নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশী

আলুভর্তা

আমি বাইরে কেমন এবং ভেতরে কেমন এটা আমরা প্রায় ভুলে যাই ...

আলুভর্তা › বিস্তারিত পোস্টঃ

"এক মজলুম হিন্দু ভাইয়ের আর্তনাদ"

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

আমার খুব কাছের এক বন্ধু,সে হিন্দুধর্মে বিশ্বাসী।একবুক হতাশা নিয়ে সে আজ আমায় বলল, “আর ভালো লাগেনা,দেশের যে কি অবস্থা শুরু হয়েছে-কদিন বাদে বাংলাদেশে হিন্দু-মুসলিম যুদ্ধ শুরু হয়ে যাবে”।



আমি বললাম, কেন হঠাৎ এই কথা ?



কি দেখনা?দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে,অনেকে তো ইতিমধ্যে ইন্ডিয়া চলে গেছে।আমি তাকে বললাম, “আচ্ছা তোমাদের বাড়িঘর ঠিক আছে তো? বাবা-মা,আত্মীয়-স্বজন”।সে জবাব দিল, হ্যাঁ। আমাদের বাড়ির এক কিলোমিটার জায়গার ভেতর এখন পর্যন্ত কোন সমস্যা হয় নাই,তারপরও লোকজন রাত জেগে পাহারা দেয়।



আমি তাকে বলার চেষ্টা করলাম “আসলে একটি বিশেষ মহল-যারা কিনা দেশের ভালো চায়না-তারাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য জামায়াত-শিবির তথা ইসলামী দলগুলোর এর উপর দোষ চাপানোর নিমিত্তে পরিকল্পিত ভাবে এই হীন কাজ করে যাচ্ছে"।।



আমি কিছু বলব,হঠাৎ আমার সেই হিন্দু বন্ধুটি বলতে লাগলো,যতদিন এক জামায়াত নেতা বেঁচে ছিল,ততদিন আমাদের এই এলাকায় হিন্দুদের উপর কোন আক্রমন হয় নাই,উনি তো এখন বেঁচে নেই তাই আমরা একটু চিন্তায় আছি।বাবার কাছে শুনেছি ১৯৭১ সালে ঐ জামায়াত নেতাই জীবন বাজি রেখে আমাদের আগলে রেখেছিলেন।আমি বললাম কি বলছো জামায়াত নেতা?? যাদের বিরুদ্ধে ১৯৭১ সালে কিনা এই অভিযোগ... বন্ধুটি বলল,হ্যা তিনি তার নিজের জীবন বাজি রেখে আমাদের রক্ষা করেছিলেন বাপ- দাদার কাছ থেকে তো এই কথায় শুনে আসলাম।



সত্যি বলতে কি একজন হিন্দু বন্ধুর কাছ থেকে কোন জামায়াত নেতার এধরনের আত্মত্যাগের বর্ণনা শুনে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম।জামায়াত-শিবির এর আদর্শিক রাজনীতির উপর আমার ব্যাক্তিগত বিশ্বাসের জন্য নয় বরং একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষুত ভূখণ্ডে অমুসলিমরা প্রত্যেকটি মুসলিম নাগরিকের কাছ থেকে প্রত্যাশা করতেই পারতো এমন ধরণের আচরণ।কিন্তু অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাই,একটি নির্দিষ্ট আদর্শিক দলের দুতিয়ালি করতে হচ্ছে-তার একটাই কারন বাংলাদেশের একটি বিশেষ মহল এই নির্দিষ্ট আদর্শিক দলকে এই অপবাদে সবচেয়ে বেশি দায়ী করার অপচেষ্টা চালাচ্ছে।তারা দাবি করছে,জামায়াতে ইসলামী তথা ধর্মভিত্তিক ইসলামী দলসমূহ বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়। তারা ইসলামের নামে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়।।



