নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমার মাটির গাছে লাউ ধরেছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১২


আমার মাটির গাছে লাউ ধরেছে,
আমার মাটির গাছে লাউ ধরেছে,
লাউ যে বড় সোহাগী, সোহাগী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
আমার মাটির গাছে লাউ ধরেছে,
আমার মাটির গাছে লাউ ধরেছে,
লাউ যে বড় সোহাগী, সোহাগী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।

বৈরাগীকে বললাম আমি,
কূলের মুখে দিও না কালি।
বৈরাগীকে বললাম আমি,
কূলের মুখে দিও না কালি।
ও তার মাথায় জটা, হাতে লোটা,
আবার কপালেতে তিলকের ফোটা,
আবার গাঁও গেরামে ঘোরে বেটা,
সাজিয়া ভ্রম্যচারী, ভ্রম্যচারী, ভ্রম্যচারী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।

আঁচল দিয়ে ঘিরে রাখলাম
চোরে নেওয়ার ডরে।
কেমন করে পড়ল সে লাউ
বৈরাগীর নজরে?
ও লাউ বৈরাগীর নজরে।
আবার হরণ করে নিতে চায় সে,
ও লাউ হরণ করে নিতে চায় সে,
বানাইতে তার ডুগডুগি, ডুগডুগি।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।

এই লাউয়েতে হয় না একতারা,
ও মন রে হয় না দোতারা,
দুই তারের এক সুর ধরে সে
বানায় একতারা।
মন রে, বানায় একতারা।
সাধক ওয়াহেদ বলে লাউয়ের জন্য,
সাধক ওয়াহেদ বলে লাউয়ের জন্য,
কতজন হয় ঘরত্যাগী, ঘরত্যাগী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।

আমার মাটির গাছে লাউ ধরেছে,
আমার মাটির গাছে লাউ ধরেছে,
লাউ যে বড় সোহাগী, সোহাগী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
আমার মাটির গাছে লাউ ধরেছে,
আমার মাটির গাছে লাউ ধরেছে,
লাউ যে বড় সোহাগী, সোহাগী।
আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
ও মন আমার,

লাউয়ের পিছে লাগছে বৈরাগী।

আজ বসুন্ধরার ভিতরে হাই সোসাইটির পুলা মাইয়াগো স্কুৃলের ভিতরে খেলার মাঠ দেইখা এই গানটির কথা মনে পরে গেল।
কি সুন্দর ১৫ থেকে ১৬ বছরের পুলা,মাইয়া গুলা এক সাথে মাঠে ফোটবল খেলতেছিল।তবে মনে হল তাদের শরীর বেশ দুর্বল,
কেননা যখন একেকজন বল পায় মনে হয় বল এত্ত ওজন যে বলের ভারে কেউ বল নিয়ে দৌঁড়াতে পারেনা ।
বৈরাগীগো কি দোষ ? লাউ যদি অতি সোহাগী হয় তাহলে বৈরাগীও সেই ভাবে সোহাগ কইরাই লাউকে গাছ থেইক্কা পারবে ।
তয় গাছের লাউ গাছেই মানায় ভালো,তবে লাউকে শুধু আঁচল দিয়ে ঘিরে রাখলেই চলবেনা পারলে লাউকে গাছের সাথে ভালো
করে ছালারচট দিয়ে রাখতে হইবো,না হইলে বৈরাগীরা লাউ দিয়া মুরব্বা বানাইয়া খাইবো ।

এসব দৃশ্য চোখে পড়লে আমার কাছে মনে হয় হাইসোসাইটির বাবা,মাদের তাদের ছেলে,মেয়েদের প্রতি আদর ভালোবাসা কম,
তাই তারা তাদের ছেলেমেয়েদের কোথায় পড়া লেখা করাচ্ছেন,সেখানের পরিবেশ কিরকম,ছেলে ঠিকমত লেখা পড়া করছে কিনা,
এগুলোর খোজ খবর রাখার প্রয়োজন বোধ করেন না ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মামুর লাউ বড়ই সৈন্দর্য !!

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: বৈরাগীরা আবার মুরুব্বা খাওয়া ধরল কবে থেকে? লাউয়ের এই ছবিটা কিন্তু আমার তোলা ভাই, কোথায় পাইলেন ওনাকে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছবিটা ইন্টারনেট থেকে নিয়েছি ভাই ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আর সব থেকে বড় কথা হল লাউ দয়া মুরুব্বা বানানো যায় সেটাও কিন্তু কখনো শুনিনি :)

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক নতুন একটা খাদ্য আবিস্কার করতে পারলাম মনে হয় । ;)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২

টারজান০০০০৭ বলেছেন: আপনিতো দেহা যায় আস্তা মৌলবাদী !! এট্টু যৌগবাদী হওয়ার চেষ্টা করুন, তাইলে সবজি , ফলমূল কোনকিছু দেখিয়াই আর চোখ টাটাইবে না !!

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: বেশ, মন ছুঁয়ে গেল লেখা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাসা কইছেন ভাই । ;)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: লাউ আমি আজ পর্যন্ত খাই নি।
শুনেছি অনেক উপকার।
বাসার জন্য লাউ কিনতে গিয়েছিলাম। অনেক দাম। হঠাত করে এত দাম বেড়ে গেল কেন??

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শীতের দিন মানুষ টাকি মাছ,সোল মাছ দিয়ে লাউ বেশি খায় তাই লাউয়ের দাম বেড়ে যায় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.