![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার মুখরিত হয়ে উঠবে চারদিক।ঝলমলে রৌদ এসে হাসবে দরজার চৌকাঠে।আমরা সবাই হয়ে উঠবো সমৃদ্ধশালী মানুষ।অতপর আমরা থাকবো দুধে-ভাতে।আমাদের কোন দু:খ থাকবেনা।
ফেয়ারেন্ড লাভলী তুমি এতো বেশী মাখো যে,কখনো কখনো তুমি ফেয়ারেন্ড লাভলীকে আমার চেয়েও অনেক বেশী অর্থবহ করে তোল;তখন নিজেকে খড়কুটোর মতোই তুচ্ছ মনে হয়।
ফেয়ারেন্ড লাভলীর গুনেই বোধ করি;দিনদিন তোমার রূপ উজ্জল থেকে ঔজ্জ্যোলোতর হচ্ছিলো আর তার ক্ষতিকারক কেমিক্যাল চক্রবৃদ্ধিহারে দূষিত করে ফেলছিলো তোমার মন;এ আমার বুঝতে দেরী হয়নি;শুধু বুঝতে পারিনি এইটুকু;
কার নেশায় মত্তো হয়ে তোমার এই রূপচর্চা,কাকে দেখানোর জন্য?
আমিতো বরাবর তোমাকে অন্ধকারেই ভালবেসে এসেছি...
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৫
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লেখা!
৩| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৬
হাসান মাহবুব বলেছেন: আরে তুমি কৈত্থিকা!
৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪২
মারুফের রহমান বলেছেন: অনেক চড়াই উতরাই পেরিয়ে আবার সামুতে---
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪১
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লেখা!