নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ দিন কেউ আমাকে পাশে ধরে রাখতে পারে না,আমিও দীর্ঘ দিন কাউকে পাশে ধরে রাখতে পারি না।

!!!

মারুফের রহমান

আবার মুখরিত হয়ে উঠবে চারদিক।ঝলমলে রৌদ এসে হাসবে দরজার চৌকাঠে।আমরা সবাই হয়ে উঠবো সমৃদ্ধশালী মানুষ।অতপর আমরা থাকবো দুধে-ভাতে।আমাদের কোন দু:খ থাকবেনা।

মারুফের রহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি এবং....

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ফেয়ারেন্ড লাভলী তুমি এতো বেশী মাখো যে,কখনো কখনো তুমি ফেয়ারেন্ড লাভলীকে আমার চেয়েও অনেক বেশী অর্থবহ করে তোল;তখন নিজেকে খড়কুটোর মতোই তুচ্ছ মনে হয়।

ফেয়ারেন্ড লাভলীর গুনেই বোধ করি;দিনদিন তোমার রূপ উজ্জল থেকে ঔজ্জ্যোলোতর হচ্ছিলো আর তার ক্ষতিকারক কেমিক্যাল চক্রবৃদ্ধিহারে দূষিত করে ফেলছিলো তোমার মন;এ আমার বুঝতে দেরী হয়নি;শুধু বুঝতে পারিনি এইটুকু;

কার নেশায় মত্তো হয়ে তোমার এই রূপচর্চা,কাকে দেখানোর জন্য?

আমিতো বরাবর তোমাকে অন্ধকারেই ভালবেসে এসেছি...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪১

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লেখা!

২| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লেখা!

৩| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: আরে তুমি কৈত্থিকা!

৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:৪২

মারুফের রহমান বলেছেন: অনেক চড়াই উতরাই পেরিয়ে আবার সামুতে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.