নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

সিফাত৬৯

কিছু মানুষ একা থাকে ভালো আমি না হয় তাদের দলে যাবো -শাহান কাবন্ধ

সিফাত৬৯ › বিস্তারিত পোস্টঃ

নজরুলের গান করলো পলাশ এন্ড ফ্রেন্ডস ব্যান্ড (ডাউনলোড লিন্ক সহ)

২৫ শে মে, ২০১৩ রাত ১:১১

কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীতে "পলাশ এন্ড ফ্রেন্ডস" ব্যান্ডের নিবেদন



গানঃ হারানো হিয়া (নজরুল গীতি)

কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস



বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।

-পলাশ এন্ড ফ্রেন্ডস



শুনুন



অথবা



শুনুন

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১৩

দাইমারু বলেছেন: Excellent tone but you need to care sound composition
You must be reduce high Bess,drum and so on.Thank you.

২৫ শে মে, ২০১৩ রাত ২:৪৯

সিফাত৬৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৩৬

গোবর গণেশ বলেছেন: ভাই থামেন থামেন, এই ধরণের অপচেষ্টা কইরা সময় নষ্ট কইরেন না। আপনাদের জন্য অনেক গান আছে দুনিয়াতে, দয়া করে নজরুল গীতি নিয়া টানা হেঁচড়া না করলে খুশি হব। নজরুলের গান গাওয়ার অনেক লোক আছে।

গানের টোন যেমন তেমন, বাজনা যা বাজিয়েছেন, মাশাল্লাহ; আজকে নজরুল থাকলে নিশ্চিত আত্নহত্যা করতো।

৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩

মেটাল বলেছেন: এইখানে সমালোচকদের কিছু বলতে চাই ।
যদি নতুন কেউ নজরুলগীতি করে , এবং সেখানে গানের কথা ও সুর বিকৃত বা পরিবর্তিত করে , শুধু মাত্র তাঁর সমালোচনা করতে পারেন ।
আমরা কিছু মিউজিসিয়ানরা নজরুলগীতিকে আমাদের প্রজন্মের সবার মাঝে ছড়িয়ে দিতে চাই , কিন্তু এখানেও যদি সমালোচনার স্বীকার হতে হয় , তাহলে আর কেউ উদ্যোগ নিবে না । যারা সমালোচনা করছেন , তারা আমাকে বলেন , এই সময়ের কয়টা ছেলে মেয়ে নজরুলগীতি শুনে ??? এইটা ঠিক গানের বেসিক নিয়ে নাড়াচাড়া করলে পাপ হবে । কিন্তু মিউজিক নিয়ে আপনাদের এত সমস্যা কেন , বুঝি না ?? নতুনকে গ্রহন করার মেন্টালিটি গ্রো করতে হবে ভাই । কারন আমরা আমাদের জাতীয় কবিকে , তার কাজের মাধ্যমে আমাদের প্রজন্মের সবার কাছে পৌছাতে চাই ।

৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২০

উদাসী স্বপ্ন বলেছেন: গানটা এক্সিলেন্ট বললে ভুল হবে, অসাম হইছে। গানের গায়কী ১০০ তে ২০০ আর বাজনা ৯০..(কারন যেহেতু রক স্টাইল সেহেতু গীটারে রিদম গীটারে আরেকটু কড়া দিলে মনে হয় জমতো...প্রথম দিকে রীদম বেস ইন্ট্রোটা একটু বেশী সময় কন্টিনিউ হইছে...যাই হোক..সলো চয়েসও দারুন)।

কিছু কিছু চুশীল দেখলাম চুলকানী শুরু করছে আমি তাদেরকেই বলছি কলকাতায় রবীচাচুর সবকিছু নিয়াই রক মেটাল সব ব্যালেডেই গাচ্ছে এবং সেখানে মিউজিক ভিডিও তে সফট পর্নও যোগ করছে। তখন কাউক চিল্লাইতে শুনি না। বাংলাদেশের ধ্বজ সাদী অথবা বন্যা গং এর মতো বাজে সঙ্গিত শিল্পিরা যখন কলকাতার ইন্দ্রানীর নখের সমান ও ভালো গান গাইতে পারে না তাই এই চুশীল গং তাদের ভুল ধরার ধৃষ্টতা দেখায় না। তাই দেখা যায় সবকিছু নিখুতের কাছাকাছি "ক্ষ" ব্যান্ডকে গালি খেতে হয় সুশীলদের কাছ থেকে অথবা এই যে এত সুন্দর কম্পোজিশন, এইখানেও চুলকানী!

