নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় বর্জ্য থেকে প্রতিদিন প্রায় ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৯


ময়লা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এ নিয়ে বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন সরকার। বিদেশি একটি কোম্পানির সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিএনসিসি অধীনে আমিন বাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে ঢাকা শহরের রাস্তাঘাট এবং খাল বিলসহ যত্রতত্র ময়লা জমে থাকবে না।আজ ডিএনসিসির আওতাধীন আমিন বাজারে অবস্থিত ডাম্পিং স্টেশন এবং গাবতলীর মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শনকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ কথা বলেন।স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা আবর্জনা প্রয়োজন হবে। আর সেই ময়লা আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্লান্টে দিলে ঢাকা শহরের যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ হয়ে থাকবে না।

এলজিআরডি মন্ত্রী বলেছেন চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।সারা বাংলাদেশে এবার ভয়াবহ বন্যায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে একনেকে একটি প্রকল্প পাস করে সারা বাংলাদেশে অর্থ বরাদ্দ দেওয়া হবে। ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সরকার দিনরাত সারা দেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


নিজে চেষ্টা না করে, বিদেশী কোম্পানী কেন?

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রশ্ন ফাস জেনারেশন আর ডাকাতি করা জেনারেশন চেষ্টা করে কিছুই করতে পারবেনা।

২| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব সম্ভব এর দেশে অনেক কিছুই সম্ভব ।কিন্ত করবেটা কে।এখানে করার লোক খুব কম বলার লোক বেশি।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে হবে সবই হবে। শুধু সময়ের ব্যাপার।

৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে, এমনটা শুনেছিলুম অনেক আগে।
এতোদিন পরে আবার শুনলুম। ভবিষ্যতেও শুনতে হবে। আসল কাজে ঠনঠন ..................

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ এইটা আপনি ঠিক কইছেন । আমাগো দেশের কিছু কিছু মানুষ বলতেই ওস্তাদ কিন্তু আসল কাজের কাজ কিছুই করেনা।

৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: দক্ষ জনশক্তি নাই আমাদের। যা আছে সব চোর, দালাল আর চাটুকার।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪০

ঢুকিচেপা বলেছেন: নিঃশন্দেহে একটি ভাল উদ্যোগ। বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: নিউজ পেপারে পড়েছি । ভালো খবর। এখন ঠিকমত হলেই হলো

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয়না আজো হবে বলে ।

৭| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভবত ১990 কিম্বা একানব্বই সালে পত্রিকাতে এরকম একটি নিউজ আমি দেখেছিলাম। ওরে এসংক্রান্ত আর কোন অগ্রগতির খবর পত্রিকা কে দেখি নি।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এই প্রথম জানলুম।

৮| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৬

শেরজা তপন বলেছেন: কত বছর ধরেই শুনছি- পরে দেখা যাবে যে কোন পাওয়ার প্লান্ট থেকে এর উৎপাদন খরচ চারগুন!

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও এরকমই ধারনা করতেছি।

৯| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অনেক বছর আগে খবর পেয়েছিলাম রাশিয়ার একটি কোম্পানী আগ্রহ প্রকাশ করেছিলো এই কাজের জন্য।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তখন রাশিয়ায় আমাগো তেল দিছে এখন আমাগো উল্টা রাশিয়া বা অন্য কোনো বিদেশিগো তেল মাখাইতে হইবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.