নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সাস্থ্য বিধি মেনে কি কোরবানির পশুর হাট নিন্ত্রন করা সম্ভব ?

২৮ শে জুন, ২০২০ রাত ১০:১৫


রাস্তা ঘাটে গাড়ি বা লঞ্চে এবং অফিসে প্রবেশের সময় হয়ত গেইটে হ্যান স্যানেটারি বা হ্যান ওয়াস ও সাবান দিয়ে হাত ধুয়ে এবং
শরীরে ব্লিসিন পাউডার বা সেবলন মেশানো পানি দিয়ে সাস্থ্য বিধি নিষেধ মানা সম্ভব। কিন্ত কোরবানির পশুর হাট,যেখানে কয়েক হাজার
হাজার মানুষের সমাগম হবে সেখানে কি ভাবে সাস্থ্য বিধি নিষেধ মানাবে। তাই আমার মতে প্রতিটা মহল্লা বা এলাকা থেকে যাদের কোরবানি দেয়ার মত সমর্থক আছে,তারা দশজন বা পোনের জন অথবা বিশজন করে এক সাথে একটা করে টিম গঠন করে ঢাকার
বাহির গ্রাম থেকে ঈদের একমাস আগে থেকে ঈদের এক সপ্তাহ আগ পযন্ত সরাসরি পশু সংগ্রহ করে ট্রাক দিয়ে আনাতে পারেন । তাতে
অন্তত সাস্থ্য ঝুঁকি অনেকটা কম হবে ।আর যদি ঢাকায় সীমিত আকারেও পশুর হাট বসে তাতে করে গত কয়েক মাসে করোনা ভাইরাস
যে হারে ছড়িয়েছে তার থেকে কয়েকগুণ বেশি আক্রান্ত হবে শুধু এই কোরবানির পশুর হাট থেকে ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: না, কখনোই সম্ভব নয়।

এদেশে কোথাও কি সেটা মানা হচ্ছে?

২৮ শে জুন, ২০২০ রাত ১০:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারপরেও কিছের ভিত্তিতে তারা যে সাস্থ্য বিধি মেনে সীমিত আকারে পশুর হাট বসাতে চাইছে আল্লাহু মাবুদই জানেন। ধন্যবাদ দাদা ।

২| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার প্রস্তাবটি খুবই সুন্দর।
ভেবে দেখা উচিত।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এর বিকল্প আমার মাথায় আর কিছু আসছেনা হোসেন ভাই। এমনিতেই প্রতিদিন আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর হার যে ভাবে হুহু করে বাড়ছে । আল্লাহু মাবুদই জানেন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে।

৩| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার নিজের ধারণা, ৭ জনে মিলে কোরবানী করলে ভালো হবে। একটি গরু সাত জনে মিলে কিনে নিলে খরচও তেমন গায়ে লাগবে না।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো অবশ্যই যার যার সমর্থ অনুযায়ী।

৪| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪৫

আহা রুবন বলেছেন: সমর্থবানেরা এবার গ্রামেই কোরবানি করতে পারেন। শহরের হাটে গিয়ে গুঁতোগুঁতির চেয়ে গ্রাম থেকে মাংস নিয়ে যাওয়া কম ঝুঁকিপূর্ণ হবে।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা যাথাযথ কথা বলেছেন ভাই।

৫| ২৯ শে জুন, ২০২০ রাত ১২:৩২

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ বলেছেন । মানবে না

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা কি ভাবে তারা এসব পদক্ষেপ নেয়।

৬| ২৯ শে জুন, ২০২০ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: সাস্থ্য বিধি মেনে কি কোরবানির পশুর হাট নিয়ন্ত্রন সম্ভব না। এটা আমরা বুঝি। কিন্তু সুরকার মহাশয় বুঝবেন না। সিটি করপোরেশন বুঝবে না।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সমস্যা গুরুভাই ওখানেই । তাদের মাথায় কি ভালো কোনো বুদ্ধি আসেনা নাকি আল্লামাবুদই জানেন।

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ৩:৪৮

ডি মুন বলেছেন:
এদেশে স্বাস্থ্যবিধি হলো জনগণের সাথে সরকারের করা এক ধরণের রসিকতা।
কোরবানির সময় সরকারের নাটক, সিনেমা, কমেডি ইত্যাদি দেখার অপেক্ষায় আছি।
B-))

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে শ্রদ্ধেয়ও এবং প্রিয় মুন ভাইয়ের দেখা পাইলাম। আশা করি পরিবার বর্গ সহ সকলেই ভালো আছেন।

৮| ২৯ শে জুন, ২০২০ ভোর ৫:৪৭

আজাদ প্রোডাক্টস বলেছেন: ভাবতেও ভয় লাগে

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অথচ তাদের মনে কোনো ভয় নাই। কারন মরলে সাধারন জনগন মরবে ।

৯| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩৮

পদ্মপুকুর বলেছেন: শিরোনামে বানান ভুল আছে, ঠিক করে দেন প্লিজ।

সঠিক সিদ্ধান্ত হওয়া উচিৎ ছিলো এবারে হাট হতে না দেয়া। কিন্তু সেটা করতে গেলে একদিকে যেমন ঢাকার আতি পাতি নেতা, যারা হাটগুলো ইজারা নেয়ার নামে এক ধরনের হুলিগানিজম সৃষ্টি করে, তাদের জন্য ব্যাপক লস, অন্যদিকে যারা ক্ষুদ্র পুঁজিতে বাসা বাড়িতে গরু পালন করেন ঈদের আগে বেঁচবেন বলে, তাদের জন্যও বিপদ। তার উপরে কোরবানিকে সামনে রেখে সামগ্রিকভাবে অর্থনৈতিক যে উলম্ফন হয়, সে সুযোগ হারানো সরকারের জন্য মুশকিল আছে।

তাহলে ত্যাগটা তাহলে কে করবে? নিশ্চিতভা্বেই বেকুব জনগণ! এখন নিজের সাবধানতা নিজেকেই বুঝে নিতে হবে। হাটে যাওয়া যাবে না। চাঁদগাজী ও রাজীব নুরের মত অনুসারে কোরবানী না দিয়ে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়াটা খারাপ না।

১০| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনলাইন হাট মনে হয় এবার জমবে বেশী।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো তেমনটাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.