নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ্গিন সুতার ঘুড়ি

আমার আকাশে তুমি

আমার আকাশে তুমি › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি সাল ও তারিখ থেকে বাংলা সাল ও তারিখ বের করার সহজ নিয়ম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

অনেক সময় আমাদের বাংলা কত তারিখ আমাদের মনে থাকে না। তাই আজ আমরা শিখব কিভাবে ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায়। প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় তাই যদি ১৪ এপ্রিলের আগের কোন সন বের করতে হয় তবে ৫৯৪ মাইনাস দিতে হবে । বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে। যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন। কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫। এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে। কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে প্রথম কোডটি ৪ মানে এপ্রিল মাসের ১৪ তারিখের কোড সর্বশেষ কোড ৫ মানের মার্চ মাসের ১৫ তারিখ। উদহরণঃ ধরুন ১৯৫২ সালের ২১ সে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস এখন এই দিনটি বাংলা কতো সনের কথা তারিখ কিভাবে বের করবেন তার নিয়ম দেয়া হলো। প্রথমে ১৯৫২ থেকে বাংলা সালে রুপান্তরিত করার নিয়ম (১৯৫২-৫৯৮)= ১৩৫৮ এখানে ৫৯৪ মাইনাস করার কারন ১৪ এপ্রিলের আগের সাল বের করতে আগে ৫৯৪ মাইনাস করে সাল বের করতে হবে ১৪ এপ্রিলের পরে হলে ৫৯৩ মাইনাস হতো। এখন তারিখে রুপান্তর করব ২১ সে ফেব্রুয়ারির কোড ৩ মানে ১৩ তাই ২১ থেকে ১৩ বাদ দিলে থাকে ৮ দিন কোড অনুযায়ী ৮ ফাল্গুন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: এত কষ্ট করার দরকার কি?
ঘরে কি ক্যালেন্ডার নাই? মোবাইলেও নাই?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

আমার আকাশে তুমি বলেছেন: ঘরে বাংলা ক্যালেন্ডার ক জনের থাকে বলুন, আবার কজনি বাংলা তারিখ মনে রাখি ? কিছু সময় বাংলা সাল বা তারিখের প্রয়োজন পরে তাই শেয়ার করলাম

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৬

ঢাকার লোক বলেছেন: খুব ভাল বুঝা গেল না, স্টেপগুলো আরো পরিস্কার করে লিখা দরকার,কোড গুলোর কি অর্থ কোথা থেকে আসছে, উদাহরণও খুব স্পস্ট নয়। আবার গুছায়ে লিখতে পারেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

আমার আকাশে তুমি বলেছেন: বোঝার সুবিধার্থে কিছু এডিট করে দিলাম। ধন্যবাদ ঢাকার লোক

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

আবু হাসান লাবলু বলেছেন: মাথার উপর দিয়ে দিয়ে গেল। আর একটু ক্লিয়ার করলে ভাল হত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

আমার আকাশে তুমি বলেছেন: মাথার ভিতরে নেয়ার চেষ্টা করুন

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কোড দিয়েছেনঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।

আবার ফেব্রুয়ারির কোড বলছেন ৩, মানে কি??
উপরে ফেব্রুয়ারির কোড তো ৫!

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

আমার আকাশে তুমি বলেছেন: কোডের প্রথম কোড ৪ মানে ১৪ এপ্রিল তারপর যথাক্রমে ১৫ মে ,১৫ জুন, ১৬ জুলাই, ১৬ আগস্ট, ১৬ সেপ্টেম্বর, ১৬ অক্টোবর, ১৫ নভেম্বর, ১৫ ডিসেম্বর, ১৪ জানুয়ারি, ১৩ ফেব্রুয়ারি, ১৫ মার্চ

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

করুণাধারা বলেছেন: নতুন জিনিস শিখতে পেরে ভাল লাগলো। অনেক ধন্যবাদ।

আমি যেভাবে বুঝতে পারছি তা এই- আপনি ১৪,১৫,১৫,১৬........ এভাবে না লিখে সহজে মনে রাখার জন্য এভাবে লিখেছেন, কারণ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪ (৩৫) যদি এভাবে লিখেন তাহলে একটা সিমেট্রি থাকে, মনে রাখার জন্য সহজ হয়। শুরু হচ্ছে বৈশাখ দিয়ে চার মানে চৌদ্দ, তাহলে এই ১২ সংখ্যা যথাক্রমে বাংলা মাসগুলোর প্রথম তারিখ ইংরেজি মাসের কত তারিখে পড়বে তা নির্দেশ করে। যেমন বৈশাখ শুরু হবে ইংরেজি মাসের ১৪, জ্যৈষ্ঠ ১৫, আষাঢ় ১৫, শ্রাবণ ১৬ তারিখে,......

বন্ধনীর ভিতর ৩,৫ (সিমেট্রিতে ফেলা যায় না দেখে এভাবে রাখা হয়েছে) যথাক্রমে ১৩ ও ১৫ নির্দেশ করছে, ফেব্রুয়ারি ও মার্চের ১৩,১৫ তারিখে বাংলা মাসের শেষ দুটো মাসের প্রথম দিন।

কিন্তু একটা সমস্যা আছে ধরুন আজকের তারিখ 19 ফেব্রুয়ারি 2019। এখন বাংলা সন বের করতে এর থেকে 594 বিয়োগ করলাম, হল চৌদ্দশ পঁচিশ। ফেব্রুয়ারির জন্য ফাল্গুন মাস, ১৩ বিয়োগ হবে ১৯ থেকে। হল ৬, কিন্তু আজ ১৯ ফেব্রুয়ারি, ৭ ই ফাল্গুন, প্রথম আলো অনুযায়ী

৬| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকস। বিষয়টা এবার ক্লিয়ার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.