![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বল বীর বল চির উন্নত মম শির"
কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী চলে আসল আবার ।কাজী নজরুল ইসলাম যাকে সবাই আমরা এক নামে বিদ্রোহী কবি হিসেবেই চিনি।কবিতা লিখেই তিনি মূলত খ্যাতি অর্জন করেছিলেন।তার কবিতায় আগুন ধরে যেত সমকালীন অপরাধীদের মনে।তার লিখার ঢং ছিল অন্যরকম।লেখায় আরবি ফার্সি ভাষার ছড়াছড়ি।খুব বেশি আগ্রহ আর ভালবাসা না থাকলে তার কবিতা পড়ে মজা পাওয়া যাবেনা।তাছাড়া তার কবিতার মান অনেক উচ্চ মার্গেরও বটে সুধিজনের ভাষ্য।আমাদের মত সাধারন পাঠকদের জন্য বেশ কঠিনই বটে।
কিন্তু কাজীর লেখনী শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি;ছোটগল্প ,উপন্যাস এবং প্রবন্ধ আর কত কি। আমরা যারা বাংলাদেশী, আমরা যদি আমাদের শেকড়কে জানতে চাই,তাহলে আমি মনে করি আমাদের অন্তত কাজী নজরুল এর প্রবন্ধগুলো অন্তত পড়ে ফেলা নেয়া উচিত।কেউ তার প্রবন্ধগুলো পড়ে স্থির থাকতে পারবেনা আমি এটা হলফ করে বলতে পারি,সে শুয়ে থেকে পড়লে বসে যাবে, আর বসে পড়লে দাড়িয়ে যাবে।
তার লেখার পরতে পরতে নতুন জীবনের সন্ধান পাওয়া যায়,ছড়িয়ে ছিটিয়ে থাকে জীবনকে নতুন করে সাজানোর অলংকারাদি।তার প্রবন্ধ গুলোতেই মূলত তার ব্যাক্তিগত চিন্তা আর দর্শনের দেখা পাওয়া যায়।এই জগত ,দেশ, মানুষ,জীবন সম্মন্ধে তার চিন্তা ধারা ছিল আধুনিক।জীবনে ধর্মের প্রয়োজন সম্পর্কে তার ধারনা যে কত স্পষ্ট তা ভাষায় প্রকাশ করা যাবেনা।তথাপি তিনি "লাল"দের প্রিয় "নীল "দেরও প্রিয়।
কিন্তু কেন জানি মনে হয়,জাতীয় কবির বিভিন্ন সৃষ্টি সম্পর্কে, তার লেখনি আমাদের অনেকেরই পড়া হয়ে উঠেনি।এর জন্য অবশ্য এই জাতিরও দোষ না দিয়ে পারা যায়না। তার লেখনি আর চিন্তা ধারনা ছড়িয়ে দেবার ক্ষেত্রে সবাই কেন জানি এক রহস্যজনক আচরণ করে আসছে অনেক আগে থেকেই।যে মানুষটি সারাটি জীবন এই দেশ এই জাতি এই মাটির মানুষদের শির উঁচু রাখার জন্য চেষ্টা করতেন আর তাকে আমরা কিনা আজ কিছু অনুষ্ঠান আর দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। বুঝিনা এরা ভয় আসলে কাকে পায় কাজী নজরুল কে?নাকি তার চিন্তা আর লিখনিগুলোকে?
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
আলুভর্তা বলেছেন: নজরুলের এই চেতনাই বাংলাদেশের চেতনা।
আমাদের স্বাধীনতার চেতনা।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহীসৌরভ বলেছেন: "কিন্তু কেন জানি মনে হয়, তার লেখনি আর চিন্তাধারা ছড়িয়ে দেবার ক্ষেত্রে সবাই কেন জানি এক রহস্যজনক আচরণ করে আসছে অনেক আগে থেকেই।"
আমি নিজেও অনেক ভেবেছি বিষয়টা নিয়ে ।আমার মনে হয় আমাদেরকেই এগিয়ে আসতে হবে ।
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
আলুভর্তা বলেছেন: হা আমাদের এগিয়ে আসতে হবে
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সিফাত৬৯ বলেছেন: ডাউনলোড করুন
বলেছেন: হারানো হিয়া
কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি ।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলীণ ফুলদ্বয়
বৃথাই সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী ।
এলে অবেলায় পথিক বেভুল
বিদিছে কাটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী ।
বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।
-পলাশ এন্ড ফ্রেন্ডস
৪| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
আলুভর্তা বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রদানের জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুলের এই চেতনাই বাংলাদেশৈর চেতনা।
আমাদের স্বাধীনতার চেতনা।
কিন্তু কিছু ঘটির হাতে পরে চেতনার বিকৃতি ঘটে আজ ৯০ ভাগ মুসলমানের দেশে তারা যেন ম্লেছ! পরদেশী!
আর অহেতুক ইস্যুর জন্য সাজানো হাহাকার!! মায়া কান্না!!!
নজরুলকে জাতীয় ভাবে ধারনে অনীহাতো প্রকট বটেই। তাতে যে তাদের মিথ্যার প্রাসাদ খসে যায়!
অবশ্যই তার চিন্তা আর লেখনিকে তাদের ভয়। ভীষন রকম ভয়!!!!