নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমানায় অসীম

সহজ সরল সমান

এমাজ আরেফিন

আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।

এমাজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

শাহিনা সাভার ট্রাজেডি

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

তোমায় সালাম/Great salute এই কথাটুকু বললে কিছুই হয় না।



নারীর মর্যাদা যে কেন এত বেশি আমার ২২ বৎসরের জীবনে আজ মনে হয় কিছুটা বুঝতে পেরেছি।



পেটের দায়ে, স্বামী-সন্তানের মুখে ভাত তুলে দেয়ার জন্য, ভাঙ্গা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শাহিনার মত কাজ করে অনেকেই।

আজীব, তাকে যে পথে সিলিং চাপা থেকে উদ্ধার করতে হবে সে পথে তাকে কাপড় খুলতে হবে, তার বের হওয়া উচিৎ, চাইলেই সে বের হতে পারে, কিন্তু নারী লজ্জার কারণে প্রথমে সে বের হতে অস্বীকৃতি জানায়।

এই লজ্জার কি মূল্য দেব আমরা???

এই পরীক্ষায় তাকে মূল্য দিতে হয়েছে, পুড়তে হয়েছে বিল্ডিং কাটার সিলিন্ডারের আগুনের ফুলকিতে।

এইবার আবার তাকে বের করা যাবে কিন্তু স্তন কাটতে হবে, অনুমতি চাওয়া হল। তার উত্তর "আমার দের বছরের বয়সের একটা ছেলে আছে, বুক কেটে ফেললে আমার বাচ্ছা খাবে কি?"

মৃত্যুপুরী শুধু মায়ের মুখখানি বাদে বাকি শরীরটুকু গ্রাস করেছে। এই মুখখানি থেকে যে বাণীটুকু উচ্চারিত হয়েছে তার ছেলের জন্য,

"কি মূল্য দিব এই মাতৃত্বের???"

পৃথিবীর সুন্দরতম শব্দগুচ্ছ ব্যবহার করলেও এই মাতৃত্বের, এই নারীত্বের বিন্দুমাত্রও প্রকাশ করা যাবে না। আমি কিছু বলতেও চাই ন, আমি বাকরুদ্ধ, শুধু এইটুকু বুঝতে পারছি আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.