![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লার বিরুদ্ধে পাঁচটি অপরাধ প্রমাণিত! হয়েছে বলে বলা হয়, তার একটা হল তিনি কবি মেহেরুন্নেসার হত্যাকারী।কবি মেহেরুন্নেসা মিরপুরে থাকতেন।৭১ সালে মিরপুর ছিল একটি বিহারি অধ্যুষিত এলাকা।কবি মেহেরুন্নেসার কাছের মানুষ ছিলেন কবি কাজী রোজী।তিনি কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসে সাক্ষীও দিয়েছেন ।বিবেকের তাড়নায় তিনি তাকে নিয়ে তিনি একটি বইও লিখেছেন নাম "শহিদ কবি মেহেরুন্নেসসা"বইটি ২০১১ সালে প্রকাশিত,বইমেলাতেও পাওয়া যাচ্ছে ।বইটির প্রায় ১০ টি জায়গায় তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শহিদ কবি মেহেরুন্নেসসার হত্যাকারী হিসেবে "বিহারিদের" কথা বলেছেন ।তিনি তার এই বইয়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বর্ণনাও দিয়েছেন।ট্রাইব্যুনালে তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আপনি তো কবি মেহেরুন্নেসা নিয়ে একটি বই লিখেছেন ২০১১ সালে এবং কাদের মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছিল ২০১০ সালে তাহলে আপনি কেন আপনার বইয়ের কোথাও কাদের মোল্লার কথা কেন লেখেননি?তিনি ছিলেন নির্বাক।
আল্লাহ্ কোরআনে এরশাদ করেছেন,"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করোনা এবং জেনে শুনে সত্য গোপন করোনা "...তাই সত্য একসময় প্রকাশিত হবেও ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
মুসাফির রকস বলেছেন:
নির্বক ছাড়া আরে কোন উপায় নেই।
তিনি তো বলতে পারেন না কত টাকা নিয়ে স্বাক্ষী দিয়েছেন্