|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
এই মাত্র সংবাদ পত্র পড়ে জানতে পারলাম এখন আমাদের বাংলাদেশও নাকি বা বাংলাদেশের বিশেষজ্ঞরা নাকি জাপানিদের সিষ্টেমে করোনাভাইরাসের ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন ।তবে এটা আদও ঠিকঠাক কাজ কর্ম করবে কি না সেটা ফাইনালি জানা যায়নি ।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের ক্ষেত্রে ব্যবহার করতেন জাপানি চিকিৎসকরা এই ওষুধ । ওষুধটি তৈরি করেছেন আমাদের বাংলাদেশের দুটি ওষুধ উৎপাদনকারী কোম্পানি।আর এই ওষুধটির জেনেরিক নাম হল ফ্যাভিপিরাভির। এই ওষুধটি প্রথমে জাপানি কোম্পানি ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য তৈরি করেছিলেন। তাদের ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান।বাংলাদেশের কোম্পানি দুটি হলো: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মা।অন্যদিকে চীন জানিয়েছেন ওষুধটি করোনা আক্রান্তদের চিকিৎসায় বেশ কার্যকর।বেক্সিমকো শুধু ফ্যাভিপিরাভির নয়, প্রচলিত যেসব ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহারের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে, তার একটি বাদে সবগুলো তৈরি করছে। চাহিদা অনুযায়ী এসব ওষুধ তারা সরকারকে দেয়া হবে।
অন্যদিকে বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল করিম বলেন আমরা ফ্যাভিপিরাভির ওষুধটি তৈরি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দিয়েছি পরীক্ষামূলক প্রয়োগের জন্য। ওষুধটির কার্যকারিতা পাওয়া গেলে বাণিজ্যিক উৎপাদন করা যাবে।তিনি আরো জানান ওষুধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য জাপানের ফুজি তৈরি করেছিল। চীনারা এটি প্রয়োগ করে সুফল পায়। আমরা চীন থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এনেছি।
বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, বিভিন্ন দেশ বিভিন্ন ওষুধ পরীক্ষা করছে। আমরা রেমডেসিভির বাদে সবগুলোই তৈরি করে মজুত করছি। যাতে যে কোনো একটি কার্যকর প্রমাণিত হলে এবং অনুমোদন দেওয়া হলে আমরা সরকারকে সরবরাহ করতে পারি। তিনি বলেন, আইভারমেকটিনের কাঁচামালও আনা হচ্ছে। এটি তৈরি করা হবে।
তথ্যসূত্র: ইন্টারনেট ।
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৯
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
২|  ০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৫৪
০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৫৪
সুমন তালুকদার বলেছেন: নিউজটা শুনে ভাল লাগছে। আশার অলো দেখতে পারছি।
  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৯
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের ওপর রহমত করবেন ।
৩|  ০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৫৬
০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন: 
ছবিটা কোন দেশের? ঔষধ আর ভ্যাকসিন এক জিনিষ নয়; বাংলাদেশীরা জাপানী  ঔষধের জেনেরিক বানায়েছে মনে হয়; আপনি ছবি দিয়েছেন ভ্যাকসিনের।
  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৮
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছবি কোনো বড় বিষয় না আপনি যেমন সব লেখায় গাধা আর বাদরের ছবি দেন,আপনার দেয়া ছবি,যার কোনো মানে বা অর্থ হয়না। আমি কিন্ত সে হিসেবে ঠিক জিনিসের ছবিই দিছি ।
৪|  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:১৫
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:১৫
নতুন বলেছেন: আর এই ওষুধটির জেনেরিক নাম হল ফ্যাভিপিরাভির।[/sb
জাপানি ঔষুধের জেনেরিক উতপাদন করছে। কাজ হলে ভালো। 
https://en.wikipedia.org/wiki/Favipiravir
  ০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন পরিক্ষানিড়িক্ষার পরে রেজাল ভালো হলেই ভালো।
৫|  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:১৬
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:১৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সংবাদটি শুনে ভালো লাগল । আমি আপনার লেখাটা ফেসবুকে শেয়ার করে দিয়েছি ।
  ০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৬|  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৩৪
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: ঘটনা কি সত্যই?
  ০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
০৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপনার মতই।
৭|  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ২:৪৮
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ২:৪৮
কানিজ রিনা বলেছেন: আশা জাগানীয়া খবর তাই যেন সত্য হয়।
অনেক ধন্যবাদ।
৮|  ০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৩:০৭
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৩:০৭
অনল চৌধুরী বলেছেন: গত ৩ মাস ধরেই তো বহু ওষুধ আবিস্কারে কথা শুনছি।
কিন্ত ফলাফল হচ্ছে সন্ত্রাসী এ্যামেরিকাতে আজও ১৪৯৭ জন মরেছে।
৯|  ০৬ ই এপ্রিল, ২০২০  ভোর ৪:৪৮
০৬ ই এপ্রিল, ২০২০  ভোর ৪:৪৮
সোহানী বলেছেন: সবসময়ই আশাবাদী।
১০|  ০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১১
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো সংবাদ যা আশা জাগায়।
১১|  ০৬ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:৫৬
০৬ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা সম্ভবত একটা ওষুধ যেটার কার্যকারিতা প্রমাণিত নয়। vaccine এটা নয়। অযথা আশ্বাস দেয়ার কোনও মানে হয় না। পত্রিকায় কত রকমের ওষুধ আবিষ্কারের কথা আসছে। সবই পাওয়া যাবে কম পক্ষে দেড় বছর পর।
১২|  ০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
সোনালি কাবিন বলেছেন: এক বিশ্ব মাতবর আপ্নার লেখায় খুবি গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখা যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৪৪
০৫ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৪৪
নেওয়াজ আলি বলেছেন: Good news