![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সকাল
এক সুন্দর সকালে,
প্রভাতের লাল সূর্যটা দেখতে চেয়েছিল ওরা,
এজন্যই তো ১৯৭১।
একটি গোলাপ
একটি লাল গোলাপের বাগান,
ছোট্ট শিশুটির খেলার আঙ্গিনা হবে দেখতে চেয়েছিল ওরা,
এজন্যই তো ১৯৭১।
একটি গ্রাম
একটি ছায়া সুনিবিড় গ্রামের,
কৃষান-কৃষানীরা মুখে নবান্নের হাসি দেখতে চেয়েছিল ওরা,
এজন্যই তো ১৯৭১।
একটি দুপুর
একটি কাক ডাকা অলস দুপুরে,
রাস্তার মোড়ে ওই নিরীহ ছেলেটির মুখে খাবার তুলে দিতে চেয়েছিল ওরা,
এজন্যই তো ১৯৭১।
একটি বিকেল
একটি বসন্তের বিকেলে ,
লাবন্যর হাত ধরে অমিত অসীমের পথে যাত্রা শুরু করবে আশা করেছিল ওরা,
এজন্যই তো ১৯৭১ ।
এক সন্ধা
এক মনোরম সন্ধায়,
চায়ের টেবিলে বসে আগামীর স্বপ্ন বুনবে আমার দেশের যুবারা,
এজন্যই তো ১৯৭১।
একটি রাত
একটি কনকনে শীতের রাতে,
কোনো দুখিনি মা শীতের কষ্টে জুবুথুবু হয়ে বসে থাকবে দেখতে চায়নি ওরা,
একটি দেশ
একটি সোনার দেশ,
যে দেশের মানুষের মাঝে থাকবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ় বন্ধন ,
এজন্যই তো ১৯৭১।
একটি পৃথিবী
একটি নতুন পৃথিবী
বিনির্মাণে আমরা নেতৃত্ব দেব সামনে থেকে দেখতে চেয়েছিল ওরা,
এজন্যই তো ১৯৭১।
©somewhere in net ltd.