|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
(#$#$)এই পযন্ত আমি যত গ্রিক নিয়ে লেখা পড়েছি সবই প্রেম ভালোবাসা আর পাশাপাশি শুধুই নগ্নতা দেখেছি ।
(******************)এটাই আমি বুঝিনা আসলে তখনকার সময় ( গ্রিক সময় ) শুধু কি গ্রিকের দেব দেবিরাই ছিলেন ? তখন কাপড় না হয় নাই ছিল,তাই বলে কি পৃথিবীতে কোনো গাছ ছিলনা ? যা দিয়ে গ্রিক দেব দেবিদের লজ্জা স্থান নিবারন করা যেত ।
(***************) ধরলাম গাছপালা না হয় নাই ছিল বিভিন্ন ধরনের পশু,পাখিওতো ছিল,চাইলে গ্রিক দেবদেবিরা সেগুলোর চামড়া দিয়েও তাদের লজ্জা
নিবারনের জন্য পোশাক তৈরি করতে পারতেন,কিন্তু তাও তারা করেননি কেন ? । 
(###################)আসলে সত্যিই কি আজও পযন্ত কোনোদিন পৃথিবীতে গ্রিকযুগ বলে কোনো যুগ ছিল ? 
নাকি শুধুই পৌরনিক রূপকথার গল্প সব। 
 
ফ্লোরেন্স ক্যাথেড্রালের ভেতরের কিছু কথা
মূর্তিমান একটা শহর আকাশের মাঝখানে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে মহীয় ফ্লোরেন্স ক্যাথেড্রাল যা আসলে সকলের কাছে সান্টা মারিয়া দেল ফিয়োরের ক্যাথিড্রাল হিসাবে পরিচিত, এবং এর লাল টাইলযুক্ত কাপোলাগুলো দেখতে বেশ লাগছে। এই গৌরবময় শহরের প্রতীক এবং এটির প্রাকৃতির সৌন্দর্য এতটাই মনমুগ্ধ করেছে যে ফ্লোরেন্সের যেকোনও ভ্রমণ করার সময় পবিত্র ব্রোঞ্জের দরজায় একবার হলেও প্রবেশ করবেন তারপর তার সম্পূর্ণ শেষ করবেন।
তৈরির একশত পঞ্চাশ বছর পরেও এটার সৌন্দর্য এখনও সেই তৈরি করা প্রথম সময়ের সৌন্দর্যের মতই অবিকল লাগছে।এটা প্রথম তৈরি করা হয়েছিল সেই ১২৯৬ সালে। এর দীর্ঘ লম্বা গম্বুজটি পরে ১৪৩৬ সালে ফিলিপো ব্রুনেললেসি যোগ করেছিলেন। তার বিপ্লবী নকশা, যা কাঠামোর বিশাল সৌন্দর্য হ্রাস করার জন্য দ্বিতীয় অভ্যন্তরীণ গম্বুজ এবং আন্তঃসংযোগকারী ইটওয়ালা সমন্বিত করে, ইঞ্জিনিয়ারিংয়ের একটি কীর্তি হিসাবে উদযাপিত হয়েছিল। ব্রুনেললেসির গম্বুজটি এখনও অবধি ইটের মধ্যে নির্মিত সবচেয়ে বৃহত্তম
গম্বুজ।
উনিশ শতকে এই ক্যাথেড্রাল গোলাপী, সাদা এবং সবুজ পলিক্রোম মার্বেলে তার এখন পরিচিত বিস্তৃত গথিক ফ্যাসাদ গ্রহণ করেছিল। স্থপতি এমিলিও ডি ফ্যাব্রিসের নকশাকৃত, এটা অসম্পূর্ণ স্থাপনাগুলোকে প্রতিস্থাপন করেছিল, যা ১৬ শতকে ভেঙে ফেলা হয়েছিল। বিপরীতে ক্যাথেড্রালের অভ্যন্তরটি আশ্চর্যজনকভাবে চমকপ্রদের কারণ এর বেশিরভাগ শিল্পকর্মটি মিউজিয়ো ডেল'অপেরা দেল ডুমোতে স্থানান্তরিত করা হয়েছিল। 
জেত্তোর মনোমুগ্ধকর ক্যাম্পেনাইলের সাথে ক্যাথিড্রাল কমপ্লেক্সটি সান জিওভানির ব্যাপস্ট্রি এটা সম্পন্ন করেছেন। এর আকর্ষণীয় সোনার দরজা,যার আধ্যাত্মিকভাবে নাম গার্ডস অফ প্যারাডাইস।  সিলিং ঝকঝক করা মোজাইক রয়েছে। এর নিকটবর্তী মিউজিও ডেল'অপেরা-তে মাইচেলঞ্জেলো, আর্নল্ফো, গিবার্তি, ডোনাটেলো, লুকা ডেলা রব্বিয়া, আন্তোনিও পোলাইওলো এবং ভেরোচ্চিওর মাস্টারপিসগুলিও বেশ প্রশংসনিয় যোগ্য। 
 ৩৬ টি
    	৩৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যি বলতে আসলে সেকালের ছবিগুলো দেখতে বেশ চমকপ্রদশনীয় লাগে ওস্তাদ । আপনি ভালো আছেন ওস্তাদ ?