ভাই সমস্যা হইলে শুইনেন না। এশিয়ান ডাব ফাউন্ডেশনের আমি বিদ্রোহী গানটাও কিন্তু র‌্যাপ কোরে গাওয়া হইছিলো, সেইখানেও এগো ভালো লাগে নাই। বাংলাদেশীরা ফিউশন করলে এগো মাথা গরম হয়, কলকাতার বাবুরা পর্ন ঢুকাইলে আহা উহু শব্দ বাইরে হয়! এই হইলো সঙ্গিত বোদ্ধা আর এই হইলো দেশপ্রেম!

৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: বাসায় যায়া শুনুম।

৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
চুচিলদের কথা শুনে লাভ নাই ! এদের ইগনোর করেন ..... বরং এই প্রচেষ্টারে স্বাগত জানাই ।

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: গানটা দারুণ লাগলো। এই পলাশ কি রেডিওএ্যাকটিভের ভোকাল?

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক সুন্দর হয়েছে। আমার মতে এই প্রজন্মের দ্বারে নজরুলকে পরিচয় করাতে এই প্রজন্মের ভাষা ব্যবহার করাই সঠিক। খুব সুন্দর হয়েছে। কেউ কেউ বলেছেন নজরুল থাকলে কি না কি বলেতন। আসলে নজরুল সম্বন্ধে ধারনা খুব কম। নজরুল ছিলেন সুন্দেরর পূজারী, নজরুল ছিলেন সর্বজন সমাদৃত কবি। এগিয়ে যান। শুভ কামনা।

৯| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০১

গোবর গণেশ বলেছেন: স্বকীয়তা নষ্ট করে দিলে সেই জিনিষের অস্তিত্ব টেকে না। যারা প্রশংসা করছেন করুন। আমি শুধু বলতে চাই ওইসব গানের রেকর্ড কেউ দ্বিতীয়বার বাজিয়ে শোনে না। একবার বাজিয়েই ভেঙে ফেলে দেয়। এই ধরণের সঙ্গীত ক্ষণস্থায়ী। সাময়িক লাফালাফি করেই শেষ। অনেকে অনেক রকম ট্যাগ লাগানোর চেষ্টাও করেছেন। আমি বলব এটা তাদের অভ্যাস। অন্ধের হাতি দেখার মত। যার দৃষ্টি যতদূর যায় আরকি। আর তুলনা বা কলকাতার গানের ব্যাপারে বলছি: জিবাংলা আর স্টার জলসা অন্তত: আমি দেখি না। নিজেকে একটু যাচাই করে কথা বললে ভালো হয়। ভাষার ব্যবহারে সংযত হওয়া ভদ্রতার পরিচয় বহন করে। মনে রাখবেন সঙ্গীত দেহের নয় মনের খোরাক। হৃদয়ে স্পর্শ করার মত যোগ্যতা না থাকলে সেটা সেউ সংরক্ষণ করেনা বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেনা।

ধন্যবাদ

১০| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: @গোবর গনেশ, আর্টসেল সেই কবে দুর্গম গিরি কান্তার মরু গানটা গাইসিল, তাদের নিজস্ব আঙ্গিকে, রক ভার্শনে। এখনও শুনি গানটা। শুনি এবং কেঁপে উঠি। নজরুলের ভেতর যে বিদ্রোহী তেজ ছিলো, সে এখন গান করলে ঐভাবেই গাইতো আমি শিওর। আর কালকে পলাশের গাওয়া গানটা আমি অনেকবার শুনসি। এত সুন্দর মিউজিক আর গায়কী! সে কি কোথাও গানের কথা বা সুর বিকৃত করসে? তাইলে সমস্যা কী? এই কথা কোথায় বলা আছে যে নজরুল সঙ্গীত সবসময় হারমোনিয়াম আর তবলা দিয়া গাইতে হৈব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.