নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একজন নাগরিক দায়বদ্ধতা থেকে আমার এই লেখা

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৪১


প্রসঙ্গত্ব বলতে হচ্ছে বেশিদিন হয়নি মাত্র পাঁচ কি ছয়দিন আগের ঘটনা দিয়েই শুরু করি ।আমাদের সকলেরি
জানা আছে গত পাঁচ ছয়দিন আগে ঘটে যাওয়া বুড়িগঙ্গায় লঞ্চডুবির কথা।যদিও আসলে সেই লঞ্চে কতজন ছিল
তার সঠিক তথ্য আমাদের কারই জানা নাই তবে টিভি চ্যানেলে সংবাদে যা জেনেছি ঘটনার দিন দুপুর ১টা পযন্ত
৩২ কি ৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছিল। যাই হোক যে প্রসঙ্গে এই লেখাটি সে প্রসঙ্গে ফেরা যাক, আমরা সেই লঞ্চ
ডুবারদিন প্রায় ১:৩০ মিনিট পযন্ত টিভি সেটের সামনে ছিলাম,আর সকাল ১১টার দিকে নারায়নগঞ্জ পোস্তগলা
ব্রিজের নিঁচে থেকে রওনা হয়ে আসা উদ্ধারকারী লঞ্চ ১:৩০মিনিট তখনও পযন্ত ঘটনা স্থলে এসে পৌঁছায়নি।
অথচ আমার মনে হয় কোনো সুস্থ লোক যদি ঠিক মত নারায়নগঞ্জ থেকে হাটা শুরু করে বুড়িগঙ্গা লঞ্চডুবি ঘটনার
স্থল পযন্ত আসতে মাত্র দের থেকে দুই ঘন্টা পযন্ত সময় লাগতে পারে।

যাই হোক শুধু লঞ্চডুবির এই ঘটনা উদাহারন।
এরকম আরো অহর অহর ঘটনা আমরা প্রায় সময় দেখতে পাই । যেমন কোনও স্থানে আগুন লাগলে সেই স্থান পযন্ত দমকল
বা ফায়ার সার্ভিসের লোক যেতে যেতে সেই স্থান অথবা হতে পারে কোনো অফিস বাসাবাড়ি বা ভবন পুড়ে শেষ হয়ে যায়।
ঘটনা স্থল থেকে কোনও জিনিসই রক্ষা করা সম্ভব হয়না একমাত্র ফায়ার সার্ভিসের লোকদের দেরি করে যাওয়ার কারনে।
আমাদের কথা হল আচ্ছা এই ফায়ার সার্ভিসের লোক সহ অন্যান্য দুর্যোগ বা বিভিন্ন দুর্ঘটনায় যে সরকারি উদ্ধারকর্মীরা
আছেন তারা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কেন দুর্ঘটনা স্থলে পৌঁছান না ?
তাদের তো অন্য আর কোনো কাজ নাই তাদের কাজ হলো শুধু মানুষ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাওয়া আর বিপদকামী মানুষগুলোকে উদ্ধার করা । অথচ তারা আজও আমার মনে হয়না বাংলাদেশের ইতিহাসে কখনো সময়মত কোনো দুর্ঘটনা স্থলে
যেতে সক্ষম হয়েছেন আর না বিপদে পড়া মানুষদের উদ্ধার করতে পেরেছেন। কিন্তু কেন ?
তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর যদি প্রশ্ন করা হয় যে কেন আসতে লেট হলো ?
তাদের কাছে উত্তর আসে কখনো বলে গাড়িতে পানি রেডি ছিলনা পানি ভরতে দেরি বা লেট হয়ে গেছে আবার কখনো উত্তর পাওয়া যায়
রাস্তায় জ্যাম ছিল সেই কারনে। অথচ

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৪৬

মোছাব্বিরুল হক বলেছেন: অনিয়ম যখন নিয়ম হয়ে যায় তখন এমনটা হওয়া খুব স্বাভাবিক।

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব খুবই খারাপ নিয়ম।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুব খারাপ লাগে।

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেদনা দায়ক ঘটনা।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথায় দুর্ঘটনা ঘটবে আগেথেকেই যদি জানা থাকতো,তবে হয়তো কিছুটা তাড়াতাড়ি পৌঁছানো যেত।সাথে সাথে পৌছেযাবে এটা বাস্তব সম্মত না।যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো দরকার।সেটা হয়তো যারা দায়িত্বে থাকে করেও।দেশ আরো উন্নত হলে,সবকিছুই উন্নত হবে।

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবেনা ভাই।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একমাত্র খাওয়ার আগে যেতে হয়
আর বিপদের শেষে । তাইতো
সবসময় ডাক্তার আসিবার পূর্বেই
রোগীরা মারা যায়!!

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অবশ্য এটাই বুদ্ধিমানের কাজ হবে। ;)

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: অনিয়মে চেয়ে গিয়েছে। ফিরে আসুক মায়া মততা ।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: বিপদ আপদ সব দেশেই হয়।
তবে আমাদের দেশে বেশি বিপদ হয়। আমাদের দেশের লোকজন সচেতন না।

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত গুরুভাই।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার বিষয়বস্তু ঠিক থাকলেও লিখাটা শেষ হয়েছে বলে মনে হয়নি। বানানের প্রতিও লক্ষ্য রাখার অনুরোধ থাকছে। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেষ করতে চেয়েও যেন কেন শেষ হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.