২|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট ডিলিট করুন প্লিজ।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৬
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু পোস্ট ডিলিট করমু কেমনে মডুরাতো আমার ছবিগুলো নাই করে ফেলেছে । 
৩|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন: 
এই পেইন্টিংগুলো প্রাচীন গ্রীক ও রোমানদের সময় কেহ আঁকেনি, এগুলো এঁকেছেন রেনেসাঁ যুগের শিল্পীরা, নিজেদের কল্পনা দিয়ে;  এগুলো সম্পর্কে পুরো সঠিক ধারণা পেলে, আপনি সবকিছু জোড়া দিয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন। 
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২১
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ও আচ্ছা ওস্তাদ আমি এখন কিছুটা আন্দাজ করতে পারছি,তার মানে রেনেসার যুগের শিল্পিদের কল্পনায় শুদু নগ্নতা বসবাস করতো।
আচ্ছা ওস্তাদ এই রেনেসাদের বা তাদের শিল্পিদের দেশের বাড়ি কোথায় ছিল ? এরা আমেরিকান বা কোনো ইউরোপিয়ান ছিলেন ?
৪|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন: 
গ্রীকদের সময় কাপড় ছিলো, রেনেসাঁর সময় কাপড় ছিলো; পেইন্টিং'এ কাপড় থাকলে এগুলো নিয়ে আপনি বেশী উৎসাহিত হতেন না; মাতা 'মেরী'র কাপড় আছে, উনি আপনার পোষ্টে স্হান পাননি।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩১
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই যে একটা দিলাম দেখে নিন ।এখানে দেখা যাচ্ছে মাতা মেরী'র শরীরে কাপড় আছে ।
  
৫|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " সত্যি বলতে আসলে সেকালের ছবিগুলো দেখতে বেশ চমকপ্রদশনীয় লাগে ওস্তাদ । আপনি ভালো আছেন ওস্তাদ ? "
-আমি ভালো আছি। 
মানব সভ্যতার বিবিধ স্তরে মানুষ কত দক্ষভাবে বিবর্তনকে অনুধাবন করেছেন, এসব পেইন্টিং তারই সাক্ষী; বাংগালীরা কোন যুগে কিছুতেই দক্ষ ছিলেন না; ফলে, আমাদের কোন সাহিত্য বেশী শক্তিশালী নয়, কোন শিল্পকর্ম নেই। 
এক পিগমী বলেছেন, পোষ্ট মুছে দিতে।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যিই আপনার সাথে সহমত না হয়ে কোনো উপায় দেখিনা। 
আসলে ওস্তাদ সবার কাছে সব ধরনের ছবি বা লেখা নাও ভালো লাগতে পারে,তাই বলে তাদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে
নেই । তাছাড়াও ব্লগে আমরা আমরাই তো ।
৬|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২০
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন: 
মড়ুরা আপনার দেয়া পেইন্টিংগুলো একাই দেখছেন, মনে হয়।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হইতে পারে,মডুদের খবর আছে,  
 
মানি না মানবো না,প্রয়োজনে আগামি ঈদের পর আন্দোলনের ডাক দিমু । 
৭|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৪
একাল-সেকাল বলেছেন: 
চাহিদা আর বিনোদনের সমন্বয়ক হিসেবে আদি কালে যৌনতাকে বিবেচনা করা হত। তবে কাপড় পরিহিত গ্রীক দেবী তখনও ছিল। হেস্তিয়ার নাম নেয়া যায়। চাঁদগাজী উল্লেখ করেছেন আরও একজনের কথা। 
বর্তমানে আবার কাপড় হীনাদের ছবি ও আছে। আজ থেকে হাজার বছর পরে কেউ হয়ত পোষ্ট দিবে একবিংশ শতাব্দীর যৌনতা নিয়ে। তখনকার দেবীর তালিকায়, সানি, জোলি, পামেলা রা স্থান পাবে।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৭
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনিতো দেখছি মিয়া সোজাসাপ্তা বাঙাল । এক্কেবারে জায়গামত ঢিল মেরে ছেড়ে দেন। 
৮|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৬
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:৪৬
একাল-সেকাল বলেছেন: বোকা বাঙ্গাল  
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৭
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আয় হায় বলেন কি ভাই। 
৯|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১০
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১০
(লাইলাবানু) বলেছেন: একটা সময় পুরো পৃথিবীই নগ্নটার ইতিহাস বহন করতে পারে ।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৯
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাহ! ভাবনায় পড়তে হয় এসব বিষয় নিয়ে ভাবলে ।
১০|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৩২
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৩২
