![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।
বুঝতেছি না কোন দেশে আছি, এইটা কি আর্জেন্টিনা, ব্রাজিল নাকি হনুলুলু? আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা মোটামোটি দুইতালা-দশতালা বাসার ছাদ থেকে শুরু করে টিনের চাল এমনকি গাছের ডালে ডালে লাগিয়ে রেখেছে সবাই। কেন ভাই আমাদের দেশও তো ক্রিকেট খেলে কয়টা পতাকা থাকে তখন টিনের চালে?? কয়টা পতাকা থাকে স্টেডিয়ামে?? প্রত্যেকের কাছেইতো একটা করে পতাকা থাকা উচিৎ, দেখা যায় দু চারজন বাঘের পোশাক পরে পতাকা নিয়ে চিল্লাফাল্লা করে আর বাকি সবাই মনোযোগ দিয়ে খেলা দেখে হা-হুতাশ করে, সমালোচনা করে, যদি খেলা শেষে জিতে যায় তবে যে পতাকা নিয়ে এসেছিল তারটা নিয়ে টানাহেচড়া শুরু করে ক্যামেরায় পোয দেয়ার জন্য। আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস গুলোর তুলনায় এখনকার পতাকা ব্যবসার অবস্থা কেমন একজন দর্জিকে জিজ্ঞেস করুন টের পাবেন।
পতাকা ব্যাবহারের যে আইন আছে এটা কি জানেন না?? নিজ দেশীও পতাকা ছাড়া ভিনদেশীও পতাকা প্রদর্শন করা রাষ্ট্র অবমাননায় পরে কিনা এবং এর শাস্তি আছে কিনা এ সংক্রান্ত আইন দেখে নেয়ার অনুরোধ জানাচ্ছি।
এগুলো বলার জন্য আমি আতেল হয়ে গেলাম, হা আমি আতেলই হয়ে গেলাম কারণ কিছুক্ষণ আগে একটি ডকুমেন্টারি দেখলাম, দেখলাম যে প্রকৃতিও মানুষের মত নিষ্ঠুর যদিনা মানুষের বিবেকবোধ থাকে, আপনি আমি বিজাতীও পতাকা বানিয়ে দেশের টাকা,সম্মান,সময় নষ্ট করছি আর দেখুন দোউলতদিয়ায় একজন পতিতার জীবন বৃত্তান্ত। যদি আপনার বিবেক আপনাকে নাড়া না দেয় তবে আমার আর কিছু বলার নাই।
(বিদ্রঃ এই ভিডিওটি আমার না, মাসুদ আখন্দ ভাইয়ের ভিডিও, তাকে আমি লাখো কোটি সালাম জানাই, এটাতে অশ্লীল কোন দৃশ্য নাই সবাই মিলে একসাথে দেখতে পারেন)
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=UmaG_3iiyS0
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৩
এমাজ আরেফিন বলেছেন: সকাল ভাই চলেন আপনি আর আমি, আমরা দুইজন শুরু করে দেই, ধন্যবাদ।
২| ২৮ শে মে, ২০১৪ ভোর ৫:৫৪
অবিবাহিত ছেলে বলেছেন: লেছেন: হুজুগে বাঙ্গালী বলে একটা কথা আছে না । আসলে দুধের স্বাদ বুড়িঙ্গার পানিতে মেটানো আরকি.. । আমরাতো আর খেলতে পারছি না তাই সব দেশই আমরা সাপোর্ট করতে পারি । আমার মনে হয় খোদ আর্জেটিনায় তাদের পতাকা নিয়ে এতটা বাড়াবড়ি নেই যতটা আছে এই বঙ্গদেশে । আসলে এতে আমাদের দেউলিয়াপনাই ফুটে উঠে।
আমার এই পোস্টটা আপনার কাটা গায়ে নুনের ছিটা দিতে পারলে কিঞ্চিত খুশি হইব
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৭
এমাজ আরেফিন বলেছেন: অবিবাহিত ভাই আপনি আমার একদম মনের কথাগুলো লিখেছেন আপনার লিখায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ২:৫৮
সকাল হাসান বলেছেন: এখন অনেকেই ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা লাগানো দেখে বলছে - বাংলাদেশের ক্রিকেট খেলার সময় তো কেউ লাগায় না।
এখন আমার প্রশ্ন - এখন দেশের পতাকা না লাগানোয় ক্ষুব্ধ হচ্ছেন কিন্তু বাংলাদেশে যখন টি২০ বিশ্বকাপ হল - তখন কয়জন বাংলাদেশের পতাকা লাগানোর জন্য উৎসাহিত করেছিল!!!!!!!
এখন বলা হতে পারে, নিজ দেশের পতাকা লাগানোর জন্য কি আরেকজনের উৎসাহ লাগবে কেন?
উত্তরটা সোজা - আমাদের দেশে কাউকে উৎসাহ না দিলে কেউ কিছু করে না।
একজন দুইজন যা করবে - তার দেখাদেখি বাকিরাও তাই করবে।