নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে অনেক শিক্ষাথীদের মাথা নষ্ট হওয়ার অবস্থা

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮


বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ আট মাস স্কুল,কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বন্ধ রাখা হয়েছে।
আর এমন অবস্থায় থাকাতে কোনও ভাবে পরিক্ষা নেয়া সম্ভব হচ্ছিল না তাই বছর শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতির মাধ্যমে।তবে এতে কতটা লাভবান হবো আমরা বা আমাদের দেশের শিক্ষাথীরা সেটা ভাবনার একটা বিষয়।কেননা এখনো
পযন্ত অনেক শিক্ষাথী আছেন যাদের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনও ধারনা পযন্ত নাই।যেমন কিভাবে লিখতে হবে কিভাবে
অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবিষয়গুলো অধিকঅংশ শিক্ষাথীরাই জানেনা।এখন এমন একটা পরিস্থিতি দাড়িয়েছে যে
ওট ছেরি তোর গায়ে হলুদের আগে বিয়ে।
যেমনঃ যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সূর জানিয়েছেন, সপ্তাহের শুরুতে একদিন শিক্ষার্থীর অভিভাবক বা পরিবারের অন্য কোন প্রতিনিধি স্কুলে গিয়ে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন।

সেসময় অভিভাবকদের ফোনের মাধ্যমে শিক্ষার্থীর সাথে শিক্ষকরা কথা বলেন।

একইভাবে সপ্তাহের শেষে স্কুলে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেন অভিভাবকেরা। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের প্রত্যেককে আলাদা সময় দেয়ার কথা।

ঠিক কেমন অ্যাসাইনমেন্ট দেয়া হয় তার বর্ণনা দিয়ে তিনি বলছেন, "যেমন ধরুন ক্লাস নাইনে কপোতাক্ষ নদ কবিতার মূল বক্তব্য কি, তাতে দেশপ্রেম বিষয়টি কিভাবে এসেছে এবং দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণাবলি কি সেগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে।"

তিনি বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এ্যাসাইনমেন্ট মূল্যায়নে শিক্ষক কোন নম্বর দেন না। বরং শিক্ষার্থীর কাজের মান সম্পর্কে মন্তব্য করা হয়।


আমার কথা হলো টু থ্রী বা ৫ম শ্রেণীর একজন এতটা মেধা সম্পূণ্য নাও হতে পারে বা এতটা বুদ্ধিতৃপ্ত না হতে পারে। এতে করে
ওই সকল শিশুদের মাথায় একগাধা বুজা চাপায়া দেয়া হলো।

যাইহোক যাদের অ্যাসাইমেন্ট সম্পর্কে ধারনা শক্তি কম তারা গুগলে সার্চ করে দেখতে পারেন। অ্যাসাইনমেন্ট সম্পর্কিত নানা বিষয় নিয়ে অর্থাৎ যাদের কাছে অ্যাসাইনমেন্টের নানা ইস্যু বা যে বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারা গুগলের দ্বারস্থ হতে পারেন।
চাইলে এখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মেয়ে পড়ে চার ক্লাশে, সকাল সাড়ে আটটা থেকে দেড়টা পর্যন্ত কম্পিউটারের সামনে।
অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়না যদিও।

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার এক মেয়ে ৮ম শ্রেণী আরেক মেয়ে ৩য় শ্রেণী । জানিনা কি অবস্থায় দাড়াবে আমাদের দেশের শিক্ষাথীদের।

২| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: অনলাইনে ক্লাশ নেওয়াটা আমার পছন্দ না।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও না।

৩| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৪

মামুন ইসলাম বলেছেন: রাজীব নুর বলেছেন অনলাইনে ক্লাশ নেওয়াটা আমার পছন্দ না

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও না।

৪| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


রাজীব নুর বলেছেন: অনলাইনে ক্লাশ নেওয়াটা আমার পছন্দ না।

সারা বিশ্বেই এখন অনলাইন ক্লাস চলছে।
কোন উপায় নেই।

করোনা ভাইরাস যত দিন আছে তত দিন অন্তত এটা করতেই হবে।
তবে এতো নীচের ক্লাসে এসাইনমেন্ট জাতীয় কোন জিনিস আগে আমি শুনিনি। এমনকি আমাদের শিক্ষকরাও শুনেননি।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাথাটা সেই চিন্তাতেই নষ্ট। যা দেখিনি কোনোদিন এখন দেখা লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.