নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্র এবং চীন সর্ব প্রথম করোনার ওষুধ বাজারজাত করবে

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫


আজ খবরের কাগজে পড়লাম করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনা গবেষকরা।
এরই মধ্যে তারা তাদের আবিষ্কত ওষুধের পরিক্ষাও চালিয়েছেন, আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী
সুস্থ হওয়ার দাবিও করেছেন এই দুই দেশ।ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।
ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন চীন।
চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছেন।
করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও
অনুমোদন পেয়েছে।

জানুয়ারি মাসের ১৫ তারিখে যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।আর আক্রান্ত ঐ ব্যক্তির চিকিৎসা শুরু হয়
স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। সেই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল
গঠন করা হয়েছিল।আর অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করেন।
পরে করোনা আক্রান্ত সেই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।

অ্যাডিসন জানান ইন্ট্রাভেনাসের থেরাপি দেওয়ার মতো আমরা প্রতিদিন যা যা করছিলাম তাতে মনে হচ্ছিল যে অবস্থা বেশ জটিল হবে। আমাদের দুই জোড়া গ্লাভস পরতে হচ্ছিল।তবে এটা তো ছিল একটা ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন মানুষের কাজ। কিন্তু তারপরেও আমাদেরই সব করতে হচ্ছিল। এমন সুরক্ষিত পোশাক পরিচ্ছেদ আমাদের শিরাগুলোকেও মুক্তি দিচ্ছিল না।

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে রেমডেসিভির অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করেন। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।

সেই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা সেই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে সেই রোগী বাড়ি ফিরে যান।

মার্কিন এই চিকিৎসক জানান এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই মনে হচ্ছে।

ছবি এবং তথ্যসূত্র ইন্টারনেট ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ বলেছেন। ভালো লাগলো ।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায় কি পড়ছেন, বলা মুশকিল; রেমডেসিভির এখনো "এপ্রুভেল" পায়নি; উহা ৩য় ফেইজে ভালো ফলাফল দিয়েছে; তবে, এফডিএ'র আনুমোদন এখনো পায়নি।

৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



Remdesivir Approval Status
Reviewed by Judith Stewart, BPharm Last updated on Apr 6, 2020.

FDA Approved: No
Generic name: remdesivir
Company: Gilead Sciences, Inc.
Treatment for: COVID-19

৪| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: তাহলে ভালোই হবে ।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: অপেক্ষা।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ।

৬| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

প্রেক্ষা বলেছেন: এত খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাই।

৭| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১

নতুন বলেছেন: ওষুধ বা ভ্যাকসিন আসতে অনেক সময় লাগবে তার আগেই করোনা নিয়ন্ত্রনে আসবে।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনেছি শীতকাল এলে আবার করোনা বেশি আক্রান্ত হয় মানুষ ।

৮| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

শের শায়রী বলেছেন: ভাই যে যাই বলুক একটা কার্যকরী এবং এ্যাপ্রুভড ওষুধ আনতে অনেক সময় লাগবে এর মাঝে খুব সম্ভবতঃ এই মহামারীর প্রকোপ কমে যাবে।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমিতো শুনেছি শীতকাল এলে আবার করোনা নাকি বেশি আক্রান্ত হয় মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.