নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদের কথিত ভদ্র সমাজের কেউ নই, কালের বিপরীতে হেটে যাওয়া \'বিকৃত মস্তিষ্কে\'র এক \'রবোমানব\'!

আল-তাকবীর মাহিম

আল-তাকবীর মাহিম › বিস্তারিত পোস্টঃ

দি ম্যান

০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৪

আ ম্যান ইজ অলওয়েজ আ ম্যান। এই শ্রেণী কক্ষনো সৌন্দর্য অস্বীকার করিতে পারে নাই। যুগে যুগে, সভ্যতার প্রতিটি সংযম ও সংবরণে, এই এক প্রবৃত্তি বারংবার মাথা তুলিয়াছে। পৃথিবীর সকল ঐশ্বর্য-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি, ভূত ও ভবিষ্যৎ, সমাজ কিংবা সম্মান একপাশে রাখিয়া। এই শ্রেণী সৌন্দর্যের উপর হামাগুড়ি দিয়া ঝাপাইয়া পড়িয়াছে।

উপরোক্ত সত্য যে নারীকুল বুঝিয়া উঠিতে পারে নাই, তাহা নহে। তাহারা এই রহস্য বহু আগেই অনুধাবন করিয়াছে। আর তাহাদের এই অনুধাবনের ফলেই বিশ্বে স্নো-পাউডার, সুগন্ধি, লিপস্টিক, ফাউন্ডেশান এবং চোখের পাতার রঙে গঠিত হইয়াছে সাতশো বিলিয়ন ডলারের সাম্রাজ্য।

তাহারা বোঝে, মানুষ যুক্তিতে নহে, দৃষ্টিতে পরাভূত হয়। তাহারা জানে, এই পৃথিবীর ইতিহাস কেবল রাজা-বাদশাহদের নহে। এই ইতিহাসের অর্ধেক লিখিত হইয়াছে আয়নার সামনে দাঁড়ানো নারীদের হাতে। তিনি রোক্সানা, যার চোখে থেমে গিয়েছিল আলেকজান্ডারের বিজয়যাত্রা। তিনি জোসেফিন, যাঁহার একখানি চিঠির অপেক্ষায় কেঁপেছিল নেপোলিয়নের সম্রাজ্য। তিনি মমতাজ, যাঁর মৃত্যুর পর শাহজাহান বুঝেছিলেন। রাজ্য জয় আর হৃদয় জয় এক বস্তু নয়। তিনি কাদম্বরী, যাঁর নীরব বিদায় রবীন্দ্রনাথের কবিতাকে রক্তাক্ত করেছিল।

হুমায়ূন আহমেদ এই চিরসত্য উপলব্ধি করিয়াই লিখিয়াছিলেন, 'মানুষ যত জটিলই হোক, তাহার মনটা খুব সহজ। ভালো লাগিলে হাসে, না লাগিলে চুপ থাকে। এই দুইয়ের মাঝেই সমস্ত ইতিহাস।'

মানুষ আধুনিকতার ছোঁয়ায় সভ্য হইয়াছে ঠিকই। মহাকাশ জয় করিয়াছে, পরমাণু বিভাজন করিয়াছে, নক্ষত্রের দূরত্ব মাপিয়াছে। তথাপি তাহার মুগ্ধ হইবার ক্ষমতা আদিমই রইয়াছে। সে এখনো সৌন্দর্যের মুখোমুখি হইলে গলাবন্ধ আলগা করিয়া ফেলে। হৃদয়ের ধ্বনি শুনিবার ভান করে অথচ জানে, সে পরাভূত। ইহাই তাহার সৌন্দর্য।ইহাই তাহার দুর্বলতা। আর এই সৌন্দর্যের কাছে সর্বশেষ বশ্যতা স্বীকার করিয়াছে 'ওস্তাদজি'...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.