতিবারই একই উত্তর দিতাম, আমাকে তো তোরা চিনিস।আমার দ্বারা ওসব হবে না।এক্কেবারে বিয়ে করবো, তারপর প্রেম।
কিন্তু ক্যাম্পাস লাইফের শেষে এসে যেন আমাকেই আমি চিনতে পারলাম না।ক্লাসমেট একজনকে ভালো লাগতো।কোনদিন সাহস করে বলতে পারবো ভাবিনি।তবে তারই সহযোগিতায়(!) ভালো লাগার কথাটা বলেই ফেললাম।সেও জানালো আজকের দিনটার অপেক্ষায় সে ছিলো।
এরপর কিছুটা ভাবের আদান প্রদান।অল্প কিছুদিনেই দুজনেই প্রতিষ্ঠিত হবো।তারপর....
হঠাত্ একদিন জানালো বাসা থেকে তার বিয়ে ঠিক করছে।
তারপরের কাহিনী পুরাটাই গতানুগতিক।
আমার জীবনেও এমন সিনেম্যাটিক কিছু হবে তা কখনো ভাবিনি।
তবে সিনেমার শেষ দৃশ্যে আমি এখন পর্যন্ত ব্যার্থ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
রহস্যময় জ্যোতি বলেছেন: সিনেমার নায়ক শেষে এসে অবশেষে সফল হয়, আমি ব্যর্থ।এখনো....
জানিনা ব্যর্থতাই স্থায়ী হয় কিনা!
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: তার ও তার নতুন সংসারের কল্যাণকামনা করতে পারা তাকে ছিনিয়ে নিয়ে নিজের করে রাখার চেয়েও বেশি সাহসীকতার পরিচয় দেবে। এবং মানবিকতার তো অবশ্যই।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
রহস্যময় জ্যোতি বলেছেন: আমি সাহসী ও অতিমানবিক এখনো।জোর করিনি, তবে সে যা বলে তা করতে প্রস্তুত ছিলাম।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
দি সুফি বলেছেন: এক্কেবারে বিয়ে করবো, তারপর প্রেম।
এইটাই মেনে চলা উচিত!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৮
রহস্যময় জ্যোতি বলেছেন: আমি অনুতপ্ত।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
খাটাস বলেছেন: আপনাকে অভিনন্দন। বাধা প্রাপ্ত হয়েছেন মানেই আপনি সাফল্লের পথে আছেন। শুভ কামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৯
রহস্যময় জ্যোতি বলেছেন: হয়তোবা। ধন্যবাদ সাহস দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লাস্টের লাইনে এইডা কি শুনাইলেন