নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

মাধবী

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩




বিঃদ্রঃ 'মাধবী' গল্পটি প্রাচ্য ও পাশ্চাত্যের মানসিকতার পার্থক্যের টানাপোড়েনে নিষ্পেষিত একটি অনবদ্য ও চলমান প্রেমকাহিনী। তাই এর পরিমাজর্ন, পরিবর্ধণ ও সংযোজন হতে পারে। এ গল্পে আরও থাকবে সমাজ, অর্থনীতি, শিক্ষা, মানবিকতা ইত্যাদি সহ আরো অনেক কিছু। আশা করছি, পাঠকের ভাল লাগবে- ড. আকতার বানু আলপনা, সহযোগী অধ্যাপক, আই. ই. আর., রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মাধবী

এক
"হ্যালো! শুনতে পাচছ? কথা বলোনা কেন?"
আজব কাণ্ড! অসম্ভব বুদ্ধিমান মানুষ ও যে সীমাহীন বোকা হতে পারে, এই মেয়েটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।সেল্ফ ফিনান্সে বিদেশে পড়তে আসা মধ্যবিত্ত বাঙালী ছাত্রদের প্রতিটা পয়সা যে গুণে গুণে খরচ করতে হয়; পার্টটাইম জব করে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের মোটা টিউশন ফি দিয়ে নিজের খরচ চালাতে হয়, সেটা সে জানে।এখানে সেই যৎসামান্য সঞ্চয় থেকে সপ্তাহে দুই দিন লংডিসটেন্স কল করার মত বিলাসিতা যে আমার সাজেনা, সেটা তার বোঝার কথা।তবু সে নিশ্চুপ। আমি তার কন্ঠস্বর শোনার জন্য মরীয়া।অথচ সে অভিমান নিয়ে বসে আছে।
বড় ভাল মেয়ে মাধবী।এমন কোন গুণ নেই যা তার নেই।অসম্বভ মেধাবী,ভীষণ অনুভূতুশীল, সৎ, গান- কবিতা পাগল, খুব মিশুক, সৃষ্টিশীল.....।
দোষের মধ্যে এই যে, সে বড় অভিমানী।আমি একটু কড়া কথা বললে তার চোখে পানি চলে আসে।এখানে আসার পর ওকে লেখা প্রথম চিঠিতে আমি মাত্র দুইটা বানান ভুল করেছিলাম। উত্তরে সে লিখেছে: এম. এ.- এর মৌখিক পরীক্ষায় বিদ্যাসাগরকে এক ইংরেজ শিক্ষক জিজ্ঞেস করলেন, "বিপোড আর আপোডের মঢ্যে কি পারঠক্য আসে?" উত্তরে বিদ্যাসাগর বললেন, "মার চিঠি এসেছে। উনি অসুস্থ। বর্ষণমুখর গভীর রাতে ভরা দামোদর নদী সাঁতরে পার হয়ে মার কাছে যেতে হবে- এটা বিপদ। আর বাঙালীর ছেলে হয়ে, বাংলা পড়ে, বাংলার মৌখিক পরীক্ষা দিতে হচ্ছে একজন ইংরেজ সাহেবের কাছে- এটা আপদ।"প্রাচ্যের অক্সফোর্ড থেকে পাস করে বানান ভুলের মত এমন আপদ তোমার শোভা পায়না। আমি বলিনা যে আমার ভুল হয়না।তবে আমি আপ্রাণ চেষ্টা করি ভুল না করার জন্য।
এই হল মাধবী। প্রথম প্রথম যখন ওর চিঠি আসতো, আমরা সবাই ভীষণ আগ্রহ নিয়ে পড়তাম।বলা বাহুল্য, খরচ বাঁচানোর জন্য আমরা ক'জন বন্ধু মিলে বাসা ভাড়া নিয়ে একসাথে থাকি। বলতে গেলে, আমরা সবাই ওর চিঠির ভক্ত হয়ে গেছি; যদিও ও ছিল শুধু আমার পরিচিত।
চলবে......



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

লিখুন।

শুভকামনা, শুভব্লগিং।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আপনার ব্লগ পডেছি। ভাল লেগেছে।মন খারাপ। পরে পুরোটা পডার ইচ্ছে আছ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। একসময় যায়যায়দিনের বিশেষ সংখ্যাগুলোতে নিয়মিত গল্প লিখতাম। আবার শুরু করেছি। দেখা যাক।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩

মোহাম্মদ বাসার বলেছেন: ওয়াও!!! তাহলেতো কথাই নেই! এখন থেকে নিয়মিত আপনার লেখা পড়তে পারব।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।ভাল থাকবেন।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

ব্লগে পরিচ্ছন্ন একজন সহযাত্রী পেয়ে বেশ ভাল লাগছে!

মন খুলেই কলম চলুক!

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

আলপনা তালুকদার বলেছেন: শুনে ভাল লাগছে আমাকে সহযাত্রী হিসেবে গ্রহণ করেছেন বলে।ধন্যবাদ। জ্বি। আমি লিখি আমার নিজের ভাললাগার জন্য।কারো ভাল লাগা আমার সাথে মিলে গেলে ভাল। না গেলেও তেমন কোন ক্ষতি নেই। একজন মানুষের ভাবনা বেশীর ভাগ ক্ষত্রেই মেলেনা।সেজন্যই সম্পর্কে এত বৈচিত্র্য। আমি মন খুলেই লিখব আমার মত। আবারো ধন্যবাদ আপনার মতামতের জন্য.....

৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। এ লেখাটিকে একটু বেশীই ছোট হয়ে গেছে বলে মনে হলো।
'মাধবী'র পরের পর্বগুলো পড়ারও আশা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আমাকে স্বাগতম ও শুভকামনা জানানোর জন্য।

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, খুবই ছোট। ইচ্ছে করেই এমন। প্রথম লেখাতেই পাঠককে বেশীক্ষণ বিরক্ত না করার অভিপ্রায় থেকে এমনটি করা।পরের পর্বগুলো দীর্ঘ হবে।জ্বি, ধৈর্য্য ধরে পড়বেন নিশ্চয়। আপনার ধৈর্য্যচ্যুতি না ঘটার জন্য দোয়া করতে পারি। আপনার জন্য শুভকামনা।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: প্রথম লেখাটি পড়ে ভালো লাগল। পরের পর্বও আশা করি ভালো হবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

আলপনা তালুকদার বলেছেন: আমিও তাই আশা করি। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। ভাল থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা।িি

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার শুরুটা খুব ভাল লাগল! ব্লগে স্বাগতম (জানাতে দেরি হল বলে দুঃখিত)। আপনার পথচলা আরো দীর্ঘহোক সে কামনা করি!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮

বিজন রয় বলেছেন: আরে!

আপনার ব্লগে যে আমিই প্রথম মন্তব্যকারী।
কি সৌভাগ্য বলুন তো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.