নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশী

আলুভর্তা

আমি বাইরে কেমন এবং ভেতরে কেমন এটা আমরা প্রায় ভুলে যাই ...

আলুভর্তা › বিস্তারিত পোস্টঃ

"আমরা যতদিন ইসলাম থেকে দূরে থা্কব ততদিন জামাত-শিবির ধর্ম নিয়ে ব্যবসা করবে"

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

জামাতিরা ধর্মব্যবসায়ী ,এরা ধর্মের নামে ইসলাম নিয়ে তামাসা করে,তাই এই জংগি জামাত-শিবিরকে আর ধর্ম নিয়ে তামাসা করতে দেয়া যায়না।এরা দেশের শত্রু,ইসলাম এর শত্রু,এরা সাধারন মানুষ কে ধর্ম নিয়ে ধোকা দিচ্ছে,এরা দেশপ্রেমিক নয়।তাই আসুন জামাত-শিবির কে আর ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ না দিই।নিজেরা নিজ নিজ ধর্ম মেনে চলি।মুসলমান হলে,ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরতে যাই,আল্লাহর কোরান এবং রাসুলের জীবনী মনোযোগ দিয়ে পড়ি।রাসুল যে পদ্ধতিতে রাজনিতি করেছেন আমরাও সেই রাজনিতি শুরু করি। এই আওমিলিগ, বি,ন,পি আর বামদের রাজনিতি বর্জন করি।আর আমরা ইসলাম সম্মত উপায়ে দুনিয়ার সার্বিক জীবন পরিচালনা করার নিয়ত করি।পর্দা মেনে চলি।নিজের দেশকে ভালোবাসি, অন্যায়ের প্রতিবাদ করি-সামর্থ থাকলে হাত দিয়ে,মুখ দিয়ে কিম্বা অন্তর থেকে ।নিজেরা ইসলাম মেনে চলি।কারন আমরা যতদিন ইসলাম থেকে দূরে থা্কব ততদিন ধর্মব্যবসায়িরা ধর্ম নিয়ে ব্যবসা করবে।নিজেরা ইসলাম না জানলে ওরা আপনাকে,আমাকেও ধোকা দিবে।তাই নাম্ মাত্র সমালোচনা না করে নিজেরা সৎ হই।কারন শেষ বিচারের দিন আমার হিসেব আমাকেই দিতে হবে আল্লাহর কাছে।তাই জেগে উঠার এখনি সময়।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: শেষ বিচারের দিন আমার হিসেব আমাকেই দিতে হবে আল্লাহর কাছে।তাই জেগে উঠার এখনি সময়।।

২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

দিশার বলেছেন: ভাই সরিয়াহ আইন চলতেসে এমন কিসু শান্তির দেশ এর নাম বলেন, আমরা অনুপ্রানিত হই .

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

আলুভর্তা বলেছেন: ইসলাম মানার জন্য কি ইসলামি রাষ্ট্র অপরিহার্য ?এটা ঠিক ইসলামের সার্বিক নিয়ম কানুন মানা সহজ হয় যখন রাষ্ট্রের কাঠামোর মাঝে ইসলাম থাকে ।কিন্তু আল কুরআন পড়তে ,রাসুলের জীবনী পড়তে,নামাজ পড়তে সমস্যা কোথায় .।.।।

৩| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

দিশার বলেছেন: কি কন , শান্তির ধর্ম ইসলাম, আর শান্তির রাষ্ট্র দেখাইতে পারলেন না ? আমি বলি কিউস, পাকিস্তান, আফ্গানিস্থান , সুদান, মালি ,সোমালিয়া ....
ই ঈমানের জোর নিয়া পুলসেরাত পার হবেন কেমনে ? ইসলাম কি খালি নামাজ পড়তে বলে নাকি "কায়েম" করতে বলে ? যাকাত দিতে বলে নাকি "আদায়" করতে বলে ? নাকি ইসলামী আইন কায়েম করতে বলে দুনিয়াতে? সেটার জবাব দেন দেখি আগে .

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২

আলুভর্তা বলেছেন: ইসলাম কায়েম হইয়া গেল কিন্তু আমি নিজের জীবনে ইসলাম মানলাম না তাইলে কি হইল ?

৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

মেলবোর্ন বলেছেন: আল্লাহ মানুষকে ততক্ষন সাহাজ্য করেন না যতক্ষন সে নিজের সাহাজ্য করে বা সচেস্ট হয় । আপনার মত আমাদের সকলের আত্বউপলব্ধি হোক আমিন

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১

আলুভর্তা বলেছেন: আমিন

৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

মদন বলেছেন: +

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

আলুভর্তা বলেছেন: আপনাকে ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

শ্রাবণ আকাশ বলেছেন: @দিশার/ কেউ সৎ ভাবে থেকে, অন্যর কোন ক্ষতি না করে নিজের ধর্ম পালন করতে চাইলে তাতে তো কারো সমস্যা হওয়ার কথা না। এইটা করতে গেলে যদি কেউ হুবহু ধর্মগ্রন্থ ফলো নাও করে তাতেও আল্লাহ ভগবান ঈশ্বর মাইণ্ড করবেন বলে মনে হয় না। এইটা একটা ব্যক্তিগত উপলব্ধি।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

আলুভর্তা বলেছেন: "অন্যর কোন ক্ষতি না করে নিজের ধর্ম পালন করতে চাইলে তাতে তো কারো সমস্যা হওয়ার কথা না"

৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

নিজাম বলেছেন: ভাইজান, লক্ষ-কোটি কথার এককথা বলেছেন। এই কথার উপর কোন কথা নাই। আসুন আমরা সবাই ইসলাম ধর্ম মেনে চলি, জামাত-শিবির অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

আলুভর্তা বলেছেন: আপনার সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ ।অনুপ্রেরনা পেলাম।

৮| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

দিশার বলেছেন: @শ্রাবন ভাই , আপনার কথা তাত্ত্বিক ভাবে আমি একমত,

কিন্তু কোনো উদাহরণ পাই না যে, কোনো গোষ্টি কারো ক্ষতি না করে ধর্ম পালন করে যাচ্ছে ...

৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

হাসি .. বলেছেন: নামটাই এমন নিলেন, যেটা আমার খাবারের প্রিয় একটা।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

আলুভর্তা বলেছেন: আপনার নামটাও এমন যে আমার হাসি পাচ্ছে।যাই হোক আলুভর্তা আমার ও প্রিয় খাবারের তালিকায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.