![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
হে মরীচিকা,
আমার চারিপাশ আধারে ঘেরা
খানিক আলো ধার দিবে?
পরে ঠিক শুধরে দেবো।
অবলীনি,
ভয় পেয়ো নাকো,
তোমার চারিধার আলোয় ভরিয়ে দেবো,
আমার সাধ্য আছে যতো।
অতঃপর অবলিনী ঘর ছাড়িলেন, বর ছাড়িলেন,
মরীচিকার আলোয় নিজেকে রাঙাবে বলে।
রঙ্ধনুকে গায়ে মাখালেন অপরূপা হবে বলে।
আচ্ছা, অবলীনি,
ভেবেছো কি একবার?
কতো কাল কাটবে তোমার আশায় মরীচিকার?
নামই যার মরীচিকা, তার স্থায়ীত্বই তো ক্ষণিকের।
তবু অবলীনি মশগুল,
বাদ বাকী যা আছে সবই ভুল,
ভাবের ঘরে সিঁধ কাটার লেশ মাত্র নেই,
যায় যদি যাকনা সময় কেটে এভাবেই।
ভাবনায় ডুবে মরি,
যে জ্বালায় জ্বলে জীবন আমারি,
ভাগ্যলিখার কালি যেনো অতি শীঘ্রই ফুরোয়,
আমার মতো কেউ যেনো আর এই ধরনীতে না হয়।
©somewhere in net ltd.