![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপার সম্ভাবনার এক দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।যে দেশে ধানের শীষে পাখিরা করে খেলা,মাঝি মনের সুখে নৌকার দাড়
টানে আর গেয়ে চলে ভাটিয়ালি গান, কৃষক লাঙল নিয়ে ছুটে চলে মাঠে ...কিন্তু পাখিদের এই কলকাকলি,মাঝির গান আর কৃষকের হাসির জন্য কতশত আবাল বৃদ্ধ বনিতাকে নির্মম ইতিহাসের উপাদান হতে হয়েছে তা কারো অজানা নয়... বাংলার স্বাধিকার আন্দোলনের প্রাণপুরুষ যেমনি- বাংলার স্থপতি শেখ মুজিবর রহমান ঠিক তেমনি ২৬শে মার্চের সেই কালোরাতে মেজর জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলার মানুষ পৃথিবীর বুকে অঙ্কন করল এক নতুন দেশ “বাংলাদেশ”...অর্জন করল লাল সবুজের পতাকা।এই দেশটি তাই-আমার, আপনার, সকলের ,১৬ কোটি বাঙ্গালির ।কিন্তু আজ যখন দেখি কেউ বলছে, এই দেশটি “আমার” কিম্বা তুমি “স্বাধীনতার বিপক্ষের”আমি “পক্ষে” তখন খুব কষ্ট লাগে। মনে হয় কই এই “মানচিত্র” তো কখনো বলেনি আমি কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর ...তাহলে কেন এত কাঁদা ছোঁড়াছুড়ি...তাইত নতুন বছরের এই শুভক্ষণে একটাই চাওয়া- একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, সৎ ও যোগ্য নেতৃত্ব ।যেখানে “মানবাধিকার” থাকবেনা শুধুমাত্র সংবিধানের লেখনীর মাঝে সীমাবদ্ধ...।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ...।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩
আলুভর্তা বলেছেন: কোন সুন্দকে প্রতিষ্ঠা করার জন্য যদি মার খেতে হয় তাহলে আমি রাজী ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
মিশনারী বলেছেন: মার খাওয়ার সময় হয়েছে, রাজনীতির শয়তানের সামনে এত সুন্দর কথা মানায় না ।