বাংলাদেশের পাশে বিশাল হিন্দু রাষ্ট্র “ভারত”।ভারতকে ক্ষেপিয়ে তুলে এরা কার স্বার্থ উদ্ধার করতে চায় আমি জানিনা।হিন্দু ভাইয়েরা তোমরা আমাদের ক্ষমা করো,সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি হিসেবে সত্যিই আমরা আজ লজ্জিত,আমরা তোমাদের অধিকার আদায় করতে পারছিনা।নষ্ট রাজনীতির যাঁতাকলে পড়ে তোমরা আজ লাঞ্ছিত হচ্ছো।তবে বৃহৎ দুই রাজনৈতিক দল দুটিকে আমি খুব বেশি দোষ দেবনা,দোষ দেব আমি-ঐ জামায়াতে ইসলামি সহ অন্যান্য ইসলামী দলসমূহকেই।ইসলামের সৌন্দর্য বাস্তবায়ন করার রাজনীতি যারা করে,তারা আসলে পারেনি তোমাদের কাছে ইসলামের বাস্তব কল্যাণধর্মী আচরণ তুলে ধরতে।তোমাদের কাছে তাই এই বাংলার সকল মুসলিম ভাইবোনের পক্ষ থেকে একটি অনুরোধ।তোমরাও আমাদের পাশে এসে দাড়াও,সত্যকে এই জগতের সামনে তুলে ধর।হাজার বছরের মায়া-মমতায় ভরা এই অসাম্প্রদায়িক জনপদকে রক্ষা কর।শুধু জামায়াতে ইসলামীর ঐ একজন নেতা কেন, কোন সত্যিকার মুসলিম নাগরিক তোমাদের বিন্দুমাত্র অধিকার হরণ করবে না এই কথায় বিশ্বাস রাখ।আজ যারা তোমাদের গায়ে আগুন দেয়,বাড়িতে আগুন দেয় এদেরকে যে ঐ ইসলাম ধর্মও মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে তুমি হয়ত জাননা।তোমাদেরকে যারা ঐ আতঙ্কের গল্প শুনিয়ে শুনিয়ে কান ভারি করে দিয়েছে তাদের কানে কানে তোমরা এই সত্যকে তুলে ধর।গত ৪৩ বছরে হয়ত ঐ একজন মুসলিমকে তোমরা দেখেছ তোমাদের পাশে এসে দাঁড়াতে কিন্তু আজ চেয়ে দেখ লক্ষ মুসলিম তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে।তোমরা আমাদের বিশ্বাসটুকু কর।তোমরা তোমাদের ভারতের হিন্দু ভাইদেরও এই সত্য তুলে ধর।আমাদের সাথে সুর মিলিয়ে চিৎকার করে বল, “সত্যিকার মুসলিম পারেনা কক্ষনো অন্যায় করতে,আজ যারা আমাদের সাথে অন্যায় করছে তারা আসলে দেশের শত্রু,ধর্মের শত্রু।আর তাই এসো,ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি সেই নষ্টদের বিরুদ্ধে।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

জনাব মাহাবুব বলেছেন: সত্য বললে এখন গলা চেপে ধরা হয়, তাই সত্য বলতে মানা :( :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

আলুভর্তা বলেছেন: কি আর বলব ভাই,আমার এই লিখাটা মুছে দেয়া হয়েছিল।।জানিনা কতক্ষন থাকেন।সত্য ছড়িয়ে দিন।মুছে যাক মিথ্যার দম্ভ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

দাদা- বলেছেন: বিবেক ই হলো সব থেকে বড়ো শিক্ষক । তারমতো বড়ো শিক্ষক আর কেউ নাই ।
সাম্প্রদায়িকতা সমাজে এক মারাত্মক ব্যাধি । এব্যাধিতে যার আক্রান্ত তাদের সুখ কোনদিন ই হয় না। যার বিবেক,উপলব্ধি আপনা থেকে আসে না আমি আপনি বুঝিয়ে তাদের বিবেক কে জাগাতে পারবো না। পারিবারিক সুশিক্ষা-সুরুচির আওতায় থাকলে জন্মথেকেই তা হৃদয়ে গেঁথে থাকে, তাতেই তার দৃষ্টি-ভন্গিও বদলে যায় । সে হয় সম্যকদর্শী । বিবেকবান। আজকের দিনে এমন মানুষই চাই ।

