|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাদের দেশে অনেক মানুষ অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করে চলছেন
শুধু মাত্র বেঁচে থাকার জন্য ।অনেক সময় নিজের ব্যক্তিগত সয়সম্পতি,অর্থ কড়ি,টাকা পয়সা যা থাকে সেটা ব্যয় 
করেও চিকিৎসা খরচ সামলানো দায় হয়ে যায়,আর সে কারনে শেষ মুহুর্ত পযন্ত রোগীকে বাঁঁচানো সম্ভব হয়না।
আবার কারো কারো ক্ষেত্রে এমনো হয় যে অনেকদিন যাবত রোগ নিয়ে ভোগছেন ডাক্তার রোগ ধরতে পারেননি,
কিন্তু যখন রোগ ধরা পড়লো তখন দেখা গেল রোগটা খুবই মারাক্ত বা জটিল রোগ,আর সেই রোগের চিকিৎসা 
অনেক ব্যয়বহুল কিন্তু রোগীর কাছে বা রোগীর পরিবারের কাছে অত ব্যয়বহুল চিকিৎসা করানোর মত কোনো টাকা
পয়সা থাকেনা আর তখন শুধু মাত্র চিকিৎসার খরচের অভাবে অকাল একটা মানুষের জীবন চলে যায় ।আসলে 
ব্যয়বহুল বলতে কত টাকা ? হতে পারে এককোটি বা দুই কোটি এর বেশি হওয়ার কথা নয় । অথচ বাংলাদেশে 
কত হাজার লক্ষ কোটি টাকা দুরনীতি খাদে চলেযাচ্ছে তার সঠিক হিসেব কারো জানা নাই ।আর সামান্য এক,বা দুই
কোটি টাকার জন্য কত মানুষ চিকিৎসা না করাতে পেরে মরে যাচ্ছে তারও কোনো হিসেব নাই । যেমন ব্লগার সাজি 
আপার স্বামীর চিকিৎসার বিষয় চিকিৎসা ব্যয় অর্থ সহযোগিতা চেয়ে একটা পোস্ট দিয়েছেন,এখানে উনি,সাজি আপা
যে খরচের হিসাব দিছেন তাতে আমার ধারনা ভুল না হলে মনে হয় এককোটি টাকার মত লাগবে,আর এই পুরো
টাকাটা চাইলে আমাদের দেশের সরকারি তহবিল থেকেই দেয়া সম্ভব ।তাই মাননীয় অর্থ
মন্ত্রীর কাছে একটা আবেদন রাখলাম, দয়া করে আমাদের আবেদনটা একটু বিবেচনা করে দেখবেন ।    
আগামি বাজেটে অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার একটা এক্সটা বাজেট চাই,
পাশাপাশি সাজি আপার স্বামীর চিকিৎসা করাতে যে এককোটি টাকা লাগবে সেটাও চাই এটা আমাদের দাবী।
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৪৪
২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আবেদন যদি পাশ হয় তাহলে অধিকার আদায়ও হবে । ধন্যবাদ ।
২|  ২০ শে জানুয়ারি, ২০২০  ভোর ৪:৩১
২০ শে জানুয়ারি, ২০২০  ভোর ৪:৩১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: এক্সট্রা বাজেট হলেই যে তা যথাযথ মানুষের কাছে পৌঁছাবে সেটার নিশ্চয়তা ই বা কতটুকু। যেমন ধরুন, শিল্পীদের জন্য দশ লক্ষ টাকার চেক প্রদানের খবর কয়দিন কয়দিন পরপর ই আমাদের সামনে আসে। এমনও শোনা যাচ্ছে যে, অনেকেই নাকি প্রকৃত অভাবী না হয়েও তা নিচ্ছেন।
  ২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৪৯
২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা দেখে ও সব পরীক্ষা নিরিক্ষা করে দিতে হবে ।যে অসহায় হত দরিদ্র সেই যেন তার প্রাপ্য সহযোগিতা পায় সেরকম আইনি ব্যবস্থা করতে হবে ।
৩|  ২০ শে জানুয়ারি, ২০২০  ভোর ৪:৩৩
২০ শে জানুয়ারি, ২০২০  ভোর ৪:৩৩
চাঁদগাজী বলেছেন: 
এগুলো সমাধানের উপায় হলো, আধা-সরকারী হেলথ-ইন্সু্যরেন্স চালু করা।
  ২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৫১
২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ওস্তাদ । তা ছাড়া কোনো উপায় দেখিনা ।
৪|  ২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৭:১৬
২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৭:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি বাংলাদেশকে কোন ধরণের রাষ্ট্র হিসাবে দেখতে চান ?  অসহায় দরিদ্রদের চিকিৎসা ফ্রি করতে গেলে একটি পুঁজিবাদী রাষ্ট্রকে কিছুটা আপস করতে হয় কিছু কিছু সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে - হতে হয় কল্যানমুলক রাষ্ট্র যেমন বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, ইত্যাদি | এরা সবার জন্য কল্যানমুলক অনেক কর্মসূচি গ্রহণ করে যার মধ্যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অন্যতম | কিছু কিছু রাষ্ট্রে কোন দল ক্ষমতায় যায় তার উপর নির্ভর করে সরকার সাধারণ মানুষের জন্য কতটুকু কল্যানমুলক কর্মসূচি গ্রহণ করবে | যেমন কানাডায় লিবারেলরা কনজার্ভেটিবদের তুলনায় কল্যানমুলক কর্মসূচিতে অধিক সাবসিডি প্রদান করে | আবার কিছু রাজতান্ত্রিক দেশও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে যেমন ব্রূনাই ও বাহরাইন |
