![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজরী ক্যালেন্ডারের প্রথম মাস মুহাররম। এটি হারাম মাস তথা পবিত্র মাসের অন্তর্ভূক্ত। মুহাররমের ১০ তারিখকেই আশুরা বলা হয়।
রমজানের রোযা ফরয হওয়ার আগে আশুরার রোযা ফরয ছিল। যখন রমযানের রোযার বিধান নাযিল হয়, তখন থেকে আশুরার রোযাকে নফল করে দেয়া হয়েছে। [আবু দাউদ]
মুসা (আঃ) ও বনি ঈসরাইলকে এই দিনে আল্লাহ তায়ালা ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারী]
মদীনার ইহুদীরা শুকরিয়া স্বরুপ এই দিনে রোজা রাখত। আল্লাহর রাসুল (সাঃ ) এই নেক আমলে নিজেদেরকে অধিক হকদার হিসেবে উল্লেখ করে, নিজেও সাহাবীদেরকে নিয়ে এই দিনে রোজা রাখেন। পাশাপাশি ইহুদীদের সাথে সামঞ্জস্য এড়াতে, পরবর্তী বছর থেকে আশুরার আগে বা পরে একটি অতিরিক্ত রোযা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। [মুসলিম]
আশুরার দিনের সিয়াম পালনের মাধ্যমে, রাসুল (সাঃ) আল্লাহ তায়ালার নিকট বিগত বছরের গুনাহ মাফের প্রত্যাশা রেখেছেন। [মুসলিম]
শিক্ষা:
আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে- তাঁর প্রতি পরিপূর্ণ সমর্পিত হওয়া ও তাঁর আনুগত্যে নিজেকে উজাড় করে দেয়া। এর নমুনা স্বরুপ নফল রোজা পালন করা।
আশুরার ব্যাপারে রাসুল (সাঃ) এর দিকনির্দেশনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে- ইগো পরিহার, অন্যের ভালো কাজের স্বীকৃতি এবং ইয়াহুদ নাসারাদের থেকে ব্যতিক্রম ও স্বতন্ত্র ঐতিহ্য লালন।
আশুরার দিনে কারবালায় ইমাম হোসাইন (রাঃ) এর ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে- অন্যায় ও জুলুমের সাথে আপোষহীন মনোভাব বজায় রাখা।
করণীয়:
নফল সিয়াম পালন ও ইমানী চেতনায় উদ্ভুদ্ধ হওয়া।
২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাংলাদেশে বরকত ও রহমত সবই দরকার।
২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩
নেওয়াজ আলি বলেছেন: রহমত ও বরকত দরকার ঠিক আছে। কিন্তু গাজা খেয়ে চোখ লাল করে রক্ত কেন ঝরায়
২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যারা গাজা খেয়ে ঝরায় তারা ভুল পথে বিপস্থ বা বিপদকামী।
৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৭
করুণাধারা বলেছেন: এই দিনে আল্লাহর রহমত প্রার্থনা করতে হবে।
আশুরা নিয়ে পোস্ট দেবার জন্য ধন্যবাদ হাসু মামা।
৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: মুসা (আঃ) ও বনি ঈসরাইলকে এই দিনে আল্লাহ তায়ালা ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারী]
হাদিস নাম্বারটা যদি দিতেন।
৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৫
নতুন বলেছেন: চাদের হিসাবে হিজরি সাল গননা হয়।
তাই রমজার মাস শীতের সময়ও আসে আবার ১০-১৫ বছর পরে গরমের কালেও রমজান আসে।
তাই আশুরা ১০ সে মহরম যেমন শীতের সময়ে আসে তেমনি গরমের সময়েও আসে।
তাই ঐ দিনে সৃস্টিকতা বিশ্বের ইতিহাসে অসংখ গুরুত্বপূর্ন কাজ গুলি করেছিলেন এটা বিশ্বাস করা কোন লেভেলের জ্ঞানের কাজ বুঝিনা।
৬| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: আশুরায় সরকারী ছুটি পাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
এই দিনের বরকতে ইয়েমেনে সুন্নী/ওয়াহবী রোমা পড়ছে, ও সিরিয়া মাটিতে মিশে গেছে; বাংলাদেশেও বরকত দরকার?