নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০


দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। সেই হিসেবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন।
শুক্রবার ১০ই এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। প্রতিদন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে দেশের ২১ জেলায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।তবে সবচেয়ে বেশি রাজধানী ঢাকায় লোক শনাক্ত হয়েছে বলে জানা যায়।

রাজধানীর যে ৪৮টি এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত‌ রোগী শনাক্ত হয়েছে। এলাকাগুলো হলো- আদাবর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, জিগাতলা, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, বুয়েট এলাকা, হাজারীবাগ, উর্দু রোড, চকবাজার, লালবাগ, বাবুবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, সোয়ারীঘাট, ওয়ারী, কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, পুরানা পল্টন, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, বাসাবো, রামপুরা, শাজাহানপুর, বাড্ডা, নিকুঞ্জ, আশকোনা, উত্তরা, গুলশান, মহাখালী, তেজগাঁও, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১ নম্বর, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, শাহ আলীবাগ, পীরেরবাগ, টোলারবাগ এবং উত্তর টোলারবাগ।আইইডিসিআর থেকে জানানো হয়, যেসব এলাকায় পাঁচের অধিক রোগী সেসব এলাকায় ক্লাস্টারভুক্ত কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আর ঢাকার ১০ এর অধিক এলাকায় পাঁচের অধিক রোগী রয়েছে। এসব এলাকায় ক্লাস্টার আকারে রোগী ছড়াচ্ছে।

আইইডিসিআর এর তথ্য অনুসারে, রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আদাবরে একজন, মোহাম্মদপুরে ছয়জন, বসিলায় একজন, ধানমন্ডিতে নয়জন, জিগাতলায় তিনজন, সেন্ট্রাল রোডে একজন, গ্রিন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, হাজারীবাগে একজন, উর্দু রোডে একজন, চকবাজারে দুইজন, লালবাগে পাঁচজন, বাবুবাজারে দুইজন, ইসলামপুরে দুইজন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, ওয়ারীতে নয়জন, কোতোয়ালিতে একজন, বংশালে একজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, পুরানা পল্টনে দুইজন, ইস্কাটনে একজন, বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবোতে নয়জন, রামপুরায় একজন, শাজাহানপুরে একজন, বাড্ডায় একজন, নিকুঞ্জে একজন, আশকোনায় একজন, উত্তরায় পাঁচজন, গুলশানে ছয়জন, মহাখালীতে একজন, তেজগাঁওয়ে দুইজন, কাজীপাড়ায় একজন, মিরপুর ১০ নম্বরে দুইজন, মিরপুর ১১ নম্বরে দুইজন, মিরপুর ১৩ নম্বরে একজন, মিরপুর ১ নম্বরে আটজন, শাহ আলীবাগে দুইজন, পীরেরবাগে দুইজন, টোলারবাগে চারজন ও উত্তর টোলারবাগে ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তবে মিরপুর অঞ্চল, পুরান ঢাকা, মোহাম্মদপুর ও বাসাবো এলাকা সবচেয়ে ঝুঁকিতে।বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর সর্বশেষ তথ্য থেকে এসব জানা যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: লকডাউন এলাকা দিয়ে আমরা সবাই লকডাউন। এখনো বেঁচে আছি এই যা। তবে কতদিন সেটা দেখার বিষয়।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সবাইকে ভালো রাখুক এই কামনা রইলো ।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ লাখ ২২ হাজার ১৬৭
মৃত্যু ৯৮ হাজার ৪০১
বিস্তার ১৮৫ দেশ

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম সেটাই গুরুভাই ।

৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অনেকে ঢাকা হতে গ্রামে নিয়ে গিয়েছে

৪| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনা উপসর্গ নিয়ে মৃত্যু কিন্তু ঢাকার বাইরে বেশী? ঢাকাতে কম কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.