মানুষ কে যারা মানুষ বলে ভাবতে শেখেনি....শুধুমাত্র জাতি ধর্মের বিভেদের জালে ফেলে দেখেছে সেই সব মানুষদের গলায় দরি নিয়ে মরা উচিত ।
যারা এভাবে দুর্বল অসহা্য় মানুষদের আঘাত করে তারা কি জামাত কি হার্মাদ কি সামাদ যেই হোক আমি কাউকেই মানুষ বলে মনে করি না । ওরা নরপশু,লুন্ঠনবাজ,বর্গী,ঠগবাজ, হারাম। সমাজের নোংরা-আবর্জনা মাত্র ।
আমি এখানে শুধু হিন্দু-মুসলীম নয় ভাই। নিরীহ,গরীব,দুর্বল অসহা্য় মানুষদের কথা বলছি যারা নিপীড়িত, অত্যাচারিত,অবহেলিত মানুষদের কথা। এখানে হিন্দু মানে - ভারত আর মুসলীম মানে বাংলাদেশ বলছি না ভাই।
ইহকালের পাপ কর্মের ফল পরকালে তাদের পেতেই হবে - এটা নিশ্চিত ।
বন্ধ হোক হিংসা-তান্ডব লীলা, বন্ধ হোক খুন-খারাপি, চুরি-ছিনতাই, মা-বোনেদের ইজ্জত কাড়াকাড়ি ।
"সমাজে বসবাস করে আমরা আমাদের প্রতিবেশী, পাড়া-পড়শীদের রক্ষা করতে পারছি না.. তাকিয়ে তাকিয়ে দেখছি, কিছু না প্রতিবাদ করে চুপ করে শয়তানদের প্রশয় দিচ্ছি, ওদের সাথে আমরাও কম দোষী নই। আমরাই আবার নির্বাচন করে তাদের ক্ষমতায় বসাচ্ছি। এসব করলে তো চলবে না ভাই। সকল প্রতিবাদীদের একত্র করে রুখে দাঁড়াতে হবে । ছুড়ে ফেলতে হবে তাদের আশ্রয়দানকারী শাসকশ্রেণীকে। গড়ে তুলতে হবে জনমত, বড়ো আন্দোলন ।

যারাই হোক না অপরাধী সেই অপরাধীদের এই জঘন্য অপরাধের কঠোর শাস্তি দাবী জানাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

আলুভর্তা বলেছেন: "ছুড়ে ফেলতে হবে তাদের আশ্রয়দানকারী শাসকশ্রেণীকে। গড়ে তুলতে হবে জনমত, বড়ো আন্দোলন "।ঠিক বলছেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

আলুভর্তা বলেছেন: "ছুড়ে ফেলতে হবে তাদের আশ্রয়দানকারী শাসকশ্রেণীকে। গড়ে তুলতে হবে জনমত, বড়ো আন্দোলন "।ঠিক বলছেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে সমস্যা হলো মানবিকতা বোধ আমাদের দিন দিন লোপ পাচ্ছে। তানা হলে কী করে একজন মানুষ তার প্রতিবেশীর এত সর্বনাশ করতে পারে? যার সংগে সকালে দুপুরে সন্ধায় দিন রাত ২৪ ঘন্টা দেখা হয় কথা হয় গল্প হয় গুজব হয় চা হয় নাস্থা হয় তাকে কী করে এমন কষ্ট দিতে পারি?


সবচেয়ে বড় কথা হলো আমাদের মানবিকতায় ঘুণ ধরেছে? তবে প্রশ্ন হলো এই ঘুণ মারবে কে?

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

আলুভর্তা বলেছেন: এই ঘুনের পরিমান কম। নিজ নিজ জায়গা থেকে তাদেরকে আশ্বস্ত করতে হব।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

উপপাদ্য বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: সত্য বললে এখন গলা চেপে ধরা হয়, তাই সত্য বলতে মানা :( :( :(

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

রাজ হাসান বলেছেন: আমি বিশ্বাস করি যে এই দেশে কখনও হিন্দু মুসলমান যুদ্ধ হবে না।কিন্তু এইও বিশ্বাস করি সকলেই এই সাম্প্রদায়ীকতা নিয়ে যথেচ্ছ রাজনীতি ইতি পূর্বে করেছে এখনও করতেছে।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

আলুভর্তা বলেছেন: জি আপনার সাথে আমিও একমত।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

HHH বলেছেন: যুদ্ধ যদি হয় তাহলে হিন্দু আর মুসলিম একসাথে মিলে যুদ্ধ করবে সেই অপশক্তির বিরুদ্ধে যা তাদের একে-অন্যের বিরুদ্ধে উস্কে দিয়েছিল

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

আলুভর্তা বলেছেন: ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি সেই নষ্টদের বিরুদ্ধে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.