বাংলাদেশ, ভারত সহ অনেক দেশই সমাজতান্ত্রিক ধ্যানধারণা থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে চরম পুঁজিবাদী রাষ্ট্র হওয়ার প্রতিযোগিতায় নেমেছে | বর্তমানে এই সকল দেশে যতটুকু স্বাস্থ্য ও শিক্ষায় সরকারের কন্ট্রিবিউশন আছে ভবিষ্যতে ততটুকুও থাকবে বলে মনে হয় না |
  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১০
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরকার চাইলে এবং সত ইচ্ছেে থাকলে সব পারে।
৫|  ২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: বাজেট বা বরাদ্দ ভালই হয়। কিন্তু শেষমেষ এই বাজেট অসৎ লোকের পকেটে ঢুকে। 
তাই বলতে হবে যে বাজেট হবে সেই বাজেট যেন যথাযথ কাজে লাগে।
  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১২
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে আমি সহমত গুরু ভাই।
৬|  ২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪২
২০ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪২
নতুন বলেছেন: আসলে ব্যয়বহুল বলতে কত টাকা ? হতে পারে এককোটি বা দুই কোটি এর বেশি হওয়ার কথা নয় । 
১ বা ২ কোটি টাকা হাসপাতালের লাভ সহ, তাই আসল খরচাটা খুব বেশি না। 
যদি সরকারি ভাবে সবার জন্য স্বাস্হসেবা নিশ্চিত করা যায় তবে সরকার ঔষুধ উতপাদনের দামে ক্রয় করবে তাই খরচা খুবই কম হবে। 
দেশে শিক্ষা আর চিকিতসা সেবা সবার জন্য নিশ্চিত করা দরকার। সরকার চেস্টা করলে সম্ভব।
  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১৬
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশে শিক্ষা আর চিকিতসা সেবা সবার জন্য নিশ্চিত করা দরকার। সরকার চেস্টা করলে সম্ভব।
 
 ভাই আপনার এই কথাটা ফেলে দেবার নয়,আমিও আপনার সাথে একমত । কিন্তু এখন ধীরে ধীরে দেশের অর্থ সম্পদ
সব চলে যাচ্ছে দুষ্ট লোকদের হাতে । এগুলো ঠেকানো প্রয়োজন ।
৭|  ২০ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০০
২০ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০০
পদ্মপুকুর বলেছেন: ......তারপর সেই বাজেটের টাকা বরাদ্দ হবে মন্ত্রী-এমপি-নেতৃবৃন্দ ইত্যাদি ইত্যাদির নামে। তারাইতো এসব ক্ষেত্রে সবচে বেশি দরিদ্র হিসেবে প্রতিপন্ন হয়।
  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১৯
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথাটা খারাপ বলেন নাই, সম্ভব হলে তারা ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসতে মনে হয় দ্বিধাবোধ করতেন না।
৮|  ২২ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৮
২২ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,
দোআ রইলো,জাতির পিতার কন্যা,জাতির মাতা,জন নেত্রী,গরিব দুখির বান্ধব,বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ নাসিনা সরকার
যেন আপনার উপস্থাপন করা বাজেট পাশ করেন আগামি বাজেটে ।
  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:২১
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১২:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২০  রাত ২:০০
২০ শে জানুয়ারি, ২০২০  রাত ২:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবেদনে অধিকার আদায় হয় না।