|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আদিপুস্তকের বিবরণী হিসেবে ইয়াকুব কানন ফেরার পথে একা রাত্রে নদীর ধারে কাটালেন।আর সে সময় তার এমন এক মানুষের মুখোমুখি হয়েছিল যিনি তার সাথে সারা রাত এবং দিনের বেলা পযন্ত কুস্তি করেন ও সেই লোকই জয়ী ছিলেন। 
  
 
ইয়াকুব (আ: ) রাতে তার দুইজন স্ত্রী, তার দুই মহিলা কর্মচারী এবং তার এগারো ছেলেকে নিয়ে জব্বকের নগর পেরিয়ে গেলেন। তিনি সেগুলি নিয়ে প্রবাহের ও তার যা কিছু ছিল সেগুলি প্রেরণ করলেন। আর জ্যাকব সেখানে একা রয়ে গেলেন।একজন ব্যক্তি দিনের বিরতি পর্যন্ত যাকোবের সাথে কুস্তি করেছিলেন। লোকটি যখন দেখলেন যে তিনি জ্যাকবের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি, তখন তিনি তার নিতম্বের সকেটটি স্পর্শ করলেন এবং পরে আবার জ্যাকবের সাথে কুস্তি করলেন সে সময় জ্যাকব জয় লাভ করলেন। তখন লোকটা বললেন, "আমাকে যেতে দিন, কারণ রাত শেষ এবং দিন হয়ে গেছে।
  
 
কিন্তু জ্যাকব বললেন, “আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে ছেড়ে দেব না।” লোকটা তাকে বললেন, তোমার নাম কি ? উত্তরে জ্যাকব তার নাম বললেন, তখন সেই লোকটা বললেন, এখন থেকে তোমার নাম আর যাকোব থাকবে না,এখন থেকে তোমার নাম ইস্রায়েল কারণ আপনি একজন মানুষ হয়ে একজন দেবদূতের সাথে লড়াই করেছিলেন এবং জয়ী হয়েছেন।
  
 
জ্যাকব তাকে জিজ্ঞাসা করলেন, "দয়া করে আপনার নামটি আমাকে বলুন।" কিন্তু তিনি বললেন, "কেন আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন ? এবং সেখানে তিনি জ্যাকবকে আশীর্বাদ করলেন। জ্যাকব সেই জায়গার নাম পেনুয়েল বলেছিলেন, এবং সেখানেই প্রথম জ্যাকবের আর দেবদূতের সামনাসামনি দেখা হয়েছিল। আর এরপর জ্যাকব তার জীবনকে ধন্য মনে করেন। পেনুয়েলের পাশ দিয়ে যাওয়ার সময় সূর্য তাঁর উপরে উঠেছিল,আর এ জন্য তার নিতম্বর দুর্বল ছিল। সুতরাং আজও ইস্রায়েলের লোকরা হিপ সকেটের গায়ে যে উরুর পাতাগুলি খাচ্ছে তা আসলে খাওয়ার জন্য কোনো উপযুক্ত না, কারণ জ্যাকবের উরুয়ের সিনুয়ে সেগুলো স্পর্শ করেছিল।
 ১৫ টি
    	১৫ টি    	 +২/-০
    	+২/-০  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২০
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সব কথাকেই ভালোবাসি ওস্তাদ বিশেষ করে যদি সে কথায় রস থাকে ।
২|  ০২ রা মার্চ, ২০২০  রাত ১০:১৮
০২ রা মার্চ, ২০২০  রাত ১০:১৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লেখছেন ।
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২১
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৩|  ০২ রা মার্চ, ২০২০  রাত ১০:৩১
০২ রা মার্চ, ২০২০  রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ইয়াকুব (আঃ) কতজন সন্তান ছিলেন?
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৩
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন গুরুভাই এটাতো আপনি আমার থেকে ভালো জানার কথা যেহেটু আপনি ইয়াকুব ( আ: ) কে নিয়ে একটা পোস্ট লিখছেন ।
৪|  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ৭:৫৯
০৩ রা মার্চ, ২০২০  সকাল ৭:৫৯
নেওয়াজ আলি বলেছেন: সাধারণ লেখা।
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৩
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫|  ০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:১২
০৩ রা মার্চ, ২০২০  সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
মনে হচ্ছে ইংরেজী থেকে সরাসরি গুগলে অনুবাদ করা।
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৫
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু অনুবাদ কিছু নিজের মিলিয়ে বা বুঝে লেখা । তবে সরাসরি না ।ভেঙে ভেঙে  
৬|  ০৩ রা মার্চ, ২০২০  রাত ৯:৫৮
০৩ রা মার্চ, ২০২০  রাত ৯:৫৮
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: রুপকথা অনেকেই ভালোবাসেন। যারা ভালোবাসেন না তাদের তো রুপ ই নাই। রুপ বিহীন মানুষকে আমরা কুৎসিৎ বলি।
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৭
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থাক উনি আমাদের মুরব্বি । আর মানুষের বয়স হলে একটুআকটু ওরকমই হয় । 
৭|  ০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৪:৫৩
০৪ ঠা মার্চ, ২০২০  বিকাল ৪:৫৩
অধীতি বলেছেন: ছোট বেলায় এই ধরনের রূপকথা পড়েছি।অনেকদিন পরে ভাল লাগল।
  ০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৮
০৮ ই মার্চ, ২০২০  রাত ১১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২০  রাত ৮:৫৭
০২ রা মার্চ, ২০২০  রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি রূপকথা ভালোবাসেন?