কনফুসিয়াস বলেছেন: আহারে! আমি ছবিগুলো দেখতে পেলাম না ।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১১
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এত্ত বেশি ঘুমালে আর অফিস কামাই করলে বা ছুটি কাটালে কেমনে দেখবেন । 
১১|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৪৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: প্রাচ্যের অন্যান্য জাতিসমূহ থেকে গ্রীকদের জীবন-যাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরণের।
তাদের পোশাক ছিল জমকাল, ঢিলে-ঢালা এবং তারা চওড়া কান বিশিষ্ট টুপি মাথায় দিত। 
তাদের জীবন দর্শন ছিল এই ধরণের যে, জীবনকে আজই উপভোগ করতে হবে, আগামীকাল আমরা নাও থাকতে পারি। 
এই কারণে গ্রীকেরা ভোগ-বিলাসকে তাদের অন্যতম প্রধান বিষয় মনে করত। 
তদের কাছে ধর্ম ছিল ভবিষ্যৎ জীবনের বিষয় তাই তাদের চিন্তা-ভাবনায় এর স্থান ছিল সামান্য মাত্র।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৫
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল গুরুভাই আপনার মন্তব্য ।
১২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:০৮
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মডুদের বুদ্দিমত্তার প্রশংসা করতে  হবে
দেখার আগেই ছবি হাওয়া !!
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৬
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম.... 
১৩|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০৭
কাওছার আজাদ বলেছেন: একই প্রশ্ন আমারও, আসলেই কি পৃথিবীতে গ্রিক যুক বলতে কিছু ছিল? নাকি সব কল্পনা দিয়ে আঁকা চিত্র!
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৭
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এর আসল উত্তর দিবে কে ?
১৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কাপড় চোপড় থাকলে কি সের আবার দেব-দেবী। নগ্নতা সেকালেও ছিল একালেও আছে।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৮
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।
১৫|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১১
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১১
রাশিয়া বলেছেন: একটা সহজ কথা কেন বুঝতে পারছেন না? দেব দেবীরা কাপড় পাবে কোথায়? দেবালয়ে কি ইন্ডাস্ট্রি আছে? কাপড় পড়তে হলে তাদেরকে মানুষের কাছ থেকেই কিনতে হত। যেমন দেবী এথেনা কিনেছেন। গ্রীক ভাস্কর্যে যেসব মানুষের স্কাল্পচার আছে, তারা কিন্তু কাপড় পড়াই আছে।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৯
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসলে ভাই এগুলো কিন্ত ভেবে দেখি নাই ।
১৬|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:০০
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: রাশিয়া বলেছেন: একটা সহজ কথা কেন বুঝতে পারছেন না? দেব দেবীরা কাপড় পাবে কোথায়? দেবালয়ে কি ইন্ডাস্ট্রি আছে? কাপড় পড়তে হলে তাদেরকে মানুষের কাছ থেকেই কিনতে হত। যেমন দেবী এথেনা কিনেছেন। গ্রীক ভাস্কর্যে যেসব মানুষের স্কাল্পচার আছে, তারা কিন্তু কাপড় পড়াই আছে।  
ভাইয়ের এত সুন্দর মন্তব্যের পর আর কোন কথা থাকে না।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২০
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই বলি ।
১৭|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
নেওয়াজ আলি বলেছেন: সঠিক নয় তেমন।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২১
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক ।
১৮|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:২৮
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:২৮
টারজান০০০০৭ বলেছেন: দেবতারা সমাজতন্ত্রী, সাম্যবাদী, সর্বহারা, গরিব মানুষ ছিলেন ! একারণে তাহাদের অনেকেই কাপড় কিনিতে পারেন নাই ! অন্যেরা সাম্যবাদী বিধায় বাকিদের সাথে একাত্ম হইতে বস্ত্র ত্যাগ করিয়াছিলেন !!!
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২১
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৪৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি এই ছবিগুলো পছন্দ করেন বলেই তো গ্রীক, রোমান, ফরাসীদের নিয়ে পোষ্ট দিচ্ছেন; এত উস্মা কেন?