নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ভালোর সঙ্গে আছি

সত্য ও ভালোর সঙ্গে আছি

আমার পথ চলা ১

সত্য ও ভালোর সঙ্গে আছি

আমার পথ চলা ১ › বিস্তারিত পোস্টঃ

পাঁচ বছরের আগে দ্বিতীয় হজ নয়

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

পাঁচ বছরের মধ্যে কমপক্ষে একবার হজ করেছেন এমন হাজিরা এবার আর হজ করতে পারবেন না। সৌদি সরকার এক আদেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশের মুসলমানরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।



গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নিষেধাজ্ঞার ফ্যাক্স পেয়েছে বলে নিশ্চিত করেছেন হজ অফিসার (অতিরিক্ত সচিব) বজলুল হক বিশ্বাস। এর আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের হজ কাউন্সিলর (যুগ্ম সচিব) আসাদুজ্জামানের কাছে এ নিদের্শনা পাঠান।



বজলুল হক বিশ্বাস নতুন বার্তা ডটকমকে বলেন, “শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশের জন্যই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”



নিষেধাজ্ঞায় কোনো কারণ উল্লেখ নেই জানিয়ে তিনি বলেন, “সম্ভবত সৌদি আরবে হজ মৌসুমে হাজিদের চাপ কমানোর জন্যই সৌদি সরকার এটা করেছে। এছাড়া হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্যও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।”



তিনি বলেন, “যেসব হাজি গত পাঁচ বছরের মধ্যে কমপক্ষে একবার হজে গেছেন তাদের আমরা আমাদের ডাটাবেউজ থেকে শনাক্ত করে এবার হজে যেতে নিষেধ করতে পারবো। তবে কোনো হাজি যদি বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যান তিনি নিশ্চিতভাবে জেদ্দা বিমান বন্দরে সমস্যার মুখোমুখি হবেন এবং তাকে দেশে ফেরত পাঠানো হবে।”



এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা ও আর্থিক ক্ষতি যাতে না হয় এজন্য তিনি পাঁচ বছরের মধ্যে সৌদি যাওয়া হাজিদের এবার হজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।



এদিকে গত সোমবার হজ পালনের পৃথক সুযোগ সুবিধা সম্বলিত দুটি প্যাকেজের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “দেশে প্রথম বারের মতো সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজ করার সুযোগ রাখা হয়েছে। সরকারিভাবে ১০ হাজার হজযাত্রী নেয়া হবে। মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজের উদ্দেশে যেতে পারবেন।”



তিনি আরো বলেন, “কম আয়ের মানুষেদের জন্য হজ করার সুযোগ করার জন্য এ প্যাকেজ নেয়া হয়েছে। প্রথম প্যাকেজে মোট খরচ হবে কোরবানি বাদে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা, দ্বিতীয় প্যাকেজে খরচ হবে কোরবানি বাদে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা।”



সচিব বলেন, “প্রথম প্যাকেজে বাড়ি ভাড়া এক লাখ ৫০ হাজার ৫৯১ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে বাড়ি ভাড়া ৮৩ হাজার ৭৯০ টাকা। হ্জযাত্রীদের কোরবানীর জন্য আলাদাভাবে কমপক্ষে সাড়ে চার শত (৪৫০) সৌদি রিয়াল নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।



এবার হ্জযাত্রীদের জন্য বিমান ভাড়া গতবারের চেয়ে কম নির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপিরিষদ সচিব বলেন, “এবার ভাড়া হবে এক লাখ ২২ হাজার ৮২৭ টাকা, গতবারে এ ভাড়া ছিল এক লাখ ২৩ হাজার ৬২০ টাকা।”





মার্কিন ডলারের দাম ৮০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে এ বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ডলারের দাম কমলে বা বাড়লে বিমান ভাড়া বাড়তে বা কমতে পারে।”



তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় মোট ১০ হাজার হজযাত্রী নেয়া হবে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট এক লাখ ১৭ হাজার ১৯৮জন হজ করতে যেতে পারবেন, অর্থাৎ এবার মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন।



মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, গত বছর মোট হজযাত্রী ছিলেন এক লাখ ১১ হাজার। বেসরকারি হজ এজেন্সিগুলো (নন ব্যালটি) হ্জযাত্রীদের কাছ থেকে সরকারি প্যাকেজের চেয়ে কম খরচে হজযাত্রী নিতে পারবে না।



সূ্ত্র: নতুন বার্তা ডটকম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.