নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমানায় অসীম

সহজ সরল সমান

এমাজ আরেফিন

আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।

এমাজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

“ঘাটু চাবি টা দে”

বলা মাত্র চাবির গুছাটা প্যান্টের পকেট থেকে বের হয়ে এল। বুঝতে একটু সময় লাগল। আসলে চাবির গুছাটা সবসময় তার সাথেই থাকে। সাইকেল, রুম, লকার সহ মোট চারটা চাবি গুছাটাতে। চাবিগুলো সে রিঙ সহই দিয়ে দিল। ভাবছিলাম হয়ত লকারের চাবিটা চেয়েছি নতুন রুমম্যাটের জন্য খালি ওইটাই দিবে। কিন্তু বাকি চাবিগুলো দিয়েও আর তার কোন কাজ নেই। সবগুলো চাবিই সে দিয়ে দিল। যে চাবিগুলো সবসময় সাধারণ ছাত্রের ন্যায় পকেটে রাখে, সে চাবিগুলো আর তার লাগবে না! খালি একটা কথাই বলল ভাইয়া lifeta hell হয়ে গেল রে।



রাজনৈতিক কারণে সে একমাস ধরে হল ছাড়া। আমি কোন রাজনৈতিক দল সমর্থন করি না।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রত্যেকটা ছেলে কেন হলে থাকতে পারে না?

দল ক্ষমতায় থাকলে লীগ বাইরে শেষমোড়-ওয়াপদাতে থাকবে, আর লীগ ক্ষমতায় থাকলে দল বাইরে থাকবে, এ কেমন রাজনীতি আমাদের??

আমরা কি সবসময় একমত হয়ে রাজনীতি করতে পারি না???

আমরা কি সবসময় একসাথে থাকতে পারি না?

দুইবছর একসাথে থাকলাম আর রাজনীতির জন্য বন্ধু হল হলছাড়া, হল শত্রু!!!

হায়রে রাজনীতি!!!!

Fuck U বাংলাদেশী politics.

ইসমাইল, অঝি, আমার ফ্লোরম্যাট খোকা ভাই লীগের নেতা, আরও অনেক বন্ধু-বড় ভাই যারা হলছাড়া তাদের সবাইকে সত্যিই অনেক অনেক মিস করি। ভাল থেক সবাই আমার সাধ্য থাকলে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.