![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার রাজিব আস্তিক না নাস্তিক ছিলেন তা আমি জানিনা আমি জানি শুধু তিনি একজন মানুষ।এবং তাকে হত্যা করা হয়েছে,ফেসবুক এবং ব্লগে এই নিয়ে বেশ মাতামাতি হচ্ছে।কতিপয় ইসলাম ধর্মের অনুসারীরা এই জন্য আলহামদুলিল্লাহ বলছেন,এই জন্য যে উনি নাকি একজন নাস্তিক ছিলেন এবং আল্লাহ, রাসুল এবং ধর্ম নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন ।একজন নাস্তিক মারা গেছে এই জন্য তারা খুব খুশী।আর রাজিবের সহকর্মী শাহবাগের অনুসারীরা বলছে এই কাজ করেছে "জামাত-শিবির"।আমি একটি প্রশ্ন রাখতে চাই আর তা হল,রাজিব কে হত্যা করেছে তা এখনো প্রমানিত হয়নাই।আমি সেইদিকে না গিয়ে কতিপয় ইসলাম ধর্মের অনুসারীদের একটি কথা বলতে চাই আর তা হল,একজন মানুষ নাস্তিক হলেই কি তাকে হত্যা করার কোন অধিকার কোন মানুষের আছে?কিম্বা একজন মানুষ নাস্তিক হলেই কি তাকে হত্যা করার কোন অধিকার ইসলাম বা অন্য কোন ধর্ম অনুমতি দান করে।আপনি যখন এই মৃত্যুকে সমর্থন দিচ্ছেন তখন প্রকারান্তরে আপনি ইসলাম কিম্বা ধর্মীয় মূল্যবোধেরই ক্ষতি করছেন,কারন এতে সমাজের অন্য মতালম্বিরা বলবে এই কাজ তারাই করেছে যারা ধর্মীও মূল্যবোধ লালন করে।তাই শুধু শুধু কেন নিজের পায়ে কুড়াল মারা।কিন্তু এটা কি হতে পারেনা রাজিব কে যারা খুন করেছে তারা ধর্মীয় মূল্যবোধ মোটেই লালন করেনা।হতে পারে তারা কোন গুন্ডা-সন্ত্রাসী।আবার ঠিক তেমনি, শাহবাগের আন্দোলন কারীদেরকেও বলছি আপনারা অন্ধকারে ঢিল না ছুড়ে একটু যুক্তি দিয়ে মুক্ত বুদ্ধির চর্চা করেন,কারন আপনারা কিভাবে জানলেন যে এই কাজ জামাত শিবির করেছে।তাহলে গত এক মাসে যে কইজন জামাত-শিবির মারা গেলো তাদের সবাইকে কি আপনারা হত্যা করেছেন?কারন আপনারা ত একটা স্লোগান সবসময় দেন,"ধর ধর শিবির ধর ধইরা ধইরা জবাই কর"।তাইত ধর্মীয় বাড়াবাড়ি এবং অপবাদ কোনটিই সমর্থন যোগ্য নয়।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
এজাজ আহমেদ বলেছেন: না ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
ফাঁকা মাঠ বলেছেন: কেও যদি একটা মানুষ কে হত্যা করলো সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো এটা ইসলামের কথা। তবে ইসলাম আল্লাহ ও তার রাসুল কেও গালাগালি করার অনুমুতি এবং যারা করে তাদের জন্য কাদার অনুমুতি দেয়না। তার খুনের বিচার হোক চাই কিন্তু তার জন্য আমি ব্যাথিত নই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
বিত্তবান ফকির বলেছেন: nooo.
stop violece
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
বিত্তবান ফকির বলেছেন: আমার ব্লগটি স্থগিত অথবা ব্যান করে দিয়েছে।
আমার আর ব্লগ লিখতে পারছি না।
তাই মতামতেই আমি আমার কথা লিখি।
গতকাল থাবা বার মৃত্যুর খবর পেয়ে আমি সাথে সাথে প্রতিক্রিয়া জানাই।
আর আমার লেখাটি ছিল নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। থাবা বাবা কে যে জামাত-শিবির খুন করেছে এটা শিওর কিভাবে আমরা হই? আমি এই ব্যাপার ব্যাখার করেছি। আর সাথে সাথে নিন্দা জানিয়েছি খুনের।
আমি জামাত শিবির কখনোই সাপোর্ট করি না। ওদের ঘৃণা করি। কিন্ত আমাকে কেন ব্যান করা হল?
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
ফাঁকা মাঠ বলেছেন: সবার উপরে নাস্তিক সত্য তাহার উপরে নাই। নাস্তিক মরলে তখন সবাই বলা শুরু করে সে ইসলাম কে গালি দিলেও সে সবার আগে মানুষ। নাস্তিক মরলে হয়ে যায় মানুষ কিন্তু শিবির মরলেও শিবির বাচলেও শিবির। যেন শিবির যারা করে তারা মানুষ না।তাদের জবাই করার শ্লোগান দিলেও কোন সমস্যা নাই। কারন তারা তো আর মানুষ না। তারা শিবির করে। তাই এখন কবিতা চেঞ্জ করে এইটা করার দাবী জানাই "সবার উপরে নাস্তিক সত্য, তাহার উপরে নাই"
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
আলুভর্তা বলেছেন: আপনি যখন এই মৃত্যুকে সমর্থন দিচ্ছেন তখন প্রকারান্তরে আপনি ইসলাম কিম্বা ধর্মীয় মূল্যবোধেরই ক্ষতি করছেন,কারন এতে সমাজের অন্য মতালম্বিরা বলবে এই কাজ তারাই করেছে যারা ধর্মীও মূল্যবোধ লালন করে।তাই শুধু শুধু কেন নিজের পায়ে কুড়াল মারা।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
অপ্রচলিত বলেছেন: পোস্টে সহমত। আস্তিক-নাস্তিক নির্বিশেষে নরহত্যা নিঃসন্দেহে চরম নিন্দনীয় এবং শাস্তিযোগ্য একটা অপরাধ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
স্বপ্নের মানুষ বলেছেন: সহমত
আশা করি এইখানে লিখবেন
ব্লগ ফোরাম চ্যাট